Madaripur News 24

Madaripur News 24 A Virtual journalist

গোপালগঞ্জ গনহত্যার খবর পাকিস্তানি হানাদারদের নৃশংসতা একটি শিশুও বাদ যায়না
18/07/2025

গোপালগঞ্জ গনহত্যার খবর পাকিস্তানি হানাদারদের নৃশংসতা একটি শিশুও বাদ যায়না

রাতের আধারে পাকিস্তানি হানাদার Bangladesh Army  আসে,ইনবক্স থেকে।
17/07/2025

রাতের আধারে পাকিস্তানি হানাদার Bangladesh Army আসে,ইনবক্স থেকে।

17/07/2025

যে বিএনপি বলার চেষ্টা করছে, আগামী বিশ বছরেও আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না! সেই বিএনপির জন্য আগামীদিনের বিষফোঁড়া হচ্ছে এনসিপি। এনসিপি আওয়ামীলীগের যত ক্ষতি করেছে তার থেকেও বেশি ক্ষতি করবে বিএনপির। বিএনপির নেতৃবৃন্দ এনসিপি নিয়ে এখন স্বর্গে বসবাস করলেও ভবিষ্যতে তাদের সবচেয়ে বড় গলার কাটা হয়ে দেখা দিবে এনসিপি।

এনসিপি হচ্ছে জামায়াত শিবিরের ঔরষজাত সন্তান।নিয়াজী ,টিক্কা ও ইয়াহিয়ার গর্ভে এরা বড় হয়েছে। নিজেদের স্বার্থের জন্য এরা যেমন একদিন শেখ হাসিনাকে মা ডেকেছে , অদূর ভবিষ্যতে তারেককে আব্বা ডাকলেও অবাক হবো না। ইসলামী ছাত্রশিবিরের মত দেশে একটা জঙ্গি সংগঠন থাকতে ওদের এনসিপিকে জন্ম দিতে হয়েছে শুধু বিএনপির রাজনীতি ও ভোট ব্যাংক নষ্ট করতে ‌।এতে করে আগামী দিনে জামায়াতের ক্ষমতায় আসার পর সুগম হয়।এনসিপি এই দেশের রাজনীতিতে সবসময় আগাছার মত থাকবে।এই আগাছার জন্ম হয়েছে দেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য।এই এনসিপি নামক রাজনৈতিক দলের এই দেশে কোন ভবিষ্যৎ নেই। রাজনীতিতে বিএনপি যত ভুল করবে তার সুযোগ নিবে এনসিপি।

গতকাল গোপালগঞ্জের পর আজ ফরিদপুরে এনসিপি কে যে সমাবেশ করতে দেখা গেছে তাতে শুধু বিমান বাহিনীর অভাব ছিলো। নিজেদের তথাকথিত বিপ্লবী বলা দলটা কাপুরুষে ভর্তি। সেনাবাহিনী, র্যাব , পুলিশ , আনসার দিয়ে যেই দলকে সমাবেশ করতে হয় , আর যাই হোক তারা রাষ্ট্রের কোনো প্রতিনিধি হাওয়ার যোগ্যতা রাখে না। সেনাবাহিনীর পাহারায় যাদের গোপালগঞ্জ থেকে পালিয়ে যেতে হয় , রাজনীতিতে তারা যে ধইঞ্চা এটা দেশের মানুষ বুঝে গেছে।মূলত এনসিপি হচ্ছে সেনাবাহিনী ও জামায়াত আশীর্বাদ পুষ্ট একটি পোষা রাজনৈতিক দল।এই সেনাবাহিনী গোলামের মত আর কতকাল এনসিপিকে পাহারা দিয়ে রাখে সেটাই এখন দেখার বিষয়।মূলত এই এনসিপি স্বৈরাচারী ইউনূসের লাঠিয়াল বাহিনী ছাড়া আর কিছুই নয়।।

এনসিপি নামক লাঠিয়াল বাহিনীকে মোকাবেলা করতে হাতে লাঠি নিতে হবে। সেনাবাহিনী ইতিমধ্যে গত ১১ মাসে এনসিপির পোষা গোলামে পরিণত হয়েছে। ইউনূস দেশের নির্বাচিত কোন সরকার প্রধান নন। এনসিপি দেশের সরকার চালায় না।একটা কিংস পার্টিকে সেনাবাহিনী যেভাবে মাথায় তুলে নাচতেছে তা আগামীদিনে বিএনপির জন্য বুমেরাং হয়ে আসবে। আওয়ামীলীগের চিন্তা বাদ দিয়ে বিএনপির নেতাকর্মীরা এই এনসিপি নামক বিষফোঁড়া থেকে কীভাবে তাদের দল রক্ষা করবে , তাই এখন ভাববার বিষয়।

