Tarique Islam

Tarique Islam English Teacher at Jigori High School, Bagatipara, Natore

গত শতকের আশির দশকের মাঝামাঝি বাংলাদেশের খুব কম অফিসে কম্পিউটার ছিল। যেসব অফিসে কম্পিউটার ছিল, তাদের ভাবই ছিল আলাদা। যদিও...
27/06/2025

গত শতকের আশির দশকের মাঝামাঝি বাংলাদেশের খুব কম অফিসে কম্পিউটার ছিল। যেসব অফিসে কম্পিউটার ছিল, তাদের ভাবই ছিল আলাদা।

যদিও তারা সাধারণত কেবল টাইপরাইটারের বিকল্প হিসেবে কম্পিউটার ব্যবহার করত।

সেই কম্পিউটার শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে রাখতে হতো, যার মেঝেতে কার্পেট বিছানো থাকত এবং সেই ঘরে জুতো খুলে প্রবেশ করতে হতো।

কারও সর্দি-জ্বর হলে সেই ঘরে ঢুকত না, পাছে কম্পিউটার 'ভাইরাস আক্রান্ত' হয়ে পড়ে!

ঐ সময়ে দেশে প্রথম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (CSE) স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ হয়।

প্রতিবছর মাত্র ৩০ জন সেই সুযোগ পেত, ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বড় অংশের ধ্যানজ্ঞান ছিল সিএসইতে পড়া।

যারা এসএসসি বা এইচএসসিতে বোর্ডের মেধা তালিকায় থাকত, সাংবাদিকেরা তাদের জিজ্ঞেস করত, বড় হয়ে কী হতে চাও?

তারা গর্বের সাথে উত্তর দিত, কম্পিউটার বিজ্ঞানী/প্রকৌশলী হতে চাই।

নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে কম্পিউটার খুব দুর্লভ ছিল না, তবে খুব সহজলভ্যও ছিল না।

সেই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইনফ্রেম কম্পিউটারে যৎসামান্য কাজ করতে পেরেছিলাম, যেখানে মাত্র তিন নাকি পাঁচ লাইন প্রোগ্রাম লেখা যায় এমন আকারের মনিটর।

সেখানে একটা কাজ করে প্রিন্ট কমান্ড দিলে তিন দিন পরে কম্পিউটার ল্যাবের বিশালাকৃতির একমাত্র প্রিন্টার থেকে ডট প্রিন্টারে কাগজের রোলে প্রিন্ট পাওয়া যেত।

সেখানে কাজ করে সোয়া পাঁচ ইঞ্চির ডিস্কেট অথবা সাড়ে তিন ইঞ্চির এইচডি বা ডিডি ফ্লপি ডিস্কে করে বাসায় নিয়ে আসতে হতো।

সেই ডিস্কের ধারণক্ষমতা ছিল ১.৪৪ মেগাবাইট!

১৯৯৬ সালের নভেম্বর মাসে জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেলাম।

ঘটনাক্রমে অফিসের একমাত্র ইন্টারনেট সংযোগটি আমার কম্পিউটারে দেওয়ায় আমার ইন্টারনেট ব্যবহারের ব্যাপক সুযোগ সৃষ্টি হলো।

কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য একটি ডেটা কেবল দিয়ে মডেমের সাথে যুক্ত করতে হতো।

মডেমকে আবার টেলিফোন লাইন আর পাওয়ার লাইনের সাথে যুক্ত করতে হতো। মডেমের সুইচ টিপে চালু করে কম্পিউটারে Trumpet Winsock নামের একটি প্রোগ্রাম দিয়ে dialup network-এর সাথে যুক্ত হবার চেষ্টা করতে হতো।

মডেম যখন ইন্টারনেটের সাথে যুক্ত হতে থাকত, তখন অদ্ভুত এক আওয়াজ করত। সেই আওয়াজ আমার মাথায় চিরস্থায়ী হয়ে গেছে।

মডেমে অনেকগুলো লাল আলো জ্বলে-নেভে, যেটা দিয়ে কানেকশনের অবস্থা বোঝা যায়।

একটা বিশেষ আলো লাল থেকে সবুজ হওয়ার মানে হচ্ছে কম্পিউটার ১৯,২০০ বিট/সেকেন্ডের (০.০১৯২ এমবিপিএস!) ইন্টারনেট লাইনের সাথে যুক্ত হয়ে গেছে।

