নাটোরিয়ানা

নাটোরিয়ানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাটোরিয়ানা, Digital creator, Hatiandoh, Natore.

অনেকেই স্পন্সরের জন্য বলছেন, ভাই বিশ্বাস করেন আপনার টাকার আমার প্রয়োজন নাই আপনার সার্ভিস ১০০% ভালো হতে হবে। আপনি যেটা আমাকে দিবেন তা দর্শকদের জন্য ব্যয় করা হবে। আপনার সার্ভিস কেমন এটা দর্শক নির্ধারণ করবে।

"বাংলাদেশ সহ পুরো বিশ্ব বেড়াতে চাই"

নামের মত দেখতে হলে কেমন হতো নাটোরের জায়গা গুলো 😍😍। এ, আই 🙄
22/08/2025

নামের মত দেখতে হলে কেমন হতো নাটোরের জায়গা গুলো 😍😍। এ, আই 🙄

কয়েকদিন আগে এক চোর ধরা পড়েছিল। তার ভিডিও করতে গেলে সে প্রথমে বাধা দেয় এবং পরে নিজের গলায় কেচির সূচালো অংশ ধরে থাকে। ...
22/08/2025

কয়েকদিন আগে এক চোর ধরা পড়েছিল। তার ভিডিও করতে গেলে সে প্রথমে বাধা দেয় এবং পরে নিজের গলায় কেচির সূচালো অংশ ধরে থাকে। ফলে ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি। ভিডিওটি আপলোড করবো কিনা মতামত দেন।

কই আমারটা তো পরিবর্তন হলো না 🙄🙄🤔🤔
22/08/2025

কই আমারটা তো পরিবর্তন হলো না 🙄🙄🤔🤔

21/08/2025

কাচ্চি কিং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন।
এটা ওনাদের ম্যানেজমেন্ট এর গাফলতির কারণে ঘটেছে যা সম্পর্কে তারা অবগত ছিলেন না।
এবং তারা এরাদা করেছেন তাদের সার্ভিস মান অবশ্যই ভালো করবে।
তাদের কথাটি হুবহু,
"ভাই এখন বাহিরে আছি নাটোরে এসেই আমি সার্বিক পরিবর্তনের দায়িত্ব নিচ্ছি। পরবর্তীতে আপনি যেকোনো সময় আসবেন আমাদেরকে বলে অথবা না বলে ইনশাল্লাহ কোন সমস্যা পাবেন না।"
এবং দ্রুত এই আমাদের হেড অফিসের নাম্বার সেখানে থাকবে কাস্টমারদের যে কোন সমস্যা আমাদের ফোন করলেই অবশ্যই সেই সমস্যার সমাধান দিব।

আমাদের পক্ষ থেকেও তাদেরকে রেটিং সিস্টেম চালু করার অনুরোধ করা হয়েছে যেন তারা নিজেদের পর্যবেক্ষণ করতে পারেন। আশা করছি পরবর্তীতে ভালো কিছু পাবো।
ধন্যবাদ সবাইকে।

একটি বাজে অভিজ্ঞতা শেয়ার না করে পারছি না। গতকাল সন্ধ্যায় নাটোর বাজার রোডের সামনেই নিমতলীতে "কাচ্চি কিং" নামে একটি রেস্...
20/08/2025

একটি বাজে অভিজ্ঞতা শেয়ার না করে পারছি না। গতকাল সন্ধ্যায় নাটোর বাজার রোডের সামনেই নিমতলীতে "কাচ্চি কিং" নামে একটি রেস্টুরেন্টে বাসমতি কাচ্চি খেলাম। কাচ্চিতে লবণ কম হয়েছে বললাম লবন দেন, বলে লবণ নাই, বললাম কোথাও থেকে এনে দেন,তাদের কোন সাড়া নেই। এরপর দেখলাম মাটন দুর্গন্ধ হয়ে গিয়েছে (হয় আগের রান্না করা অথবা ফ্রিজের) তাদেরই এক মেসিআর কে খাওয়ালাম সে নিজেও দুর্গন্ধ অনুভব করলো। পরিবর্তে আমাকে তেহারি থেকে কিছু গোশত এনে দিল। এই রেস্টুরেন্টে প্রথম ও শেষ খাওয়া মনে করে কোন রকমে খাওয়া শেষ করলাম। হাত ধুয়ে দেখি টিস্যু নেই 😂 তাদেরকে বললাম ভাই টিস্যু দেন,বলে স্যার টিস্যু শেষ হয়ে গেছে। বললাম ব্যবস্থা করেন সেদিকেও কোন ভ্রুক্ষেপ নেই। বের হওয়ার সময় চাল ও ধনে ভাজা খাওয়ার জন্য হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবানি দিতেই বালুতে খিসখিস করে উঠলো, মেজাজটা একটু খারাপই হলো বললাম কি ভাই এত সমস্যা নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা করবেন কিভাবে মাটন দুর্গন্ধ, লবণ নাই, চাল ভাজাতেও বালু, হাতে বালু লেগেছিল দেখালাম। তাদের কোন জবাব নেই।
হয়তো আমার ভাগ্যটাই খারাপ ছিল। অনেকের পছন্দের রেস্টুরেন্ট হতে পারে।

নাটোর মাদ্রাসা মোড় বাইপাস, এখানে কোন ইন্ডিকেটর দেয়া নেই, কোন রাস্তা কোন দিকে গিয়েছে নতুনদের বোঝা মুশকিল। পোস্টটি বেশি...
20/08/2025

নাটোর মাদ্রাসা মোড় বাইপাস, এখানে কোন ইন্ডিকেটর দেয়া নেই, কোন রাস্তা কোন দিকে গিয়েছে নতুনদের বোঝা মুশকিল।
পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যেন কর্তৃপক্ষের নজরে আসে।

নাটোর রাজবাড়ী
16/08/2025

নাটোর রাজবাড়ী

ইতিহাস কথা কয়। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়
13/08/2025

ইতিহাস কথা কয়। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়

13/08/2025

ধন্যবাদ ১৫ হাজার সদস্যের পরিবারের সকল সদস্যকে।

13/08/2025

মৃত্যু কুপ হয়ে উঠেছে ডাল সড়ক (আয়চান) ব্রিজ। বেশি বেশি শেয়ার করুন।

01/08/2025

নাটোরিয়ানদের ভাবটাই আলাদা।

Disclaimer: it's an (ai) video so don't be confused.

25/11/2024

মানবেতর জীবনযাপন করছে বর্ডারের মানুষেরা।যে কোন মুহূর্তে গবাদি পশু পাখি নিয়ে যায় ওপারের মানুষেরা।।।

Address

Hatiandoh
Natore

Alerts

Be the first to know and let us send you an email when নাটোরিয়ানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাটোরিয়ানা:

Share