গত ১১ মাসে শত শত নিরীহ মানুষ হত্যা ছাড়া এনসিপির কোন অর্জন নেই। ইতিমধ্যে এনসিপি নেতারা রাষ্ট্রের প্রায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছেন।মিঃ টুয়েন্টি পার্সেন্টদের এই গোলামী রাজনীতি দেশের মানুষ আর কয়দিন সমর্থন করে তাই এখন ভাবনার বিষয়।এনসিপির মবোক্রেসির শেকড় উপড়ে ফেলতে গোপালগঞ্জের মত বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে এতে কোন সন্দেহ নেই।এনসিপি রাষ্ট্রীয় মদদে গোপালগঞ্জে গতকাল যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ দেখার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ।যারা বলে বিশ বছরেও আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না , তারা কি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে নাকি এনসিপির ফেলে দেওয়া হাড্ডির জন্য রাতজেগে অপেক্ষায় থাকে , দেশের মানুষ তা বুঝে গেছে।এনসিপি একটি লাঠিয়াল বাহিনী। এদের ফুল হাতে নয় , বরং লাঠি হাতে প্রতিরোধ করতে হবে।।এনসিপি রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি সন্ত্রাসী ও খুনী বাহিনী। এদের লাঠি হাতে প্রতিরোধ ছাড়া বাংলাদেশের মুক্তি অসম্ভব।। যেই দেশে সেনাবাহিনী জনতার গোলাম না হয়ে দেশবিরোধী টিক্কা ও ইয়াহিয়া খানের এনসিপির গোলাম হয় , সেই দেশে বাঁশের লাঠি ছাড়া প্রতিরোধ অসম্ভব।।দেশ আপনার , সিদ্ধান্তও আপনার।

17/07/2025

গোপালগঞ্জ এর মুকসুদপুর এ প্রতিটি বাড়ী থেকে তুলে মানুষদের তুলে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী

যশোরের জিওসি এমদাদুল ইসলাম ব্রিগেড জেনারেল মোঃমিজানুর রহমান লেঃ কর্ণেল মাবরুর হাসান  এই তিনজনই গোপালগঞ্জের গণহত্যার নেতৃ...
17/07/2025

যশোরের জিওসি এমদাদুল ইসলাম

ব্রিগেড জেনারেল মোঃমিজানুর রহমান

লেঃ কর্ণেল মাবরুর হাসান
এই তিনজনই গোপালগঞ্জের গণহত্যার নেতৃত্ব দেন ।

গোপালগঞ্জ আজ এক যুদ্ধ বিধ্বস্ত জনপদ। ইয়াহিয়া, টিক্কা ও নিয়াজীর বংশধরদের প্রতিরোধ করতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ...
17/07/2025

গোপালগঞ্জ আজ এক যুদ্ধ বিধ্বস্ত জনপদ। ইয়াহিয়া, টিক্কা ও নিয়াজীর বংশধরদের প্রতিরোধ করতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে লড়াই করছে গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জের রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকের গোপালগঞ্জ যেন বিশ্ব মানচিত্রে এক টুকরো বাংলাদেশ। আজকে গোপালগঞ্জ হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক বার্লিন , প্যারিস ও ওয়ারশ শহর।ফরাসি প্রতিরোধ বাহিনী যেভাবে দখলদার জার্মানির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে আজকের গোপালগঞ্জ যেন এক টুকরো প্রতিরোধের প্যারিস। পোল্যান্ডের ওয়ারশ শহর যেভাবে রাস্তায় রাস্তায় দখলদার নাৎসি বাহিনীকে প্রতিরোধ করেছে, আজকের গোপালগঞ্জ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ারশ শহর।

