20/04/2022
ইসলামের ঐক্যের আগে আমলের ঐক্য প্রয়োজন____
আহলে হাদিস সালাফি আর জামায়াতের সাথে পার্থক্য কোথায় কেউ জানেন কি?
আমি জানিনা কারণ, উভয়ই উম্মাহকে আমল থেকে দূরে রাখতে চায়? এতে তাদের কি ফায়দা তা আমিও জানিনা?
দু'দিন আগে দেখলাম,
মোল্লা নাজিমউদ্দীন বলছে, তারাবীহ একটি নফল ইবাদত। মন চাইলে পড়বেন না পড়লে নাহ?
তারাবীহ নামাজ ৮ রাকাআত, যা রাসুলুল্লাহ সাঃ পড়েছেন। ২০ রাকাতের দলিল কেউই দিতে পারবেনা।
এটা রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহ না ইত্যাদি।
(নাউজুবিল্লাহ)।
মোল্লা নাজিমউদ্দীনের কথায় কি প্রমাণ হয় জানেন?
রাসুলুল্লাহ সাঃ এর ৪ খলিফা, যারা রাসুলুল্লাহ সাঃ এর সাথে চুম্বুকের মতো সাথে থাকতো, তাঁরা ২০ রাকাআত তারাবীহ নামাজ পড়ে রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাতের বরখেলাপ করেছে( নাউজুবিল্লাহ)?
আচ্ছা রাসুলুল্লাহ সাঃ ৮ রাকাআত তারাবীহ পড়লে সাহাবায়ে কেরাম(রাঃ) এতো বড় সাহস কি করে হলো, রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহের বাহিরে,আমলের বাহিরে গিয়ে ২০ রাকাআত তারাবীহ নামাজ প্রচলন করার?
এমন সোজা হিসাবটা কেন বুঝে আসেনা যে,
রাসুলুল্লাহ সাঃ ৮ রাকাআত যেটা পড়তেন সেটা ছিলো রমজানের বাহিরে এবং ভিতরের আমল এবং সেটা ছিলো তাহাজ্জুদ?
আজ আবার দেখলাম আরেক কাণ্ড___
মাওলানা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য শুনলাম।
আসলে তারেক মনোয়ার সাহেব থেকে যতো আজগুবি বিষয় আছে তাই পাওয়া যায়,
ডোনাল ট্রাম্পের নাম হাদিসে আছে, জ্বিনের ব্রিজের গল্প, ফুটবলের গল্প, নাসাঈর গল্প, সাঈদী সাহেবকে চাঁদে দেখার গল্প, সব গুল্প তিনার থেকেই শোনা।
এগুলা শুনলে একটু আনন্দ পাই।
খামাখা এগুলা বাদ দিয়ে এখন আবার বিতর নামাজ নিয়ে হঠাৎ করে চুলকানি শুরু হলো কেন আমি জানিনা?
একদিন জামায়াতের মোল্লা নাজিমউদ্দীনের তারাবীহ নিয়ে ভ্রান্ত বক্তব্য, আরেকদিকে তারেক মনোয়ারের বিতরের নামাজ নিয়ে আপত্তিকর বক্তব্য, এগুলা কি মানা যায় বলুন?
এতো সুন্দর আর চমৎকার আমলগুলো থেকে এই জাতিকে ফারেগ করার এতো পায়তারা কেন করা হচ্ছে বলুন তো? মানুষদের আমল থেকে এইভাবে দূরে নিতে থাকলে, একদিন মানুষ ফরজ নামাজ পড়ার প্রতিও উৎসাহ হারিয়ে ফেলবে!
তারাবীহ আর বিতরের নামাজ এটা সকল হাদিস দ্বারা প্রমাণিত? একটা সুন্নাতে মোয়াক্কাদা আরেকটা ওয়াজিব। অথচ এমন গুরুত্বপূর্ণ আমল নিয়ে তাদের এমন অবান্তর বক্তব্য দেওয়া কতোটা যৌক্তিক জামায়াতের ভাইদের নিকট প্রশ্ন রহিলো?
তারেক মনোয়ার সাহেব, আপনি সমাধানকৃত আমলের দিকে আঙুল না তুলে আপনার বাম হাতে যে মেহেদী লাগিয়েছেন এটার বৈধতার জন্যে সহীহ হাদিস পেশ করবেন আশাকরি?
কিছু কিছু জামায়াতি বক্তাদের এমন ভুলবাল বক্তব্য শুনলে আহলে হাদিস সালাফিদের কথা মনে পড়ে!
তাদের মধ্যে আর আহলে হাদিস সালাফিদের মধ্যে এই ক্ষেত্রে পার্থক্য তাহলে কোথায়?
আহলে হাদিস সালাফিদের মূল মিশন এই উম্মাহকে আমল থেকে দূরে সরানো এবং শান্তশিষ্ট যায়গাতে ফিতনার সৃষ্টি করা।
জামায়াতের বিষয়টা আপনারা আগে থেকেই জানেন?
উভয়ের এসব অবান্তর বক্তব্য আসুন প্রত্যাহার করি এবং তারাবীহ ২০ রাকাআত আদায় করি এবং বিতরের নামাজ ও আগের মতো পড়ি।
পরিশেষে,
আরেকটা কথা বলবো, ইসলামী ঐক্য তখনই হবে, যখন আমলের বিষয়গুলো এবং মতানৈক্য বিষয়গুলোতে ঐক্যবদ্ধ মতামত ফাইনাল হবে।
তা না হলে এভাবেই আমাদের মাঝে বিভেদ সৃষ্টি হতে থাকবেই।
✍️ ~ মুহাম্মাদ শেখ সাদী খাঁন