Hanif's Diary

Hanif's Diary I am a collector of moments, not just miles. Dream, Explore, Discover! SEIZE THE DAY! Born be like a Human, tried to Being Human until death.

I am drawn to the serene beauty of hills and seascapes, where I can lose myself in the tranquility of nature and find solace in the quiet company of my own thoughts. Reader, learner, traveller, enthusiast, thinker, acquiring knowledge.

08/09/2025

আমি মনে করি, মানুষ সুযোগ পাওয়ার যোগ্য! এজন্যই আমরা একবার, দুইবার, তিনবার, চারবার—এরকম অনেক বার মানুষকে সুযোগ দেই! সুযোগ যেমন আমরা অপর ব্যক্তিকে দেই, ঠিক তেমনি সুযোগটা আমরা নিজেদেরকেও দেই!

নিজেদেরকে সুযোগ দেই কিভাবে? এই যে, একটা মানুষকে সুযোগ দিয়ে তাকে আরেকবার বিশ্বাস করার সুযোগটা নেই—এটাতো আরো বেশি কঠিন! শেষ পর্যন্ত গিয়ে আমরা চাই, মানুষটা শুধরে যাক!

কিন্তু দেখা যায়, কিছু মানুষকে আমরা যতবারই সুযোগ দেই না কেন, তারা ঠিক ততবারই আমাদেরকে আশাচ্যুত করে! আমরা আবারো ঠকে যাই! তারপর? তারপর আর কি শেষ পর্যন্ত গিয়ে সেই ব্যক্তিটাই হার মানে, যে বারবার সুযোগ দেয়!🙂

30/08/2025

A friendly football match was held between the faculty members of the Port City International University (PCIU) English Department.
Video: Rezaul Tushar Chowdhury

27/08/2025

সুখ-দুঃখ সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ!

26/08/2025

মনে রাখাটা প্রেম, মনে পড়াটা ভালোবাসা,, আর ভুলতে না পারাটা মায়া।🥺❤️‍🩹

26/08/2025

প্রেমের নিয়ম জটিল, কোনো স্পর্শ, কোনো অঙ্গীকার নেই।
শুধু অনুভূতি, যা বাঁচে অদৃশ্য ভেতরে!

26/08/2025

দেবতাখুম, বান্দরবান।

25/08/2025

আমাদের ভেতরে জমে থাকা আক্ষেপগুলো ধীরে ধীরে হয়ে যায় ক্লান্ত শিলালিপি, যেখানে শান্তি লেখা নেই-লেখা আছে শুধু অনন্ত ক্লান্তি!🖤

25/08/2025

অবশেষে থাকে শুধু-কিছু অদৃশ্য ক্ষতচিহ্ন,
কিছু অনন্ত প্রশ্ন,
আর কিছু অমীমাংসিত অভিমান!

24/08/2025

সে কহিল প্রেমে পড়িবার আগে ভাবা উচিৎ ছিল-সে কি জানে?

ভেবে-চিন্তে ষড়যন্ত্র হয়-প্রেম নয়!

23/08/2025

ফুলের ঝরে পড়া যেন প্রকৃতির চূড়ান্ত আত্মসমর্পণ, মানুষের প্রস্থান তার চেয়ে বহু জটিল!

23/08/2025

নিজেকে নতুন করে গড়তে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। অন্যের আচরণে ভেঙে না পড়ে, নিজেকে শক্ত করে দাঁড় করাতে হবে।

কাউকে দ্রুত জীবনে জায়গা দেওয়া যাবে না। চেনার আগেই ভরসা করলে কষ্ট আসবেই। তাই সম্পর্ক গড়তে হবে ধীরে, কথা বলতে হবে হিসাব করে।

অতিরিক্ত আবেগ নয়-বরং মনের দরজা খুলতে হবে কেবল যোগ্য মানুষের জন্য। সবচেয়ে বড় ভরসা রাখতে হবে-আল্লাহর উপর। তাহলেই পথ সহজ হবে, আর জীবন হবে প্রশান্তিতে ভরা।

নিজেকে নতুন করে গড়তে হবে

Address

Nasirabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanif's Diary:

Share

Category