গোপালগঞ্জ নামটি বিখ্যাত হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্য। আজকে দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আলোচিত হচ্ছে প্রতিরোধের দূর্গ বাংলাদেশের শ্রেষ্ঠ মাল্টার দূর্গ গোপালগঞ্জ। নিজের শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়া যোদ্ধাদের শহর গোপালগঞ্জ।একদল টোকাই গোপালগঞ্জে গিয়েছিল বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্য। যশোর থেকে সেনাবাহিনী নিয়ে , সমগ্র বাংলাদেশ থেকে প্রশিক্ষিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে, এমনকি গোপালগঞ্জের মাটিতে নিজেদের রক্ষার জন্য সেনাঘাঁটি তৈরি করেও আজ তারা গোপালগঞ্জের মাটিতে অবরুদ্ধ।ডিনিস্টার নদীর তীরে খোটিন দূর্গের মতো মধুমতির তীরে অবস্থিত গোপালগঞ্জ আজ বঙ্গবন্ধুর দূর্গে পরিণত হয়েছে। ইয়াহিয়া, নিয়াজী ও টিক্কা খানের বংশধরদের যেকোনো মূল্যে প্রতিরোধ করার দীপ্ত শপথে বলিয়ান গোপালগঞ্জ। সাহসের সবটুকু রক্ত দিয়ে তারা আজ দখলদার হাসনাথ, আসিফ , নাহিদ ও সার্ভিস মলমের জামায়াত শিবিরের আপডেট ভার্সন টোকাই মঞ্চকে প্রতিরোধ করছে।

গোপালগঞ্জকে যেমন মানুষ বঙ্গবন্ধুর জন্য চিনেছে , ঠিক তেমনি সমগ্র বাংলাদেশকেও মানুষ চিনেছে এই মহা মানবের জন্য। গোপালগঞ্জ শহর থেকে বের হওয়ার প্রতিটি রাস্তায় গোপালগঞ্জের সাহসী নারীরা আজ এক একজন ' জোয়ান অফ আর্ক " হয়ে এই প্রতিরোধ যুদ্ধে শামিল হয়েছে।নিজ মাতৃভুমিকে রক্ষার জন্য গোপালগঞ্জের শিশু ও কিশোরেরা আজ হাতে লাঠি নিয়ে মাতৃভুমি গোপালগঞ্জে পাহারা বসিয়েছে।একটা টোকাই যেন পাকিস্তান পালাতে না পারে তার জন্য গোপালগঞ্জ বাসীর এই প্রতিরোধ যুদ্ধ বেলা বাড়ার সাথে সাথে সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়েছে।

১৪৬৮ বর্গ কিলোমিটার আয়তনের গোপালগঞ্জ আজ পরিণত হয়েছে ১২ লক্ষ গোপালগঞ্জবাসীর জয় বাংলা স্লোগানে।এক সময় রাজগঞ্জ নামে পরিচিত এই জেলা আজ সমগ্র বিশ্বের কাছে বঙ্গবন্ধুর গোপালগঞ্জ নামে পরিচিত। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে গোপালগঞ্জ আজ পরিণত হয়েছে সাহস ও সংগ্রামের প্রতীক হিসেবে। মুক্তির এই মিছিলে বাংলাদেশের ১৭ কোটি মানুষের দোয়া ও ভালোবাসা আজ গোপালগঞ্জের সাথে।।

গোপালগঞ্জ বাংলাদেশের একটি পবিত্র ভূমি। এই গোপালগঞ্জ বীর বিক্রম হেমায়েত উদ্দিনের গোপালগঞ্জ।এই গোপালগঞ্জের মাটিতে জন্মেছেন বীর- উত্তম ইমদাদুল হক, আমিনুল হক , , বীর - বিক্রম মোহাম্মদ আশরাফ আলী খান, বীরপ্রতীক বদিউজ্জামান, গফুর , শরীফ , আসাদ মোল্লাসহ শত শত সাহসী যোদ্ধা। গোপালগঞ্জের মাটিতে শুয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

আজ যে ছবিটি সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষের নিউজফিডে ঘুরছে , এই ছবিটিও গোপালগঞ্জের এক বীর সন্তানের। পিতার শেষ সম্বল রক্ষার জন্য সন্তানের এই আত্মত্যাগ শত শত বছর স্মরণ রাখবে বাংলাদেশ। গুলিবুদ্ধ বুকেও সে যেন বারবার মুজিব মুজিব বলে চিৎকার করে উঠছিলো। ৫৪ বছর পর পাকিস্তানী হায়েনার বেশে যে বুট আবার দেশপ্রেমিক জনতার বুকে উঠেছে তার সুদে ও আসলে হিসাব এই বাংলায় হবে। ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য যেভাবে আত্মসমর্পণ করেছে , সেভাবে আবার মুক্ত হবে সমগ্র বাংলাদেশ। আজকের বাংলাদেশে গোপালগঞ্জ যেন বঙ্গবন্ধুর দূর্গ , এক অপ্রতিরোধ্য বাংলাদেশ। বুকের তাজা রক্তে ওরা এখনও মুজিবের নাম লিখে। বুলেট বিদ্ধ শরীর যেন চিৎকার করে বলছে , " ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে আমিই মুজিব, আমিই আজ বাংলাদেশ।"

"দাবায়ে রাখতে পারবা না।"

জুলাই ----সমাচার....... ইদানীং আর নিউজ  দেখি না, ক্লান্ত লাগে খুব .. কিন্তু বিবেক নামক ব্যয়বহুল বিল্ট-ইন সফটওয়্যারের তাড়...
17/07/2025

জুলাই ----সমাচার.......

