03/12/2024
💻📲ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে EFT এর তথ্য হালনাগাদ নিয়ে কিছু সমাধান আর কি!
🔮EMIS ওয়েবসাইটে প্রবেশ করে বসে আছেন নিশ্চয়।
🎗️সমস্যা হলো কছু তথ্য পূরণ নিয়ে তাই তো!
যেমন -
❓নাম NID এর সাথে সার্টিফিকেট/MPO শীটে মিল না থাকলে হালনাগাদে কোনটা দিব।
➡️NID অনুযায়ী দিবেন।
❓বিদ্যমান শিটে পিতা ও মাতার নাম নাই অথবা ভুল থাকলে
➡️হালনাগাদে সার্টিফিকেট অনুযায়ী সঠিকটা দিবেন।
❓জন্ম তারিখ নিয়ে কোনো প্রশ্ন নেই একবারই জন্ম হয়েছে NID অনুযায়ী একবারই দিবেন।
❓NID নম্বর ১০/১৭ ডিজিট হলে সরাসরি বসিয়ে দিন আর ১৩ ডিজিট হলে সামনে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট বানিয়ে দিন।
❓নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরটি ব্যাবহার করুন।
❓ইমেইল নিয়ে বলার কিছু নাই। তবুও ধারণা না থাকলে আপনার মোবাইলের জিমেইলটি ওপেন করে ব্যবহৃত জিমেইলটি দেখে নিতে পারেন। আর যদি বাটন ফোন হয় ধরেই নিচ্ছি চাকরি শেষের পথে, কাজেই প্রতিষ্ঠানের জিমেইল দিয়ে চালিয়ে নিতে পারেন।
❓অনেকেই লজ্জা পেয়েছেন পুরুষ মানুষ Female হয়ে আছে। হালনাগাদে Male করে দিন।
❓পদবী হয়তো অনেকেই এডিট করতে পারছেন না। যেমন- পদবী হবে Assistant Teacher, হয়ে আছে AGRICULTURE - এটা সার্ভারে সমস্যা ছিল বর্তমানে সমাধান করা হয়েছে। ড্রপডাউন থেকে পদবীটা ঠিক করে দিন। তারপরও না হলে শেষদিন পর্যন্ত দেখতে পারেন।
❓প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই শাখায় আপনার হিসাব নম্বর (১৩-১৭ ডিজিট) দিন।
❓ব্যাংক হিসাবের নাম শুধু ইংরেজি অক্ষর (A হতে Z) এবং স্পেস দিয়ে লিখবেন। ডট-টান-টুন (যেমন-“.”, “,” , “-” ইত্যাদি) দেওয়ার দরকার নেই।
❓পে কোড এবং বর্তমান মূল বেতন/বেসিক সর্বশেষ এমপিও অনুযায়ী হবে।
❓এবার নিজ জেলা সিলেক্ট করে Update এ ক্লিক করুন।
আপনার কাজ সম্পূর্ণ হয়েছে।
📝এবারে পিডিএফ আইকনে ক্লিক করে ফাইলটি প্রিন্ট দিন। নিজে মনোযোগ দিয়ে চেক করে স্বাক্ষর করুন, সাথে চেক বই এর কভার পৃষ্ঠা ও NID এর ফটোকপি তিনটা একত্রে হেড স্যারকে জমা দিন। হেড স্যার সত্যায়িত করবেন সেই সাথে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি এবং প্রতিষ্ঠানের রিপোর্ট কপি(কর্মরত সকল শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরসহ) যুক্ত করে উপজেলা মাধ্যমিক অফিসে জমা দিবেন।
আরও ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য EMIS সার্ভারের HOME পেইজের ডান পাশে নোটিশ বোর্ড থেকে MPO EFT USER MANUAL টি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।
✏️Md. Nazmul Hoque
Assistant Teacher