নাটোরিয়ানツ

নাটোরিয়ানツ ক্যারে বা!
হ্যাঁ তুকই কইচ্চি।
কিরকোম আছু?

18/11/2025

অভিনন্দন বাংলাদেশ।
২২ বছর পর ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতলো বাংলাদেশ।🇧🇩

13/11/2025

যে হিয়েল পরিসে জাম্পার পড়া লাগবি দেকিচ্চি!

যদি BPL-এ নাটোরের দল থাকতো!
29/10/2025

যদি BPL-এ নাটোরের দল থাকতো!

21/08/2025

ChatGPT কি পারবে নাটোরের ভাষায় কথা বলতে?

ChatGPT Plus এর লিংক কমেন্টে!!

দেখি কে বেশি ভোট পায়।
21/08/2025

দেখি কে বেশি ভোট পায়।

Aajke shondhar moddhe 100 comment ashlei!
20/08/2025

Aajke shondhar moddhe 100 comment ashlei!

🏰 রামজীবন রায় ও নাটোর রাজবংশের সূচনা, এক বাস্তব কিন্তু নাটকীয় গল্পরামজীবন রায় মূলত সরাসরি রাজপরিবারের কেউ ছিলেন না। ত...
20/08/2025

🏰 রামজীবন রায় ও নাটোর রাজবংশের সূচনা, এক বাস্তব কিন্তু নাটকীয় গল্প

রামজীবন রায় মূলত সরাসরি রাজপরিবারের কেউ ছিলেন না। তাঁর ভাই রঘুনন্দন রায় ছিলেন মুর্শিদ কুলি খানের (তৎকালীন নবাব) অধীনে কর্মরত। রঘুনন্দনের দক্ষতা ও বিশ্বস্ততার কারণে নবাব তাঁকে নাটোর অঞ্চলের জমিদারি দেখভালের দায়িত্ব দেন।

কিন্তু রঘুনন্দন নিজে জমিদার হননি। তিনি এই জমিদারি নিজের ভাই রামজীবন রায়ের নামে বন্দোবস্ত নেন, কারণ রামজীবন ছিলেন ভদ্র, স্থিতিশীল ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ। এই কারণেই নাটোর রাজবংশের আনুষ্ঠানিক শুরু হয় রামজীবন রায়ের হাত ধরে।

এখানে একটা মজার দিক হলো:

👑 রামজীবনের "রাজা" হওয়ার কাহিনি ছিল রাজনৈতিক কৌশল!

তাঁর ভাই চেয়েছিলেন, জমিদারি একটি স্থায়ী রাজবংশের রূপ নিক। আর সে জন্যই রাজকীয় প্রথা, আচার ও শাসন কাঠামো রামজীবনের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়।

---

🧠 আরেকটি চমকপ্রদ বিষয়:

রামজীবন রায়ের কোনো সন্তান ছিল না। ফলে তিনি *রামকান্ত রায়* নামে একজন কিশোরকে দত্তক নেন। পরবর্তীতে এই রামকান্তের স্ত্রী ছিলেন *রানী ভবানী*, যিনি পরবর্তীতে বাংলার ইতিহাসে এক কিংবদন্তী নারীনেত্রী হয়ে ওঠেন।

অর্থাৎ, রানী ভবানীর উত্থানের পথও তৈরি করেছিলেন রামজীবন রায়।

---

📚 উৎসসমূহ:

- উইকিপিডিয়া: নাটোর রাজবাড়ি [1]

- বাংলানিউজটোয়েন্টিফোর: বিলুপ্ত এক রাজবংশের কয়েদখানা [2]

- নাটোর জেলা প্রশাসনের ওয়েবসাইট [1]

❞নবাবের হেরেমে নয়, বাংলার ইতিহাসে থাকবে আমার মেয়ের নাম❗❞এই ছিল রাণী ভবানীর অবস্থান, স্পষ্ট, দৃঢ়, অন্যায়ের বিরুদ্ধে এক...
18/08/2025

❞নবাবের হেরেমে নয়, বাংলার ইতিহাসে থাকবে আমার মেয়ের নাম❗❞

এই ছিল রাণী ভবানীর অবস্থান, স্পষ্ট, দৃঢ়, অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাওয়ার মতো সাহসী।

রাণী ভবানী, নাটোর রাজবাড়ির রানী, ছিলেন অসাধারণ জ্ঞানী ও দূরদর্শী। তাঁর একমাত্র কন্যা তারাসুন্দরী, বুদ্ধিমতী, সুন্দরী এবং শিক্ষিত।
এক সময় নবাব সিরাজউদ্দৌলা তারাসুন্দরীকে তার হেরেমে নেওয়ার প্রস্তাব পাঠান। বাংলার অনেক রাজপরিবার সে সময় এরকম প্রস্তাবে চুপ থাকত।
কিন্তু রাণী ভবানী ছিলেন আলাদা।

তিনি স্পষ্টভাবে নবাবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
শুধু না বলেই থেমে থাকেননি, রাজ্যের মানুষের শক্তিকে পাশে নিয়ে প্রস্তুতি নেন যেকোনো ধরনের আক্রমণ ঠেকাতে।
সিরাজউদ্দৌলার মতো প্রভাবশালী শাসকের সামনে দাঁড়িয়ে নিজের সম্মান আর কন্যার মর্যাদা রক্ষা করাটাই ছিল তাঁর বড় বিজয়।

এই গল্প শুধু এক রাণীর নয়, এটা এক মায়ের, এক নেত্রীর, এক ইতিহাস গড়ার গল্প।
যেখানে নারী মানে কেবল নরমতা নয়, নারী মানে প্রতিরোধ, সাহস আর সম্মানের প্রতীক।

নাটোর গর্ব করে, কারণ তার মাটিতে জন্মেছিলেন ভবানী।

*Sources:*
- Banglapedia (Asiatic Society of Bangladesh)
- Historical Records of Natore Raj Estate
- Academic articles on Women in Bengal’s Zamindari system

#বাংলারগর্ব

ChatGPT এর চোখে বনলতা সেন!!
16/08/2025

ChatGPT এর চোখে বনলতা সেন!!

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাটোরিয়ানツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share