কাজ শেষ হলে মডেমের সুইচ টিপে বন্ধ করে রাখা হতো। প্রতি মিনিট ইন্টারনেট ব্যবহারের জন্য দুই প্রকারের বিল দিতে হতো।

এক, আইএসপিকে তাদের সেবা ব্যবহার করার জন্য; দুই, টিঅ্যান্ডটিকে তাদের টেলিফোন লাইন ব্যবহার করার জন্য।

আমাদের সার্চ ইঞ্জিন ছিল মূলত Yahoo! এর বাইরে Lycos, Altavista, AskJeeves-এসবও ব্যবহার করতাম। তবে Yahoo! বেশি পছন্দের ছিল। মাথায় যে শব্দ আসত, সেটা দিয়ে খুঁজতাম এবং বেশির ভাগ সময়ে কিছুই মিলত না।

আমাদের ধারণা ছিল, অমুক নামের শেষে .com লিখলেই সেটার ওয়েবসাইটে পৌঁছে যাওয়া যায়।

সেটা কখনো কখনো যে মিলত না, তা নয়, তবে বেশির ভাগ সময়ে কিছু মিলত না।

cricinfo. org নামের একটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গেল, যেখানে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট ম্যাচের বল টু বল খবর প্রায় সাথে সাথে পাওয়া যায়।

যেহেতু টেলিভিশনে সব খেলা দেখাত না, তাই আমরা এই সাইটের মাধ্যমে ক্রিকেটের খোঁজ নেওয়া শুরু করলাম।

১৯৯৭ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ যখন মালয়েশিয়াতে আইসিসি কাপ খেলতে গেল, তখন বাংলাদেশ টেলিভিশন খেলা সম্প্রচার করছিল না।

'রেডিও বাংলাদেশ' (বাংলাদেশ বেতারের তখনকার নাম) খেলার চলতি ধারাবিবরণী স¤প্রচার করলেও অফিসে বসে সেটা শোনার উপায় ছিল না।

ফলে এই ওয়েবসাইটের সাহায্যে আমরা খেলার মোটামুটি সর্বশেষ খবর পেয়ে গেলাম।

সেবার বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি কাপ জিতে ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

mIRC নামের একটি ইন্টারনেট রিলে চ্যাট ক্লায়েন্ট ছিল (আসলে এখনো আছে)। সেটা দিয়ে অনলাইন চ্যাটের যুগ শুরু হলো।

এবং মানুষে মানুষে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে বৈপ্লবিক ঘটনা ঘটে গেল। ই-মেইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার কথা বিশেষ শোনা না গেলেও mIRC-এর চ্যাটের মাধ্যমে প্রেম হওয়ার ঘটনা আকছার ঘটতে থাকল।

এক বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, যেখানে পাত্র-পাত্রীর পরিচয় ও প্রেমের শুরু mIRC-এর চ্যাটের মাধ্যমে। অন্য রকমের ঘটনাও ছিল।

আমাদের এক পুরুষ বন্ধু আমাদেরই আরেক পুরুষ বন্ধুর সাথে নারী সেজে টানা কয়েক মাস চ্যাট চালিয়ে যায়।

তাদের আলাপ 'প্রেমালাপের' দিকে মোড় নিতে থাকে। এই প্রকারের ভার্চ্যুয়াল ভুয়া নারীকে বলা হতো 'ছাইয়া' (মাইয়া থেকে ছাইয়া)।

একসময়ে ছাইয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সাবধানী লোকজন পরিচয়ের গোড়ার দিকেই ফোনে কথা বলে নিতেন।

লেখা: জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ (TBS)

26/06/2025

একটি চেম্বারের গল্প😁🤣

#শিষ্যরা কমেন্ট ...

জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে ইস*রায়েলের প্রতি সমর্থন কমে গেছে।ইস*রায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, নতুন জরিপে ...
26/06/2025

জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে ইস*রায়েলের প্রতি সমর্থন কমে গেছে।

ইস*রায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, নতুন জরিপে দেখা যাচ্ছে যে আমেরিকানদের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ইস*রায়েলের প্রতি সমর্থন কমে গেছে।

হার্ভার্ড/হ্যারিসের একটি জরিপে দেখা গেছে যে দুই বছরে জরিপ করা আমেরিকানদের মধ্যে ইস*রায়েলের প্রতি সামগ্রিক সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে, সংবাদপত্রটি বলেছে, যেখানে ইস*রায়েলের বিরোধীদের শতাংশ ২১ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

সংবাদপত্রটি উল্লেখ করেছে যে হামাসের প্রতি সমর্থন বাড়ছে, ২৫ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা ইস*রায়েলের উপর হামাসকে সমর্থন করেছেন, যেখানে নভেম্বরে এই সংখ্যা ছিল ১৬ শতাংশ।

তরুণদের মধ্যে হামাসের প্রতি সমর্থন সবচেয়ে বেশি ছিল, জরিপে দেখা গেছে ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৪৭ শতাংশ বলেছেন যে তারা ইস*রায়েলের চেয়ে হামাসকে বেশি সমর্থন করেন এবং ২৫-৩৪ বছর বয়সীদের মধ্যে ৩৮ শতাংশ বলেছেন যে তারা হামাসকে বেশি সমর্থন করেন।

সুত্র: আল জাজিরা

কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।কাজী নজরুল ইসলামের জীবন ছিল বিচিত্র আর বহুবর্ণিল। তাঁর সেই জ...
26/06/2025

কাজী নজরুল সম্পর্কে যে ২০টি তথ্য আপনি না-ও জেনে থাকতে পারেন।

কাজী নজরুল ইসলামের জীবন ছিল বিচিত্র আর বহুবর্ণিল। তাঁর সেই জীবনের কতটুকুই-বা আমরা জানি? আজ নজরুলজয়ন্তীতে নজরুল-গবেষকদের লেখা বিভিন্ন বই ও পত্রিকা ঘেঁটে এখানে বিদ্রোহী কবি-সম্পর্কিত এমন ২০টি তথ্য তুলে ধরা হলো, যেগুলো আপনি না-ও জেনে থাকতে পারেন!

🌹১. নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না। যখন যা ভালো লাগত, তিনি তা-ই করতেন। দিন নেই, রাত নেই হই হই রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে। তারপর চলত অবিরাম আড্ডা আর গান!

🌹২. নজরুলের লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না। গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন, তেমনি ঘরোয়া বৈঠকেও তাঁর ভেতর থেকে লেখা বের হয়ে আসত।

🌹৩. নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন। কেউ তাঁকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন, রঙিন পোশাক পরি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অচিন্ত্যকুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন, নজরুল তাঁর ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন, ‘আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই। আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা!’

🌹৪. নজরুলের পাঠাভ্যাস ছিল বহুমুখী। তিনি পবিত্র কোরআন, গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ যেমন পড়তেন, তেমন পড়তেন শেলি, কিটস, কার্ল মার্ক্স, ম্যাক্সিম গোর্কিসহ বিশ্বখ্যাত লেখকদের লেখা। রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর সব কটি গান মুখস্থ করে ফেলেছিলেন তিনি!

🌹৫. বাংলা গানে নজরুলই একমাত্র ব‌্যক্তি, যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন। তাঁর গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় আট হাজারের মতো, যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি।

🌹৬. বাঙালি কবিদের মধ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক। তাঁর কথায় হাসির ঢেউ উঠত। হিরণ্ময় ভট্টাচার্য ‘রসিক নজরুল’ নামে একটি বই লিখেছেন। যাঁরা বইটি পড়েননি, তাঁদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কী পরিমাণ রসিক ছিলেন! একটা উদাহরণ দেওয়া যাক, একবার এক ভদ্রমহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন, ‘আপনি কি পানাসক্ত?’ নজরুল বললেন, ‘না, বেশ্যাসক্ত!’ কবির কথায় ভদ্রমহিলার মুখ কালো হয়ে গেল। আর তক্ষুনি ব্যাখ্যা করলেন নজরুল, ‘পান একটু বেশি খাই। তাই বেশ্যাসক্ত, অর্থাৎ বেশি+আসক্ত = বেশ্যাসক্ত!’

