21/08/2024
বিএমডিসির অধীনস্হ MBBS & BDS ডিগ্রি ছাড়া কেউ Dr. প্রিফিক্স ব্যবহার করতে পারবে না।
যেমন:ম্যাটস, বিএসসি ডেন্টাল, ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট গন ইত্যাদি।
বিএমডিসির বিদ্যমান কোন আইনেই DVM (Doctor of Veterinary Medicine), BPT (Bachelor of Physiotherapy), BHMS (Bachelor of Homoeopathic Medicine and Surgery), BUMS
(Bachelor of Unani Medicine & Surgery) চিকিৎসকদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না ও প্রিফিক্স ইস্যুতে কোন বাধা দেওয়া ও কোন আইনত ঝামেলা করতে পারে না।
এরা সবাই আলাদা ও নিজস্ব কাউন্সিল ও আইন অনুযায়ী প্রিফিক্স ব্যবহার করেন ও নিয়ন্ত্রিত হন, এদের কেউই বিএমডিসি নিয়ন্ত্রিত বা নিবন্ধিত পেশাজীবি নয়।