Akash Ahmed

Akash Ahmed I will share various digital content here, stay with us.

11/05/2025
মে দিবস কী?মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১ মে তারিখে পালিত হয়। এটি মূলত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতি...
01/05/2025

মে দিবস কী?
মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর ১ মে তারিখে পালিত হয়। এটি মূলত শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে উদযাপিত একটি আন্তর্জাতিক দিবস।

ইতিহাস:
মে দিবসের সূচনা হয় ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

শ্রমিকরা তখন ৮ ঘণ্টা কর্মদিবস প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামে।

হেইমার্কেট ঘটনার মাধ্যমে এই আন্দোলন ব্যাপক রূপ নেয়। এতে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হয়।

পরে এই ঘটনাকে স্মরণ করে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

উদ্দেশ্য ও তাৎপর্য:
শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ও সম্মান নিশ্চিত করা।

শ্রমিকদের ঐক্য, সংহতি এবং সংগ্রামের ইতিহাসকে স্মরণ করা।

সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।

বিশ্বব্যাপী পালন:
বিশ্বের প্রায় সব দেশেই ১ মে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়।

নানা সংগঠন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক দল ও বামপন্থী সংগঠন র‍্যালি, সভা, পোস্টার, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে।

বাংলাদেশে মে দিবস:
বাংলাদেশে প্রথম মে দিবস পালন শুরু হয় ১৯৬০ সালে।

এটি বর্তমানে একটি সরকারি ছুটি।

শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

প্রতীক:
লাল পতাকা — শ্রমিক আন্দোলনের প্রতীক।

হাতুড়ি ও হাত — কঠোর পরিশ্রমের প্রতীক।

07/03/2025

কোন এক কবরস্থানের পাশে লেখা ছিলো, গন্তব্য তোমার এটাই ছিলো বাস, দেরি করে দিয়েছো আসতে আসতে, কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে, তোমাকে আপনরাই দাফন করে দিলো যেতে যেতে।

23/10/2024

"ফিরে যাই শেকড়ে, ভাতৃত্বের বন্ধনে"

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
রোভার স্কাউট পুনর্মিলনী ও সম্মাননা-২০২৪

বিসমিল্লাহির রাহমানির রাহিম*রোভার পুনর্মিলনী ও সংবর্ধনা-২৪*প্রিয় রোভারবৃন্দ, আসসালামু আলাইকুম ।আসসালামু আলাইকুম ওয়া রা...
27/09/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

*রোভার পুনর্মিলনী ও সংবর্ধনা-২৪*

প্রিয় রোভারবৃন্দ, আসসালামু আলাইকুম ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান রোভারদের নিয়ে *" রোভার পুনর্মিলনী ও সংবর্ধনা-২৪"* আয়োজন করা হয়েছে। একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণা এবং নতুন করে স্কাউটিং-এর চেতনা নিয়ে আবার একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগ এটি। দিনটি হতে যাচ্ছে গল্প, আড্ডা এবং নানা আনন্দঘন আয়োজনে ভরপুর, যেখানে আপনার উপস্থিতি আমাদের জন্য অমূল্য। অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে শুভেচ্ছা উপহার।
তারিখঃ *১১ অক্টোবর ২০২৪, শুক্রবার*
স্থানঃ *রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস।*
অংশগ্রহণের জন্য দ্রুত রেজিষ্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : অক্টোবর ০৩, ২০২৪।

*আকর্ষণ:*
১। বর্তমান ও সাবেকদের মধ্যে গল্প ,আড্ডা, খেলাধুলা ।
২। গ্রুপ কমিটির সাথে মতবিনিময়।
৩। বৃক্ষের চারা রোপন।
৫। সৌন্দর্য বর্ধন (পরিস্কার পরিচ্ছন্নতা) শেষে পুকুরে সম্মিলিত গোসল
৬। সংবর্ধনা।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
⭐ প্রতিষ্ঠালগ্ন হতে ২০২০ ব্যাচের রোভারদের ৳ ১০০০ + (৳ ২০চার্জ)
⭐ ২০২১ হতে ২০২৪ ব্যাচ ৳ ৮০০+ (৳২০ চার্জ)
⭐ বর্তমান শিক্ষার্থী রোভার ৳ ৫০০+ (৳১০ চার্জ)

★★ ফি প্রদানের পর ট্র্যানজেকশন নম্বরসহ সংযুক্ত ফর্মটি পুরন করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। https://forms.gle/r5cwdeTFoD7XUBuMA

রেজিস্ট্রেশনে সহযোগিতার জন্য
1. মোঃ হাসানুজ্জামান হিমেল 01750878182 বিকাশ/নগদ/রকেট
2. মোঃ আল আমিন, 01750564525 বিকাশ/নগদ/রকেট
3. মোঃ এহসানুল হক, 01773-383812 বিকাশ/নগদ/রকেট
এই রোভার পুনর্মিলনী ও সংবর্ধনা-২৪ আয়োজক কমিটি একটি চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আশা করছি, নবীন ও প্রবীণ সকল রোভারমেটদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
আয়োজনে-
*এসোসিয়েশন অব রোভারস ফরম রাজশাহী পলিটেকনিক (ARRP)*

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
16/05/2024

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

কেরে তুই কেরে তুই সব সহজ শৈশবকেবদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যেতুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনেআমায় ঠেলে দিলি কোনো এক ...
29/03/2024

কেরে তুই কেরে তুই সব সহজ শৈশবকে
বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে।

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
26/03/2024

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?

শীতের মৌসুমে নগরীর ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন মানুষের। এস...
02/01/2024

শীতের মৌসুমে নগরীর ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘরহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়ে সড়কে, ফুটপাতে অথবা গাছের তলায়, ব্রিজের নিচে। তাদের কেউ শ্রমজীবী, কেউবা নিতান্তই অসহায়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হতে থাকে নগরী। কমতে থাকে পথচারীর সংখ্যা। মানুষের সঙ্গে যেন ঘুমের প্রস্তুতি নেয় লাল-নীল জাদুর শহর ঢাকাও। উষ্ণতার ছোঁয়ায় মানুষ যখন ঘুমে বিভোর, তখন এ শহরে লাখও ছিন্নমূল মানুষ অপেক্ষায় থাকে কখন শেষ হবে শীতের রাত। দেখা যাবে সকালের সূর্য।

কমবে শীতের কষ্ট। এ যেন সুকান্ত ভট্টচার্যের ‘শীতের সূর্য’ কবিতার বাস্তব চিত্র। কবি লিখেছেন, ‘হে সূর্য! শীতের সূর্য!/ হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়/ আমরা থাকি,/ যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ,/ ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।/ হে সূর্য! তুমি তো জানো,/ আমাদের গরম কাপড়ের কত অভাব!/ সারারাত খড়কুটো জ্বালিয়ে,/ এক টুকরো কাপড়ে কান ঢেকে,/ কত কষ্টে আমরা শীত আটকাই!’

ছবিটি কলাবাগান, ধানমন্ডি এলাকার একটি বিলাসবহুল বাড়ির সামনে থেকে তোলা।

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Akash Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Ahmed:

Share