08/09/2025
আমি মনে করি, মানুষ সুযোগ পাওয়ার যোগ্য! এজন্যই আমরা একবার, দুইবার, তিনবার, চারবার—এরকম অনেক বার মানুষকে সুযোগ দেই! সুযোগ যেমন আমরা অপর ব্যক্তিকে দেই, ঠিক তেমনি সুযোগটা আমরা নিজেদেরকেও দেই!
নিজেদেরকে সুযোগ দেই কিভাবে? এই যে, একটা মানুষকে সুযোগ দিয়ে তাকে আরেকবার বিশ্বাস করার সুযোগটা নেই—এটাতো আরো বেশি কঠিন! শেষ পর্যন্ত গিয়ে আমরা চাই, মানুষটা শুধরে যাক!
কিন্তু দেখা যায়, কিছু মানুষকে আমরা যতবারই সুযোগ দেই না কেন, তারা ঠিক ততবারই আমাদেরকে আশাচ্যুত করে! আমরা আবারো ঠকে যাই! তারপর? তারপর আর কি শেষ পর্যন্ত গিয়ে সেই ব্যক্তিটাই হার মানে, যে বারবার সুযোগ দেয়!🙂