Positive it institute

Positive it institute আলহামদুলিল্লাহ
সব কিছুর জন্যই আল্লাহর শুকরিয়া
(2)

22/04/2025

আপনি কোনটা করতেন?

📱 Barakah বারাকাহ – আপনার নিত্যদিনের ইসলামিক সহচর 🌙আল-কুরআনের আলো ছড়িয়ে দিন জীবনের প্রতিটি প্রান্তে —Barakah (বারাকাহ) অ...
14/04/2025

📱 Barakah বারাকাহ – আপনার নিত্যদিনের ইসলামিক সহচর 🌙
আল-কুরআনের আলো ছড়িয়ে দিন জীবনের প্রতিটি প্রান্তে —
Barakah (বারাকাহ) অ্যাপ নিয়ে এসেছে এক অনন্য সুযোগ, একসাথে দ্বীনের প্রয়োজনীয় সবকিছু:
✨ আল-কুরআন বাংলা উচ্চারণ ও অর্থসহ
🕌 নামাজের সময়সূচি (স্বয়ংক্রিয়ভাবে আপনার এলাকার সময় অনুযায়ী)
🌙 সেহরি ও ইফতারের সঠিক সময়
📿 ডিজিটাল তাসবিহ কাউন্টার
📌 আরও থাকবে ইসলামিক লাইফস্টাইলের প্রয়োজনীয় নানা ফিচার
🔔 সবচেয়ে বড় কথা —
❌ কোনো বিজ্ঞাপন নেই | ✅ সম্পূর্ণ ফ্রি অ্যাপ!
ইবাদতে মনোযোগ দিন, দুনিয়ার ঝামেলায় নয়।
🤲 ইসলামের সাথেই থাকুন, কুরআনের আলোয় জীবন গড়ুন।
💚 এখনই ডাউনলোড করুন Barakah বারাকাহ
👉 এখনই ডাউনলোড করুন এবং দ্বীনের পথে এক ধাপ এগিয়ে যান ইনশাআল্লাহ।
📲https://play.google.com/store/apps/details?id=com.positive_it_institute.quranprayertime

08/04/2025

ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র

গা'জার বিরুদ্ধে ইস'রা'য়ে'লের যু-দ্ধ, গণ'হ'ত্যা বন্ধ এবং ট্রাম্পের বাকস্বাধীনতার যু'দ্ধের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে ইহুদি খৃষ্টান ধর্মালম্বীরা বিশাল বিক্ষোভ মিছিল করছে, আর আমরা মুসলিমরা মুসলিম বিশ্বের নেতারা আছি তাদের পা চাটার ধান্দায় এটাইকি মুসলমানদের আকিদা এটাইকি মুসলিমদের অতিত?

02/04/2025

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল

25/03/2025

অন্ধের দেশে আয়না বিক্রেতা
আহারে বাঙালি 💔

আহলে হাদিস বিদ্বেষীদের পরিণাম!❜✍️🔥❛আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন : বিদআতদের চিহ্নই হল হলো আহলে হাদিসদের মন্দ বলা❜(গুনইয়...
24/03/2025

আহলে হাদিস বিদ্বেষীদের পরিণাম!❜✍️🔥

❛আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন :
বিদআতদের চিহ্নই হল হলো আহলে হাদিসদের মন্দ বলা❜
(গুনইয়াতুত তালেবীন ৯০ পৃ)📚

❛একবার ইমাম আহমদ বিন হাম্বলের সামনে কোন ব্যক্তি আহলে হাদিসদের মন্দ বললে তিনি ঐ ব্যক্তিকে (তিনবার) যিনদিক যিনদিক যিনদিক অর্থাৎ বেদীন বেদীন বেদীন বলেছিলেন❜
( মারেফাতে উলুমিল হাদিস ৪পৃ)📚

❛প্রসিদ্ধ মুহাদ্দিস কুতাইবা ইবনু সাঈদ বলেন, যখন তুমি কোন ব্যক্তি কে দেখবে, যে ব্যক্তি আহলে হাদিসকে ভালবাসে তাহলে তাকে আহলে সুন্নাত ভাববে।আর যে ব্যক্তি তার উল্টো হবে সে বিদআতি❜
( শরাফু আসহা-বিল হাদিস ৪১ পৃ)📚