🌹৭. নজরুলের প্রেমে পড়েননি, এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার। তাঁর চরম শত্রুরাও তাঁর ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন। কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তিনি লিখেছেন, ‘সেই প্রথম আমি দেখলাম নজরুলকে। এবং অন্য অনেকের মতো যথারীতি তাঁর প্রেমে পড়ে গেলাম!’ শুধু বুদ্ধদেব বসু নন, তাঁর স্ত্রী প্রতিভা বসুও নজরুলের প্রেমে পড়েছিলেন। সেই কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘আয়না’ নামে একটি গল্প। কী অবাক কাণ্ড! স্বামী-স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খেয়েছেন!

🌹৮. কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন। লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি। পান শেষ করে চা, এরপর আবার চা শেষ করে পান খেতেন। তিনি বলতেন, ‘লেখক যদি হতে চান/ লাখ পেয়ালা চা খান!’

🌹৯. নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ। তিনি অনেকের হাত দেখে যা বলতেন, তা-ই ঘটতে দেখা গেছে। একবার এক লোককে বললেন, আপনার বিদেশযাত্রা আছে, লোকটি সত্যিই কয়েক দিনের মধ‌্যে বিদেশ চলে গেল! আরেকজনকে বললেন, ‘আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন।’ পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল!

🌹১০. মাঝেমধ্যে রাগান্বিত হলে নজরুল তাঁর সামনে যদি কোনো বই-খাতা পেতেন বা কাগজ পেতেন, তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন।

🌹১১. অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ বেহিসাবি। হাতে টাকা এলেই তা বন্ধুবান্ধব নিয়ে আমোদ-ফুর্তি করে শেষ করে দিতেন। আর বলতেন, ‘আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করছি। আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে, চিন্তার কোনো কারণ নেই।’

🌹১২. নজরুল তাঁর দুই পুত্রের ডাকনাম সানি (কাজী সব্যসাচী) আর নিনি (কাজী অনিরুদ্ধ) রেখেছিলেন তাঁর দুই প্রিয় মানুষ সান ইয়াত-সেন ও লেনিনের নামানুসারে।

🌹১৩. নজরুল তাঁর সন্তানদের খুবই ভালোবাসতেন। এমনকি তিনি তাঁদের নিজ হাতে খাওয়াতেন আর ছড়া কাটতেন, ‘সানি-নিনি দুই ভাই/ ব্যাঙ মারে ঠুই ঠাই।’ কিংবা ‘তোমার সানি যুদ্ধে যাবে মুখটি করে চাঁদপানা/ কোল-ন্যাওটা তোমার নিনি বোমার ভয়ে আধখানা।’

🌹১৪. নজরুল ছিলেন সত্যিকারের জনদরদি মানুষ। একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে। দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ। কোনোরকমে কন্যা বিদায়ের আয়োজন চলছে। নজরুল খবরটি পেলেন। তিনি দ্রুত বাজারে গেলেন। এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন। তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো। মেয়ের বাবা নজরুলকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, ‘আমরা আপনাকে ভুলব না কোনো দিন।’ এমনই ছিলেন কবি। তাঁর বাড়িতে সাঁওতাল, গারো, কোল—সবাই দল বেঁধে আসতেন। আপ্যায়িত হতেন উৎসবসহকারে।

🌹১৫. নজরুল কবিতা ও গানের স্বত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন। এই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি।

🌹১৬. নজরুল ট্রেনের প্রথম শ্রেণির কামরা ভাড়া করে মাঝেমধ্যে প্রমোদভ্রমণে যেতেন।

🌹১৭. নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য। তিনি গভীর অন্ধকারেও বহুদূরের কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন।

🌹১৮. নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রীড়াপ্রেমী। সময় পেলেই তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধুবান্ধব নিয়ে। যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখতে যেতেন, সেদিন দুই পুত্র সানি আর নিনিকে সঙ্গে নিতেন। একবার খেলা দেখতে গেছেন। স্টেডিয়ামে পাশে বসে আছেন হুমায়ূন কবির। খেলা ভাঙার পর ভিড়ের মধ্যে দুই পুত্র খানিকটা আড়ালে চলে গেল। হঠাৎ পেছন থেকে নজরুলের হাঁকডাক শোনা গেল, ‘সানি কোথায়? নিনি কোথায়?’ মাঠসুদ্ধ লোক হাঁ হয়ে নজরুলকে দেখছে। এরই মধ্যে দুই পুত্রকে ঠেসে ধরে ট্যাক্সি করে বাড়ি নিয়ে এসে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন।

