Kamrul islam

Kamrul islam শেষের আঘাতের পর আমি সৃষ্টিকর্তার নিকট আর, তোমাকে চাইনি, আমি চেয়েছিলাম 'ধৈর্য্য'।

পিক টা কেমন
22/06/2025

পিক টা কেমন

21/06/2025

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা মহিশলুটি বাজারে হানিফ কোচের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। অটো গাড়ির ড্রাইভারের বাসা তাড়াশ থানার নওগাঁ ইউনিয়নের আলোকদিয়ার ভায়াট গ্রামে। ভিডিওতে থাকা ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন তাহলে দয়া করে তার পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করবেন বর্তমানে খালকুলা অহি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।।

19/06/2025

সিংড়া থানার অধীনে ২ নং ডাহিয়া ইউনিয়নের নয় টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড ক্ষীরপোতা এখানে একটি হাট , প্রাইমারি স্কুল , হাই স্কুল ও দাখিল মাদ্রাসা রয়েছে এখানকার ছেলেমেয়েরা সময়মতো স্কুলে যেতে পারে না বৃষ্টি এলেই জনদুর্ভোগের সৃষ্টি হয় তাছাড়া এলাকা টি কৃষি নির্ভর হওয়ায় কৃষকেরা এক বস্তা ধান বাজারে নিয়ে যেতে হলে ৫০ থেকে ৬০ টাকার মতো খরচ হয় এখানে একটি রোগী অসুস্থ হলে হাসপাতালে পৌঁছার আগেই সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যায় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ লাগোবে আপনাদের মর্জি হয় ...
তাই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই Uno স্যার বরাবর একটি অনুরোধ বার্তা প্রেরণ করিলাম যাতে করে
অতি দ্রুত রাস্তাটি পাকা করন করার অনুরোধ রইলো

18/06/2025

নাটোরের সিংড়া থানার দুই নম্বর ডাহিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ক্ষীরপোতা বাজার হইতে চেচিয়া গাড়ি পর্যন্ত রাস্তার ব্যাপক খারাপ অবস্থা সাধারণ মানুষ যাতায়াতের অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই সবিনয় নিবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটি পাকা করণ করার জন্য
আমাদের সিংড়া থানার
ইউএনও স্যারের কাছে বিশেষভাবে
জরুরী আহ্বান জানাচ্ছি
যে আমাদের রাস্তাটি পাকা করন কার্যক্রম দ্রুত শুরু হলে এলাকার সাধারণ জনগণ ও কৃষক ভাইদের অনেক উপকার হবে

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share