❛ইমাম বুখারী ও ইমাম মুসলিম এর শিক্ষাগুরু ইমাম আহমদ ইবনে সিনান আল কাত্তা-ন্ (মৃত ২৫৯ হিঃ) বলতেন, দুনিয়াতে এমন কোনও বিদআতি নেই যে, আহলে হাদিসদের কে হিংসা করে না❜
(মারিফাতুল উলুমিল হাদিস ৪ পৃ)📚

❛আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে ইমাম ও মনীষীদের অভিমত~~❜

❛রাসুল (সা:) বলেছেন❜
❛বানী ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতরা হবে ৭৩ দলে বিভক্ত হবে।তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে এবং একটি দল জান্নাতে যাবে।ঐ দল তারা যারা আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপর কায়েম থাকবে❜
( তিরমিযী,আবু দাউদ,আহমদ, মিশকাত ৩০ পৃষ্ঠ)📚

❛এ সম্পর্কে ইমাম বুখারী(রহঃ) এর উস্তাদ ইমাম আলী বিন মাদানী ( জন্ম ১৬১ হিঃ,মৃত ২৩৪ হিঃ) বলেন, ইমাম তিরমিযী ইমাম বুখারীর মাধ্যমে বর্ণনা করেন আর এই দলই আহলে হাদিসের দল❜
(সহীহ বুখারী সহ ফতহুল বারী ১৩ খ: ৯৩-৯৪ পৃ)📚

❛ইমাম শাফিঈ (রহঃ) বলেন,আহলে হাদিসরা প্রত্যেক যুগে সাহাবীদের মত।তাই আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন রাসুল(সা:) এর কোন সাহাবীকেই দেখি❜
( মীযানে শা'রানী ১ম খন্ড ৫০ পৃষ্টা)📚

❛ইমাম তাইমিয়াহ( রহঃ) বলেন, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্য ইসলাম যেমন, ইসলাম পন্থিদের মাঝে আহলে হাদিসরাও তেমন❜
(মিনহা-জুস সুন্নাহ ২য় খন্ড ১৭৯ পৃষ্টা)📚

❛আব্দুল কাদের জিলানী (রহঃ) বলেন,জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত ঐ দল টি আহলে সুন্নাত ওয়াল জামাতের দল।যার একটি মাত্র নাম আছে তা হলো আহলে হাদিস❜
( গুনইয়াতুত তালেবীন করাচী ছাপা ৩০৯ পৃষ্টা)📚

❛ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলেন, আমার নিকট আহলে হাদিসদের চেয়ে উত্তম সম্প্রদায় নেই❜
( শারাফুল আসহাবিল হাদিস -দিল্লী ছাপা,৪৯ পৃ)📚

❛বিখ্যাত মুহাদ্দিস ইমাম সুফইয়ান সওরী বলেন,
আহলে হাদিসরা ভূ- পৃষ্টের চৌকিদার❜
( সুয়ূতীর মিফতাহুল জান্নাহ ৪৯ পৃ)📚

❛ইমাম আবু হানিফা (রহঃ) এর শিষ্য ইমাম আবু ইউসুফ (রহঃ) তার দরজায় একদিন আহলে হাদিসদের সমাবেশ দেখে বলেন, জমিনের উপরে আপনাদের চেয়ে উত্তম কেউ নাই❜
(কিতাবুশ শাফলির খতীব বাগদাদী ৫১ পৃ)📚

08/03/2025
06/03/2025

প্রশ্ন : সহিহ হাদিস মতে তারাবীহর ছালাত কত রাক‘আত?

উত্তর : ১১ বা ১৩ রাক‘আত। রাসূলুল্লাহ (ছাঃ) রামাযান মাসে বিতর সহ ১১ রাক‘আতের বেশী রাতের ছালাত (তারাবীহ) আদায় করেননি (বুখারী ১/১৫৪ পৃঃ; মুসলিম ১/২৫৪ পৃঃ; আবুদাঊদ ১/১৮৯পৃঃ; নাসাঈ ১/১৯১ পঃ:; তিরমিযী ১-৯৯ পৃঃ; ইবনু মাজাহ ১/৯৬-৯৭ পৃঃ; মুওয়াত্ত্বা মালেক ১/৭৪ পৃঃ)। ওমর (রাঃ) উবাই বিন কা’ব ও তামীম দারী (রাঃ)-কে রামাযান মাসে লোকদের নিয়ে ১১ রাকা‘আত (তারাবীহর) ছালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন (মুওয়াত্ত্বা ১/৭১ পৃঃ; মিশকাত হা/১৩০২, হাদীছ ছহীহ; ঐ বঙ্গানুবাদ হা/১২২৮ রামাযান মাসে রাত্রি জাগরণ অনুচ্ছেদ)।