🌹১৯. নজরুল বেশ দক্ষ দাবাড়ু ছিলেন। যেদিন বিশেষ কোনো কাজ থাকত না, সেদিন তিনি দাবা খেলতেন। খেলায় এমন মগ্ন হতেন যে খাওয়া-নাওয়ার খেয়ালও থাকত না। মাঝেমধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মোহাতার হোসেন ও হেম সোম।

🌹২০. কলকাতায় নজরুলের তিনতলা বাড়ির সামনে ছিল একটা ন্যাড়া মাঠ। খেলা নিয়ে বহু কাণ্ড ঘটেছে ওই মাঠে। একবার জোর ক্রিকেট খেলা চলছে। নজরুল গ্যালারি অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে খেলারত তাঁর দুই পুত্রকে জোর উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর মধ্যে বড় পুত্র সানি এল ব্যাট করতে। প্রথম বলেই ছয়! নজরুলের সে কি দাপাদাপি! ঠিক পরের বল আসার আগে তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘সানি, ওই রকম আরেকটা মার।’ ব্যস বাবার কথায় উত্তেজিত হয়ে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে ব্যাট চালাল পুত্র। ব্যাট অবশ্য বলে লাগল না। লাগল উইকেটকিপারের চোয়ালে! বেশ রক্তারক্তি অবস্থা! অবশেষে খেলা বন্ধ করা হলো।

এমনই নানা রঙের মানুষ ছিলেন নজরুল। যাঁর জীবনে দুঃখ-কষ্টের অভাব ছিল না, আবার রং-রূপেরও অভাব ছিল না। পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন মহাজীবনের অধিকারী হন। বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন, ‘কণ্ঠে তাঁর হাসি, কণ্ঠে তাঁর গান, প্রাণে তাঁর অফুরান আনন্দ—সব মিলিয়ে মনোলুণ্ঠনকারী এক মানুষ।’
💜❤️🤍💜
___ নজরুল অঞ্জলি ツ
(সংগৃহীত)

26/06/2025

ইর|নের ইমামতের ধাওরণা কী? || Sorwar Alam

সারোয়ার ভাইয়ের ইউটিউব লিংক :
https://youtube.com/?si=yn4O9JDjHGteOclg

'ইহুদি শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল,' খামেনির দাবিখামেনি তার ভিডিও বার্তায় আরও বলেছেন যে ইরান "আমেরিকার মুখে একটি চড়...
26/06/2025

'ইহুদি শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল,' খামেনির দাবি

খামেনি তার ভিডিও বার্তায় আরও বলেছেন যে ইরান "আমেরিকার মুখে একটি চড় মেরেছে"।

তিনি দর্শকদের বলেছিলেন যে আমেরিকা যুদ্ধে হস্তক্ষেপ করেছিল কারণ "তারা মনে করেছিল যে যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে ইহুদিবাদী শাসনব্যবস্থা [ইসরায়েল] সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।"

"ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে ইহুদিবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল," তিনি আরও বলেন।

আত্মসমর্পণ কখনও ঘটবে না': ইরানের সর্বোচ্চ নেতাখামেনি তার টেলিভিশন বার্তায় বলেন, “ট্রাম্প তার এক বক্তৃতায় বলেছিলেন যে ই...
26/06/2025

আত্মসমর্পণ কখনও ঘটবে না': ইরানের সর্বোচ্চ নেতা

খামেনি তার টেলিভিশন বার্তায় বলেন, “ট্রাম্প তার এক বক্তৃতায় বলেছিলেন যে ইরানকে আত্মসমর্পণ করতে হবে।

"ট্রাম্প এই সত্যটি উন্মোচন করেছেন যে আমেরিকা কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে - কিন্তু আত্মসমর্পণ কখনও হবে না, আমাদের জাতি শক্তিশালী।"

সুত্র: আল জাজিরা

নেতানিয়াহু ট্রাম্পকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন 'আমাদের সাধারণ শত্রুদের পরাজিত করতে' কাজ করবেনইস*রায়েলি ...
26/06/2025

নেতানিয়াহু ট্রাম্পকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন 'আমাদের সাধারণ শত্রুদের পরাজিত করতে' কাজ করবেন

ইস*রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের নেতানিয়াহুর চলমান ফৌজদারি বিচার বাতিলের আহ্বানের পর, ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যিনি তার এবং তার দেশের প্রতি সমর্থন জানিয়েছেন।

