Natore Update Live

  • Home
  • Natore Update Live

Natore Update Live Singra News

19/12/2023

আমার বাড়ি নাটোরে নারদ নদীর ওপারে,,,,,

17/12/2023
শহরে গ্রামে নেতার অভাব নাই কিন্ত নেতৃত্বের অভাবনিজস্ব প্রতিবেদক : প্রতিটি শহরে শহরে  গ্রামে/মহল্লায়  নেতা আছে কিন্তু নেত...
12/12/2023

শহরে গ্রামে নেতার অভাব নাই কিন্ত নেতৃত্বের অভাব

নিজস্ব প্রতিবেদক : প্রতিটি শহরে শহরে গ্রামে/মহল্লায় নেতা আছে কিন্তু নেতার অনুসারী নেই। নেতা তার মনুষ্যত্ব, লজ্জা শরম এবং বিশ্বস্ততা হারিয়েছে। নেতা বলছেন কি করতে হবে কিন্তু কে কার কথা শোনে। জনগণ বুঝে গেছে নেতার নেতৃত্বের সুযোগ করে দিলে সে করবে পরিবর্তন নিজের এবং পরিবারের।

জনগণ তো এখন আগের মত আর বোকা নয়, যখন যার যা খুশি বলবে আর তারা ঝাঁপিয়ে পড়বে। কই স্বাধীন দেশের প্রতি যদি সত্যিই এত দয়ামায়া থাকতো, তাহলে দেশের জন্য যে ভাইয়েরা বুকের তাজা রক্ত দেশের মাটিতে ঢেলে দিয়ে শহিদ হয়েছে, সেই শহিদ ভাইদের মত করে কেন আমরা ঝাঁপিয়ে পড়ছিনা? কারণ আমরা জনগণ বার বার শুধু জর্জরিত, শোষিত, নিপীড়িত এবং নির্যাতিত। আমাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে। হতাশায় নিমজ্জিত আমাদের সমস্ত শরীর।

মন বলে শোষণ, শাসন আর নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হই আর ঝাঁপিয়ে পড়ি কিন্তু না তা করব না কারণ আমরা শান্তি প্রিয় শান্ত জনগণ।

আমরা এখন ভিতু হয়ে গেছি, প্রতিবাদ করতে ভুলে গেছি আর অপমান সইতে শিখেছি।

সিংড়ায়  শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে মক্তবের  শিক্ষকের বিরুদ্ধে নিজস্ব প্রতিবেদক :নাটোরের  সিংড়ায়  ০৫ বছরের...
11/12/2023

সিংড়ায় শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :নাটোরের সিংড়ায় ০৫ বছরের বছরের এক মক্তবে পড়ুয়া শিশু ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম গ্রামের পশ্চিমপাড়া হাফিজিয়া ও মক্তব পড়ানো মাদ্রাসা এ ঘটনা ঘটে।

এরপর বিষয়টি জানাজানি হলে ওই মক্তবে পড়ুয়া শিশু ছাত্রের পরিবারের লোকজন মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও আশপাশের লোকজন কে ঘটনাটি খুলে বলে।

পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যসহ গ্রামের কিছু লোকজন জানার পরে ওই শিক্ষকের পরিবারের লোকজন কে খবর দেয়। ওই শিক্ষক বিনগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদ এর মোয়াজ্জেম ও মাদ্রাসায় মক্তবে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিত। ওই শিক্ষক/মোয়াজ্জেম এর নাম জাহিরুরুল ইসলাম, তাহার বাসা দিনাজপুর জেলায়। মক্তবে পড়ুয়া শিশু ছাত্র মোঃ সৌরভ হোসেন বিনগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আজমল হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত ঘটনায় ওই শিক্ষকের পরিবারের লোকজন আসলে বিষয়টি নিয়ে আপষ মিমাংসা করা হবে।

27/11/2023

সিংড়ায় বামিহাল-দূর্গাপুর বাজারের রাস্তার বেহাল দশা ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল-দূর্গাপুর বাজারের একমাত্র রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের এই রাস্তায় সিংড়া উপজেলাসহ শেরপুর ও তারাশ উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। জামতলী বাজার হতে বামিহাল বাজার পর্যন্ত রাস্তায় কার্পেটিং এর কাজ শেষ হওয়ার পর থেকেই বামিহাল বাজার হতে দূর্গাপুর বাজারের রাস্তায় খন্ড খন্ড ভাঁঙ্গনে প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দূর্ঘনা।যে কোন মুহুর্তে এই রাস্তায় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

জানা যায়, এই রাস্তার বেশিরভাগ ইটই মাটি থেকে উঠে খানা-খান্দ সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলে ও মাছবাহী ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করলে অল্প পানিতেই রাস্তা মাঝখানে খন্ড খন্ড জায়গায় কাঁদা ও পানির কারণে জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে যায়।

এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, এ রাস্তার ইট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে কাঁদা সৃষ্টি হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

একজন অটোচালক বলেন, অটো চালিয়েই চলে তাদের সংসার। রাস্তা নিয়ে তাদের অভিযোগ, উপজেলার কত রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু আমাদের রাস্তা হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় আমরা এ দেশের জনগণই না। তিনি আরও বলেন, ভাঙা রাস্তার কারণে অটোরিক্সা বেশিরভাগ সময়ই টেনে নিতে হয়।
আমাদের দুর্ভোগের শেষ নেই।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও এলজিইডি অফিসারের নিকট দ্রুত রাস্তাটি সংস্করণ বা মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

26/11/2023

সিংড়ায় সুকাশ ইউনিয়নের জয়কুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা।

Address


Telephone

+8801713167564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore Update Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share