Nazmul Hoque

Nazmul Hoque কাজকে ভালোবাসলে সাথেই থাকবেন।

এস.এস.সি -পদার্থবিজ্ঞান MCQ ২য় অধ্যায়: গতি-(1-25 নং প্রশ্ন)লিংকটিতে ক্লিক করে প্রশ্নের উত্তর সাবমিট করে প্রাপ্ত নম্বর দে...
27/03/2025

এস.এস.সি -পদার্থবিজ্ঞান MCQ ২য় অধ্যায়: গতি-(1-25 নং প্রশ্ন)
লিংকটিতে ক্লিক করে প্রশ্নের উত্তর সাবমিট করে প্রাপ্ত নম্বর দেখা যাবে। ভুলগুলো দেখে নিয়ে পূনরায় অংশ নেওয়া যাবে।

সঠিক উত্তরটি কর। প্রতিটি প্রশ্নের পূর্ণ মান ১

💻📲ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে EFT এর তথ্য হালনাগাদ নিয়ে কিছু সমাধান আর কি!🔮EMIS ওয়েবসাইটে প্রবেশ করে বসে আছেন নিশ্চ...
03/12/2024

💻📲ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে EFT এর তথ্য হালনাগাদ নিয়ে কিছু সমাধান আর কি!
🔮EMIS ওয়েবসাইটে প্রবেশ করে বসে আছেন নিশ্চয়।
🎗️সমস্যা হলো কছু তথ্য পূরণ নিয়ে তাই তো!
যেমন -
❓নাম NID এর সাথে সার্টিফিকেট/MPO শীটে মিল না থাকলে হালনাগাদে কোনটা দিব।
➡️NID অনুযায়ী দিবেন।
❓বিদ্যমান শিটে পিতা ও মাতার নাম নাই অথবা ভুল থাকলে
➡️হালনাগাদে সার্টিফিকেট অনুযায়ী সঠিকটা দিবেন।
❓জন্ম তারিখ নিয়ে কোনো প্রশ্ন নেই একবারই জন্ম হয়েছে NID অনুযায়ী একবারই দিবেন।
❓NID নম্বর ১০/১৭ ডিজিট হলে সরাসরি বসিয়ে দিন আর ১৩ ডিজিট হলে সামনে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট বানিয়ে দিন।
❓নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরটি ব্যাবহার করুন।
❓ইমেইল নিয়ে বলার কিছু নাই। তবুও ধারণা না থাকলে আপনার মোবাইলের জিমেইলটি ওপেন করে ব্যবহৃত জিমেইলটি দেখে নিতে পারেন। আর যদি বাটন ফোন হয় ধরেই নিচ্ছি চাকরি শেষের পথে, কাজেই প্রতিষ্ঠানের জিমেইল দিয়ে চালিয়ে নিতে পারেন।
❓অনেকেই লজ্জা পেয়েছেন পুরুষ মানুষ Female হয়ে আছে। হালনাগাদে Male করে দিন।
❓পদবী হয়তো অনেকেই এডিট করতে পারছেন না। যেমন- পদবী হবে Assistant Teacher, হয়ে আছে AGRICULTURE - এটা সার্ভারে সমস্যা ছিল বর্তমানে সমাধান করা হয়েছে। ড্রপডাউন থেকে পদবীটা ঠিক করে দিন। তারপরও না হলে শেষদিন পর্যন্ত দেখতে পারেন।
❓প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই শাখায় আপনার হিসাব নম্বর (১৩-১৭ ডিজিট) দিন।
❓ব্যাংক হিসাবের নাম শুধু ইংরেজি অক্ষর (A হতে Z) এবং স্পেস দিয়ে লিখবেন। ডট-টান-টুন (যেমন-“.”, “,” , “-” ইত্যাদি) দেওয়ার দরকার নেই।
❓পে কোড এবং বর্তমান মূল বেতন/বেসিক সর্বশেষ এমপিও অনুযায়ী হবে।
❓এবার নিজ জেলা সিলেক্ট করে Update এ ক্লিক করুন।
আপনার কাজ সম্পূর্ণ হয়েছে।
📝এবারে পিডিএফ আইকনে ক্লিক করে ফাইলটি প্রিন্ট দিন। নিজে মনোযোগ দিয়ে চেক করে স্বাক্ষর করুন, সাথে চেক বই এর কভার পৃষ্ঠা ও NID এর ফটোকপি তিনটা একত্রে হেড স্যারকে জমা দিন। হেড স্যার সত্যায়িত করবেন সেই সাথে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি এবং প্রতিষ্ঠানের রিপোর্ট কপি(কর্মরত সকল শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরসহ) যুক্ত করে উপজেলা মাধ্যমিক অফিসে জমা দিবেন।
আরও ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য EMIS সার্ভারের HOME পেইজের ডান পাশে নোটিশ বোর্ড থেকে MPO EFT USER MANUAL টি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।
✏️Md. Nazmul Hoque
Assistant Teacher

25/10/2024

পাওয়ার পয়েন্টে ফ্যানের স্পীড কন্ট্রোল।
টিউটোরিয়ালটি ইউটিউবে দেখতে 'MSc Sir' ইউটিউব চ্যানেল ভিজিট করুন।

আদিব ও আবীর
19/10/2024

আদিব ও আবীর

আদর্শগ্রাম, মহিষডাঙ্গা, নলডাঙ্গা, নাটোর।
01/07/2024

আদর্শগ্রাম, মহিষডাঙ্গা, নলডাঙ্গা, নাটোর।

14/06/2024

Flag Animation in PowerPoint
পাওয়ার পয়েন্টের সহজ এনিমেশনের টিউটোরিয়াল দেখতে অনেকেই স্বাচ্ছন্দবোধ করেন। তাই সহজ ভাবে কাজটি দেখানো হলো।
টিউটোরিয়ালটি ইউটিবে দেখতে ভিজিট করুন ইউটিউব চ্যানেল "MSc Sir"

কাজ করছি জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ চারটি উপাদান নিয়ে।অবস্থান করছি অভিজ্ঞতা চক্রে।অর্জিত হচ্ছে যোগ্যতা।প্রকাশ...
12/11/2023

কাজ করছি জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ চারটি উপাদান নিয়ে।
অবস্থান করছি অভিজ্ঞতা চক্রে।
অর্জিত হচ্ছে যোগ্যতা।
প্রকাশ পাচ্ছে পারদর্শীতা।
মূল্যায়িত হচ্ছে মাত্রা।
যত গভীরে প্রবেশ করতে পারবেন নতুন কারিকুলাম এর আনন্দ উপভোগ করতে পারবেন।
মূল্যায়ন নিয়ে আলোচনায় আমি মো: নাজমুল হক থাকছি সোমবার রাত ৯.০০ টায়। বাংলাদেশের যেকোনো যায়গা থেকে যুক্ত হতে সাথেই থাকবেন।

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Hoque:

Share

Category