30/06/2025
🕯️ জুলাই—একটি মাস নয়, একটি জাতির জাগরণ
জুলাই আমাদের কাছে এখন আর ক্যালেন্ডারের একটি পাতা নয়,
এটা হয়ে গেছে স্মৃতির কবরস্থান আর প্রতিজ্ঞার সূচনা।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশ যা দেখেছিল—তা কখনো ভুলে যাওয়ার নয়।
🔥
আমরা দেখেছি—
কীভাবে তরুণরা নিঃশব্দ দেয়ালে সত্যের পোস্টার লাগায়,
কীভাবে রোদে পুড়ে, চোখের জলে ভিজে তারা হাঁটে,
আর কীভাবে রাষ্ট্রের গুলি থামাতে পারেনি একটি প্রাণবন্ত প্রজন্মের কণ্ঠ।
📌
২৪ জুলাই ছিল গর্জন,
২৫ জুলাই ছিল শোক,
আর পুরো মাসজুড়ে ছিলো বেদনার সাথে এক আশাবাদের জন্ম—
যা ইতিহাস লিখে গেছে, কালের কণ্ঠে নয়, জনতার চিৎকারে।
আজ ২৫ জুলাই ২০২৫—
এক বছর পেরিয়ে গেল, তবু সেই গন্ধ, সেই স্লোগান, সেই ছবি এখনও তাজা।
রক্তের রঙ শুকায়,
কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠা বিবেক কখনো মুছে না।
🕊️
জুলাই আমাদের শিখিয়েছে—
প্রশ্ন করলে দেশদ্রোহী হওয়া যায় না,
ভুলের বিরুদ্ধে দাঁড়ালে সেটা অপরাধ নয়।
তরুণরা কেবল ভবিষ্যৎ না, তারাই ইতিহাসের রচয়িতা।
💪
আজ আমরা মাথা নিচু করে শোক করি,
আর বুক ফুলিয়ে বলি—
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।
কারণ একুশ যেমন ভাষার জন্য,
জুলাই তেমনি ছিল মানুষের অধিকারের জন্য।
জুলাই চিরন্তন।
জুলাই চেতনার মাস।
জুলাই বাংলাদেশের হৃদপিণ্ড।
#জুলাইচেতনা #২৫শেজুলাই #২৪জুলাইআন্দোলন #বাংলাদেশ #প্রতিবাদ_প্রজন্ম #নতুনইতিহাস