ইদানীং আর নিউজ দেখি না, ক্লান্ত লাগে খুব ..
কিন্তু বিবেক নামক ব্যয়বহুল বিল্ট-ইন সফটওয়্যারের তাড়নায় কিছু পত্রিকার হেডলাইন ও এর ভেতরের আঙিনায় ঢু মারা হয়!
তেমনই 'সময়' নিউজের একটা প্রতিবেদনে দেখলাম ঐতিহাসিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করা হয়েছে। সেটা ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে আন্দোলনের শুরু থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তিদের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ কিংবা পৃথিবীর বুক থেকে চাঁদ অভিমুখে যাত্রা শুরু সবকিছুরই মানব সভ্যতার একধাপ দু'ধাপ করে এগিয়ে যাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের রাজনৈতিক মতাদর্শ বদলেছে, মানুষ স্বাধীনতার জন্য লড়তে শিখেছে.....

কিন্তু আমার মতো আম জনতা আসলে পুরো নীল সবুজ ও কিছুটা ঘোলাটে এই গ্রহের চেয়ে নিজের অভাগা দেশের জায়গাটা খুঁজছিলাম এসবের মধ্যে। সেখানে ও ২০০৭ এর তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক গ্রেপ্তারের পালা শুরু হয় এ জুলাইয়েই....এরপর এদেশের রাজনীতির সময়ের জল ক্ষমতার আসন পর্যন্ত গড়িয়ে বরফ হয়ে জমে গেছে! আর এই আইস ব্রেক আর হয় না, সেই পুরনো চক্রই চলতে থাকে.....

এতো বৈরী পরিবেশ পরিস্থিতিতে ও এদেশের মানুষ সময়ে সময়ে বিদ্রোহী হয়ে ওঠে নিজের অবস্থান পরিবর্তনের জন্য, অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য। এক শ্রেণীর মানুষ ক্ষমতার বরফ মিশিয়ে ঠান্ডা পানীয় পান করে ঠিক কিন্তু মধ্যবিত্ত সমাজের একটি বড় অংশ আদর্শের জায়গায়টিতে আপোষহীন লড়াই জারি রাখে তাই হয়তো ভারসাম্যট বজায় থাকে...
২০২৪ এর জুলাই-আগস্ট বাংলাদেশের সেই মধ্যবিত্ত সমাজের মগজ-মননে চরম প্রভাব ফেলে সন্তানদের অযাচিত মৃত্যু ( মৃত্যু যে প্রক্রিয়াতেই হোক না কেন বা যাদের অস্ত্র/কূটচালে হোক না কেন, তা ঠেকানো যায়নি এবং এ মৃত্যু সত্য)। এ আবেগ ক্যাশ করে আরেকদল জমানো বরফের মালিকরা। মধ্যবিত্ত আবেগী মানুষগুলো আবারও বুকে আশা বাঁধে পরিবর্তনের আশায়। সমস্ত রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে গিয়ে মানুষ ভাবতে চেয়েছে জমে থাকা কালো হয়ে যাওয়া ক্ষমতার বরফ গলবে নতুন ধারা বইবে...
কিন্তু বরাবরের মতোই এ শ্রেণী ঠকলো কিন্তু এবার অস্তিত্ব পর্যন্ত হুমকির মুখে ফেলে ঠকলো।
এ দেশ ও জাতির কষ্টার্জিত স্বাধীনতা পর্যন্ত হুমকির মুখে পড়ে গেলো......

কিন্তু যেহেতু পেছনে যাওয়ার রাস্তা নেই তাই আবার ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নামবে এদেশের মানুষ এটাই এদের মূল চরিত্র এখনো পর্যন্ত....
কিন্তু এ যাত্রায় যা হারাতে হয়েছে বা সামনেও হবে...
তবুও এদেশের মানুষের লড়াকু মনোভাব টিকে থাকুক, ঠকে যাওয়া জাতি এর থেকে কিছুটা হলেও শিক্ষা নিক। রাজনৈতিক নোংরা জলের ধারা ক্ষমতা পর্যন্ত যেন জমতে না পারে... জনতার ক্ষমতা যেন জমাট বাঁধনে অটুট থাকে, এটুকুই প্রত্যাশা..