"ধন্যবাদ, রাষ্ট্রপতি ট্রাম্প, আমার প্রতি আপনার প্রেরণাদায়ক সমর্থন এবং ইস*রায়েল ও ইহুদি জনগণের প্রতি আপনার অসাধারণ সমর্থনের জন্য," নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছেন।

"আমরা আমাদের সাধারণ শত্রুদের পরাজিত করতে, আমাদের বন্দীদের মুক্ত করতে এবং দ্রুত শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে একসাথে কাজ চালিয়ে যাব।"

এরপর তিনি ট্রাম্পের বার্তার বিষয়বস্তু ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন, যেখানে মার্কিন নেতা নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং এটিকে "হাস্যকর জাদুকরী শিকার" হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প লিখেছেন যে তিনি এবং নেতানিয়াহু "একসাথে নরকের মধ্য দিয়ে গেছেন, ইসরায়েলের একজন অত্যন্ত কঠোর এবং মেধাবী দীর্ঘস্থায়ী শত্রু ইরানের সাথে লড়াই করেছেন, এবং অবিশ্বাস্য পবিত্র ভূমির প্রতি বিবির ভালোবাসার ক্ষেত্রে এর চেয়ে ভালো, তীক্ষ্ণ বা শক্তিশালী আর কিছু হতে পারে না।"

"অন্য যে কেউ ক্ষতি, লজ্জা এবং বিশৃঙ্খলার সম্মুখীন হতেন! বিবি নেতানিয়াহু একজন যোদ্ধা ছিলেন, সম্ভবত ইস*রায়েলের ইতিহাসে অন্য কোনও যোদ্ধার মতো নন," ট্রাম্প বলেন।

সুত্র: আল জাজিরা

ফ্রান্স জানিয়েছে যে তারা ইস*রায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন আটক করেছেফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ব...
26/06/2025

ফ্রান্স জানিয়েছে যে তারা ইস*রায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন আটক করেছে

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, এই সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা বন্ধ করার প্রচেষ্টায় ফ্রান্সের সেনাবাহিনী অংশ নিয়েছিল।

"আমি নিশ্চিত করতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েক দিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেম বা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে ১০টিরও কম ড্রোন আটক করেছে," লেকর্নু গত রাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদীয় বিতর্কের সময় বলেন।

লেকর্নু বলেন, ১২ দিনের সংঘাতের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০টি ড্রোন নিক্ষেপ করেছে।

১৩ জুন ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করে, দাবি করে যে তাদের লক্ষ্য ছিল তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। তাদের হামলায় ইরানের সামরিক কমান্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন এবং বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে দেশটিতে ৬১০ জন নিহত এবং প্রায় ৫,০০০ জন আহত হন।

মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইস*রায়েলে কমপক্ষে ২৮ জন নিহত এবং শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুত্র: আল জাজিরা

মার্কিন ও ইস*রায়েলি বিতরণ কেন্দ্র থেকে সাহায্য চেয়ে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি নিহত: গাজা কর্তৃপক্ষগাজার সরকারি মিডিয়া অফ...
26/06/2025

মার্কিন ও ইস*রায়েলি বিতরণ কেন্দ্র থেকে সাহায্য চেয়ে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি নিহত: গাজা কর্তৃপক্ষ

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, চার সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইস*রায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "মৃত্যুর ফাঁদে" হামলায় ৪,০৬৬ জন আহত হয়েছেন এবং ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মধ্যে ৩৯ জন নিখোঁজ হয়েছেন।

"এই তথাকথিত 'কেন্দ্রগুলিতে' যা ঘটছে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ যার জন্য ইস*রায়েলি দখলদারিত্ব প্রাথমিক এবং প্রত্যক্ষভাবে দায়ী। আমরা এই চলমান অপরাধের তীব্র নিন্দা জানাই, যেখানে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের প্রলুব্ধ করা হয় এবং তারপর পূর্ব-নির্ধারিত সময়সূচী অনুসারে প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে এবং ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করা হয়।"

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, "দখলদাররা খাদ্যকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাকে তারা 'সহায়তা' বলে দাবি করে তা ধ্বংস ও আধিপত্য বিস্তারের হাতিয়ারে পরিণত করছে।"

