Islamic Media JH

Islamic Media JH Islamic Pages.com/Islamic Media JH

24/04/2022

👉তুমি নামাজ পড়োনি কেন..❓
অসুস্থ তাই।

💢তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও বেশি অসুস্থ..❓

👉তুমি নামাজ পড়োনি কেন..❓
দায়িত্ব ও কর্মভার থাকার কারনে।

💢তোমার কি হযরত সুলাইমান (আঃ) এর চেয়েও বড় রাজত্ব ছিলে নাকি, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি..❓

👉তুমি নামাজ পড়োনি কেন..❓
স্বামীর অত্যাচরের জন্য।

💢তোমার স্বামী কি বিবি আছিয়ার স্বামী ফেরাউন এর চেয়েও অত্যাচারী ছিল..❓

👉🏼তুমি নামাজ পড়োনি কেন..❓
সংসারী কাজ কর্মের জন্য।

💢তুমি কি ফাতিমা (রা) এর চেয়েও বেশি সংসারী..❓

💢আল্লাহ্‌ তায়ালা বলেন....
অপরাধীদের 'কে জিজ্ঞেস করা হবে " কিসে তোমাদের'কে জাহান্নামে নিয়ে আসছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারী লোকদের মাঝে শামিল ছিলাম না। 💢

( সুরা,মুদ্দাসসির-৪৩)

💢নামাজ না পড়ার জন্য আল্লাহর দরবারে কোনো অজুহাত চলবেনা।💢
দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুন তেজসম্পন্ন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তবে নামাজে কখনো অবহেলা করবেন না।🍂

আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন!
---------🤲🤲🤲🤲আমিন🤲🤲🤲🤲~~~~~

02/04/2022

২০২২ সালের সাহরী ও ইফতারের সময়সূচী,,
নাটোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য॥

25/03/2022

⁉️পর্দা বলতে আপনি কি বোঝেন⁉️

১. বোরকা পড়ে আকর্ষণীয় ভঙ্গিতে পিক তুলা⁉️
২. রাস্তাঘাটে, পার্কে পিক তুলা⁉️
৩. বোরকা পড়ে Bf এর সাথে ঘুরতে যাওয়া⁉️
৪. টাইট বোরকা পড়া⁉️
৫. বোরকা পড়ে পিক আপলোড করা⁉️
৬. বোরকা পড়ে টিকটক করা⁉️
৭. স্টোরিতে মুখে ইমুজি দিয়ে পিক আপলোড করা⁉️
৮. পুরো শরীর আবৃত করে হাতে মেহেদী লাগিয়ে পরপুরুষকে দেখানো⁉️
৯. নিকাব লাগিয়ে চোখ সুন্দর করে সাজানো⁉️
১০. ধার্মিক প্রোফাইল করে, স্টোরিতে পিক দেওয়া⁉️
১১. মাথায় ১০০ প্যাচ, উঠের কুঁজের ন্যায় হিজাব বাঁধা⁉️
১২. আইডি Only Sister করেও, বিভিন্ন Group এ ফিৎনাবাজী করা⁉️
১৩. বোরকা নিকাব লাগিয়ে, এতো এতো অরনামেন্টস লাগানো⁉️
১৪. বাসা থেকে পর্দা করে বের হয়ে, রাস্তায় গিয়ে খুলে ফেলা⁉️

🌸প্রিয় বোন🌸
যদি পর্দা করতে মন না চায়, তাহলে পর্দা করবেন না। কিন্তু পর্দা করার নামে ❝আল্লাহর❞ ফরজ বিধান নিয়ে মশকরা করা বন্ধ করুণ নতুবা ধ্বংস হয়ে যাবে আপনার মূল্যবান জীবন ।

আপনার কি দরকার বোন Facebook এ ছবি Post করার⁉️ আপনার গঠন, আপনার সাইজ, আপনার পোশাক, আপনার হাটাচলা, খাওয়া, কথা বলা কেনো পরপুরুষকে দেখান⁉️

🌸হে বোন আমার🌸
নিজেকে ঢেকে রাখুন প্রকাশ করবেন না||
আপনি সুন্দর__ আপনি দামী মূল্যবান||

🌺আল্লাহ বলেন
❝হে নবী! তোমার স্ত্রীগন ও কন্যাগন ও মুমিন মহিলাদের বলে দাও__তারা যেনো তাদের চাদরের কিয়দংশ নিজের উপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না , আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
❝(সুরা আযহাবঃ৫৯)❞

🥀আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক__ সুম্মা আমিন🥀

30/01/2022

Bless Your Timeline 🖤🌼

"আয়াতুল কুরসি"
আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কইয়্যুম,,লা তা'খুযুহু সিনাতুউ ওয়ালা নাউম,,লাহু মা-ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ্,,মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,,ইয়া'লামু মা বাইনা আইদিহীম ওয়ামা খলফাহুম,, ওয়ালা ইউহিতুনা বিশাই'ইম্মিন ইলমিহী ইল্লা বিমা'শা'আ,, ওয়াছি"আ কুরসীইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্,, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,,ওয়াহুয়াল আলিইয়্যুল আযীম।🖤

15/01/2022

বয়স হলে আপনার সন্তান কে দ্রুত বিবাহ দিয়ে দিন, কেন না মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে।

01/11/2021

M***i Rezaul Karim Pir Saheb Charmonai.. 2021

20/09/2021

মৃত্যুর কথা স্বরণ করিয়ে দেয়ার মত কয়েকটি কথা।

11/09/2021

১০৩ টি দেশের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ তরিকুল ইসলামের কুরআন তিলাওয়াত শুনছেন,শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম দাঃবাঃ।

02/09/2021
একজন বেনামাজী পৃথিবীতে সব থেকে বড় হতভাগা,এই কারনে যে -এত্তো এত্তো মানুষের মধ্যে আল্লাহ তায়ালা তাকে সিজদা করার সামার্থ্যট...
01/09/2021

একজন বেনামাজী পৃথিবীতে সব থেকে বড় হতভাগা,
এই কারনে যে -

এত্তো এত্তো মানুষের মধ্যে আল্লাহ তায়ালা তাকে সিজদা করার সামার্থ্যটুকু দিচ্ছেন না। আমরা সবাই মনে করি হয়তো যে কেউ চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে সিজদা করতে পারে।

কিন্তু না !

খুঁজে দেখুন, পাবেন -
অসংখ্য মানুষ এমন আছে, যারা মুসলিম হয়েও কোনদিন আল্লাহর দরবারে সিজদা দিতে পারেনি !

কত হতভাগা তারা !

একটি সিজদা দেয়নি বলে ইবলিশের কি করুণ পরিনতি,
তা কে না জানে !?

অথচ এই মানুষগুলো গুনেও বলতে পারবে না,
কতগুলো সিজদা তাদের রবের দুয়ারে দেয়া বাকি !!

30/08/2021
29/08/2021
28/08/2021
26/08/2021

Hafez Nazmus shakib
কুরআন তিলাওয়াত!

25/08/2021
 #শোক_সংবাদআল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর ইন্তেকাল করেছেন৷ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷আল্লাহ পাক হজরতকে জান্না...
19/08/2021

#শোক_সংবাদ
আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর ইন্তেকাল করেছেন৷
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
আল্লাহ পাক হজরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন৷

Address

Vill: Shibdurgram. Post: Dighapatia. P. S: Natore
Natore

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media JH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media JH:

Videos

Share