ইনবক্স থেকে...

17/07/2025

গোপালগঞ্জ এ ইন্টারনেট ও বিদ্যুৎ লাইন বন্ধ করে রাতভর গনহত্যা চালিয়েছে ইউনুসের পেটোয়া বাহিনী।

গোপালগঞ্জ গনহত্যার নির্দেশনা দিচ্ছে আসিফ নজরুল আসিফ মাহমুদ
16/07/2025

গোপালগঞ্জ গনহত্যার নির্দেশনা দিচ্ছে আসিফ নজরুল আসিফ মাহমুদ

25/02/2025

কুমিল্লার হোমনায় আওয়ামীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ছেলে ও মেয়ে সহ তিন জনকে একসাথে হত্যা করেছে জামাত বিএনপি সমন্বয়করা

মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মিন্টু খান'কে কোন মামলা না থাকারনপরেও আটক করেছে...
25/02/2025

মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মিন্টু খান'কে কোন মামলা না থাকারনপরেও আটক করেছে অ বৈধ ইউনুস সরকার।

18/02/2025

বাংলাদেশ আওয়ামিলীগের উন্ননের কিছু অংশের তালিকা:

@ পদ্মা সেতু ও রেল লাইন
@ মেট্রোরেল
@ এলিভেটেড এক্সপ্রেস
@ থার্ড টার্মিনাল
@ হাতিরঝিল প্রকল্প
@ পূর্বাচল তিনশো ফিট
@ উড়াল সেতু নির্মাণ
@ বঙ্গবন্ধু যমুনা সেতু
@ যমুনা রেল সেতু
@ সমুদ্র সীমা বিজয়
@ বঙ্গবন্ধু স্যাটেলাইট
@ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
@ কর্নফুলি ট্যানেল
@কক্সবাজার রেল লাইন
@কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
@ ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে
@ পায়রা বিদ্যুৎ কেন্দ্র
@ রামপাল বিদ্যুৎ কেন্দ্র
@ মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র
@ ১১৯ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
@ পায়রা সমুদ্র বন্দর
@ ১০০ টি ইকোনমিক জোন
@ ৫৬০ টি মডেল মসজিদ
@১৬৮১ টি মাদ্রাসা ভবন নির্মাণ
@ কওমি মাদ্রাসার স্বীকৃতি
@ উন্নয়নশীল দেশে উন্নীতকরণ
@ রোহিঙ্গাদের আশ্রয়দান
@সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ
@ ফ্লাইওভার নির্মাণ
@ মহাসড়ক গুলো চার,ছয় ও আট লাইনে উন্নতি করন।
@ এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প
@ ঘরে ঘরে বিদ্যুৎ
@ ফ্লাইওভার নির্মাণ
@ নদী ভাঙ্গন রোদ প্রকল্প
@ শ্রমিকদের মজুরি বৃদ্ধি
@ বয়স্ক ভাতা
@ মাতৃত্বকালীন ভাতা
@ বিধবা ভাতা
@ মুক্তিযোদ্ধা ভাতা
@ শিক্ষা ভাতা
@ প্রতিবন্ধী ভাতা
@ স্বামী পরিত্যক্ত ভাতা
@ জেলেদের খাদ্য সহয়াতা
@ ঈমামদের ভাতা
@ বৈশাখী ভাতা
@ ডি জি ডি কার্ড
@ ভি জি এফ কার্ড
@ ও এম এস কর্মসূচি
@ ১০ টাকা মুল্যে চাল বিতরণ
@ বিনামূল্যে বই
@ কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা।
@ দেশের রপ্তানি আয় বৃদ্ধি
@ মাথাপিছু আয় বৃদ্ধি
@ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ
@ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন
@ শেখ হাসিনা বার্ন হাসপাতাল
@ প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা
@ মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি
@ কর্মসংস্থান সৃষ্টি
@ কৃষিতে সফলতা
@ নারীর ক্ষমতায়ন
@ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
@ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি
@ ছিটমহল সমস্যার সমাধান
@ দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ
@ একটি বাড়ী একটি খামার প্রকল্প
@ দেশ ব্যাপি বহুতল আদালত ভবন নির্মাণ
@ মেরিন ড্রাইভ নির্মাণ
@ গ্রাম আদালত কার্যকর
@ ডিজিটাল পাসপোর্ট
@ মোবাইল ব্যাংকিং চালু করন
@ ১৪৫৮ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন
@ ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরন
@ কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাস চালু করন
@ হিজড়া দের তৃতীয় লিঙ্গ ও কর্মসংস্থান সৃষ্টি ।...

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madaripur News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share