সুত্র: আল জাজিরা

ডিস্টোপিয়ান ভৌতিক অনুষ্ঠান': গাজায় অর্ধেকেরও বেশি সাহায্য-সম্পর্কিত হামলায় শিশু নিহতসেভ দ্য চিলড্রেন জানিয়েছে, চার স...
26/06/2025

ডিস্টোপিয়ান ভৌতিক অনুষ্ঠান': গাজায় অর্ধেকেরও বেশি সাহায্য-সম্পর্কিত হামলায় শিশু নিহত

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, চার সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কার্যক্রম শুরু করার পর থেকে গাজার খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে অর্ধেকেরও বেশি হামলায় শিশু নিহত বা আহত হয়েছে।

প্রতিবেদন করা ১৯টি মারাত্মক ঘটনার মধ্যে, সংস্থাটি দেখেছে যে ১০টিতেই হতাহতের মধ্যে শিশু ছিল।

"গাজার কিছু পরিবার এতটাই হতাশ - কিছু ক্ষেত্রে সুস্থ প্রাপ্তবয়স্কের অভাবে - যে তারা বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহের জন্য শিশুদের পাঠাচ্ছে, যা অনিবার্যভাবে তাদের ইস*রায়েলি বাহিনীর গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকির মুখে ফেলছে," সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে বলেছে।

ওএইচসিএইচআর-এর মতে, ২৭শে মে থেকে, ইস*রায়েলি বাহিনীর হাতে ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ৩,০০০ জন আহত হয়েছেন, “জিএইচএফ বিতরণ পয়েন্টে বা যাওয়ার পথে, অথবা জাতিসংঘ বা এনজিও দ্বারা সরবরাহ করা খুব কম সংখ্যক অন্যান্য ত্রাণ কনভয়ের কাছে যাওয়ার চেষ্টা করার সময়”, সংস্থাটি আরও জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সেভ দ্য চিলড্রেনের কর্মীরা ত্রাণ পেতে গিয়ে নিহতদের প্রত্যক্ষ করেছেন।

“কেউই এই বিতরণ কেন্দ্রগুলি থেকে সাহায্য পেতে চায় না এবং কে তাদের দোষ দিতে পারে - এটি মৃত্যুদণ্ড। মানুষ নিহত হওয়ার ভয়ে ভীত। একজন সহকর্মী আজ আমাদের জানিয়েছেন যে যদিও তার পরিবার দিনে একবেলা খাবার খেতে বাধ্য, তবুও তিনি জিএইচএফ বিতরণে যাবেন না, কারণ তিনি বিশ্বাস করেন যে তার জীবন এক ব্যাগ আটার চেয়েও মূল্যবান,” মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং পূর্ব ইউরোপের জন্য সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমেদ আলহেন্দাউই বলেছেন।

"এবং এই ডিস্টোপিয়ান ভৌতিক অনুষ্ঠানের সাথে যোগ করার জন্য, শিশুরাও সাহায্যের কাছে পৌঁছানোর চেষ্টা করে নিহত এবং আহত হচ্ছে - সাহায্য পাওয়ার অধিকার তাদের রয়েছে।"

সুত্র: আল জাজিরা

ডাইনি-শিকার': নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিলের আহ্বান ট্রাম্পেরপ্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি নেতাকে 'যোদ্ধা' হিসেবে ...
26/06/2025

ডাইনি-শিকার': নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিলের আহ্বান ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি নেতাকে 'যোদ্ধা' হিসেবে প্রশংসা করেছেন, বলেছেন যে দুর্নীতির বিচারের মধ্যে আমেরিকাই 'নেতানিয়াহুকে রক্ষা করবে'।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন , অথবা তাকে ক্ষমা করার জন্য বলেছেন, ইসরায়েলি নেতার বিরুদ্ধে মামলাটিকে "ডাইনি-হান্ট" হিসাবে বর্ণনা করেছেন।

বুধবার ট্রাম্প তার ঘনিষ্ঠ ইসরায়েলি মিত্রের পক্ষে এই আহ্বান জানিয়েছেন , যাকে ২০১৯ সালে ইসরায়েলে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

সুত্র: আল জাজিরা

Address

Surgical Hospital, Dhupoil, Lalpur, Natore
Natore
6431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarique Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarique Islam:

Share