বঙ্গানুবাদ মিশকাতে মাওলানা নূর মোহাম্মদ আজমী মুওয়াত্ত্বা মালেক বর্ণিত উক্ত হাদীছের ব্যাখ্যায় দু’কুল বাঁচিয়ে লিখেছেন, ‘সম্ভবতঃ হযরত ওমর (রাঃ) প্রথমে বিতর সহ এগার রাকাত পড়ারই ব্যবস্থা করিয়াছিলেন। পরে তাঁহার আমলেই তারাবীহ বিশ রাকাত স্থির হয়, অথবা স্থায়ীভাবে ২০ রাকাতই স্থির হয়, কিন্তু কখনও আট রাকাত পড়া হইত’ (ঐ, ৩/১৯৯)। উক্ত দাবী যে ভিত্তিহীন তা বলার অপেক্ষা রাখে না।

শায়খুল হাদীছ মাওলানা আজিজুল হক স্বীয় বঙ্গানুবাদ বুখারীতে ১১ রাক‘আতের ছহীহ হাদীছের অপব্যাখ্যা করেছেন (ঐ, তারাবীর নামাজ অধ্যায় ২/১৯৬) এবং তাঁর হিসাব মতে ২০ রাক‘আতের সাত খানা যঈফ হাদীছ দিয়ে বুখারীর ছহীহ হাদীছকে রদ করার চেষ্টায় গলদঘর্ম হয়ে অবশেষে বলেন, ‘দুর্বল রাবী সম্বলিত কতিপয় হাদীছ একত্রিত ও একই মর্মে বর্ণিত হইলে তাহা গ্রহনীয় হইবে’ (ঐ)।

মাওলানা মওদূদী একইভাবে কতগুলো জাল-যঈফ হাদীছ ও আছার একত্রিত করে যুক্তিবাদের সাহায্যে ছহীহ হাদীছ সমূহকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন (দ্র: বঙ্গানুবাদ রাসায়েল ও মাসায়েল পৃঃ৩/২৮২-২৮৬: বঙ্গানুবাদ বুখারী (আধুনিক প্রকাশনী) ২/২৭৯-৮২ হা/১৮৭০-এর টীকা-২৮)। অথচ এটাই সর্বসম্মত মূলনীতি যে, ‘যখনই হাদীছ উপস্থিত হবে, তখনই যুক্তি বাতিল হবে’। এখানে ছহীহ হাদীছের বিধান সেটাই, যা উপরে রাসূলুল্লাহ (ছাঃ) ও ওমর (রাঃ)-এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমাদের উপরে অপরিহার্য হ’ল, আমার সুন্নাত ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাত এবং তাকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরা। তোমরা দ্বীনের মধ্যে বিদ‘আত সৃষ্টি করা হতে বিরত থাক। কেননা সকল বিদ‘আতই ভ্রষ্টতা (আহমাদ, আবুদাঊদ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/১৬৫ ‘কিতাব ও সুন্নাহকে আকড়ে ধরা’ অনুচ্ছেদ)।

শায়খ আলবানী (রহঃ) বলেন, মুওয়াত্ত্বায় বর্ণিত ইয়াযীদ বিন রূমান কর্তৃক যে বর্ণনাটি এসেছে যে, ‘লোকেরা ওমরের যামানায় ২৩ রাক‘আত তারাবীহ পড়ত’ একথাটি যঈফ। কেননা ইয়াযীদ বিন রূমান ওমর (রাঃ)-এর যামানা পাননি (দ্র: আলবানী, মিশকাত হা/১৩০২ টীকা-২)। অতএব ইজমায়ে ছাহাবা কর্তৃক ওমর, ওছমান ও আলীর যামানা থেকে ২০ রাক‘আত তারাবীহ সাব্যস্ত বলে যে কথা বাজারে চালু রয়েছে, তার কোন শারঈ ভিত্তি নেই। একথাটি পরবর্তীকালে সৃষ্ট। হাদীছের বর্ণনাকারী ইমাম মালেক নিজে ১১ রাক‘আত তারাবীহ পড়তেন, যা রাসূল (ছাঃ) হ’তে প্রমাণিত (হাশিয়া মুওয়াত্ত্বা পৃঃ৭১; দ্র: তুহফাতুল আহওয়াযী শরহ তিরমিযী হা/৮০৩-এর ব্যাখ্যা ৩/৫২৬-৩২)।

বিশ রাক‘আত তারাবীহ-এর প্রমাণে বর্ণিত হাদীছটি জাল (আলবানী, ইরওয়াউল গালীল হা/৪৪৫, ২/১৯১ পৃঃ)। ভারত বিখ্যাত হানাফী মনীষী আনওয়ার শাহ কাশ্মীরী (রহ:) বলেন, বিশ রাক‘আত সম্পর্কে যত হাদীছ এসেছে, তার সবগুলিই যঈফ (আরফুশ শাযী, তারাবীহ অধ্যায়, পৃঃ ৩০৯)। হেদায়া-র ভাষ্যকার ইবনুল হুমাম হানাফী বলেন, ২০ রাক‘আতের হাদীছ যঈফ এবং ছহীহ হাদীছ সমূহের বিরোধী (ফাৎহুল ক্বাদীর ১/২০৫ পৃঃ)। আল্লামা যায়লাঈ হানাফী বলেন, বিশ রাক‘আতের হাদীছ যঈফ এবং ছহীহ হাদীছ সমূহের বিরোধী (ফাৎহুল ক্বাদীর ১/২০৫পৃ:)। আল্লামা যায়লাঈ হানাফী বলেন, বিশ রাক‘আতের হাদীছ যঈফ এবং আয়েশা (রাঃ) বর্ণিত ছহীহ হাদীছের বিরোধী (নাছবুর রা’য়াহ ২/১৫৩ পৃ:)। আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী হানাফী বলেন, রাসূল (ছাঃ) থেকে বিশ রাক‘আত তারাবীহ প্রমাণিত নয়, যা বাজারে প্রচলিত আছে। এছাড়া ইবনু আবী শায়বাহ বর্ণিত বিশ রাক‘আতের হাদীছ যঈফ এবং ছহীহ হাদীছের বিরোধী (ফাৎহু সির্রিল মান্নান লিতা’য়ীদি মাযহাবিন নু‘মান, পৃঃ ৩২৭)। দেওবন্দ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বাসিম নানুতুবী বলেন, বিতরসহ ১১ রাক‘আত তারাবীহ রাসূলুল্লাহ (ছাঃ) থেকে প্রমাণিত, যা বিশ রাক‘আতের চাইতে যোরদার (ফুয়ূযে ক্বাসিমিয়াহ, পৃঃ১৮)। হানাফী ফিক্বহ কানযুদ দাক্বায়েক্ব-এর টীকাকার আহসান নানুতুবী বলেন, নবী করীম (ছাঃ) বিশ রাক‘আত তারাবীহ পড়েননি; বরং আট রাক‘আত পড়েছেন (হাশিয়া কানযুদ দাক্বায়েক্ব, পৃঃ৩৬: এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখুন: শায়খ নাছিরুদ্দীন আলবানী প্রণীত ছালাতুত তারাবীহ নামক তথ্যবহুল গ্রন্থ; ছালাতুর রাসূল (ছাঃ) ৪র্থ সংস্করণ, পৃঃ ১৭৩-৭৮)।

01/03/2025

রোজার নিয়ত না করলে কি রোজা হবে?

01/03/2025

আজানের সময় সেহরি খেলে কি রোজা হবে?

15/02/2025

সারা দেশে বিভিন্ন জায়গায় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত। আহারে ইসলাম, আহারে মুসলমান, এটাকি সেই ইসলাম যেটা প্রচারের জন্য আল্লাহ রব্বুল আলামীন রাসুলুল্লাহ সাঃ এর উপর কুরআন নাজিল করেছিলেন। হে রব আমাদের সবাইকে সঠিক ভাবে দীন বোঝার তৌফিক দান করুন।

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Positive it institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share