M. Yeasin Hamid

M. Yeasin Hamid জীবনের দুইটি রাস্তা,
হয়তো হেরে যাও, নয়তো জিতে দেখাও🌸

28/07/2025

❝ আল্লাহ বলেন— ‘উফ্’ বলো না!
অথচ আমরা কতো সহজেই বলে ফেলি— “আম্মু চুপ করো”, “আব্বু বুঝো না কিছু”…

জান্নাতের পথ মা-বাবার পায়ের নিচে,
আর আমরা সেই পথেই কাঁটা বিছিয়ে দেই প্রতিদিন।

আজ যারা মা-বাবাকে হারিয়েছেন, তারা শুধু দোয়া করতে পারেন…
আর যারা এখনো পেয়েছেন—
দয়া করে ওদের চোখে জল ফেলো না…

▶️ এই ভিডিওটা দেখো…
আর শেয়ার করো— হোক না কারো জীবনে ফিরে আসার গল্প।

💔 “উফ্ বলো না” — এটা কোনো উপদেশ না,
এটা আল্লাহর আদেশ!”

#মাবাবার_দোয়া #কুরআনেরআয়াত #উফবলোনাআয়াত #ইসলামিক_ভিডিও #আবৃত্তি #মায়ের_পায়ের_নিচে_জান্নাত

27/07/2025

"সব দরজা যখন বন্ধ, তখন আকাশের দরজা খোলা থাকে।
তাওয়াক্কুল করো—আল্লাহ তোমার জন্য যথেষ্ট।"

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#তাওয়াক্কুল #আল্লাহ_ভরসা #দোয়া #ইসলামিক_আবৃত্তি

26/07/2025

“শুকরিয়া—
যে হৃদয়ে থাকে, সে কখনো নিঃস্ব হয় না”

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

🔖 ভিডিও ট্যাগ (Tags):
#শুকরিয়া #আলহামদুলিল্লাহ #বাংলা_ইসলামিক #শান্তিরপথ #রুহেরকথা

"স্কুলে যখন মৃত্যু নামে—তখন রাষ্ট্র কোথায় থাকে?"স্কুল…যেখানে সকাল মানে হতো বেল বাজা, বইয়ের গন্ধ,টিফিনে ভাগ করে খাওয়ার আন...
23/07/2025

"স্কুলে যখন মৃত্যু নামে—তখন রাষ্ট্র কোথায় থাকে?"

স্কুল…
যেখানে সকাল মানে হতো বেল বাজা, বইয়ের গন্ধ,
টিফিনে ভাগ করে খাওয়ার আনন্দ…
সেই স্কুলেই এখন বাজে মৃত্যুর সাইরেন।
সেই স্কুলের দেয়ালে আজ লেখা—
"শিক্ষা নয়, লাশ ফেরত দিই"।

মাইলস্টোন স্কুলে যে দিন বিমানটি ভেঙে পড়ল,
সে দিন একত্রিশটি প্রাণ পুড়ে ছাই হয়ে গেলো।
শিশু, মা, শিক্ষিকা—
তারা কেউ সন্ত্রাসী ছিল না, কেউ দোষী ছিল না।
শুধু তারা ছিল ‘ভবিষ্যত’।
Mahreen Chowdhury—একজন শিক্ষিকা,
যিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন বিশজন শিশুকে।
তিনি মারা গেছেন ৮০% পুড়ে,
কিন্তু রাষ্ট্র?
সে তখন ঘুমিয়ে ছিল।
এখনও যেন আধো ঘুমে!

কেউ বলছে— দুর্ঘটনা…
কেউ বলছে— নিয়তি…
কিন্তু আমি বলি—
এই মৃত্যু একটি পরিকল্পিত ব্যর্থতা।
এটি রাষ্ট্রের উদাসীনতার ফসল।

পুরোনো যুদ্ধবিমান,
শহরের ঠিক ওপরে প্রশিক্ষণ,
স্কুলের পাশ দিয়ে ফ্লাইটপথ—
এসব কি রাষ্ট্র জানতো না?

জানতো, কিন্তু ভাবেনি।

রাষ্ট্র যখন নিরাপত্তাহীন শিক্ষা দেয়,
তখন শিক্ষার্থীরা লাশ হয়ে ফিরে।
আর আমরা পোস্ট দিই…
“দুঃখিত ভাই, খুব কষ্ট পেলাম…”
পরদিন আবার ভুলে যাই।

যেন শিশুদের মৃত্যু এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে!
একটা মৃত্যু মানে একটা পরিবারের শেষ স্বপ্ন।
একটা কান্না মানে দশ বছরের গড়া আকাশ ভেঙে পড়া।


ইসলাম কী বলে এই পরিস্থিতিতে?

রাসূল ﷺ বলেছেন,
“তোমাদের প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)

তাহলে আজ রাষ্ট্র, শিক্ষক, সমাজ—
কারো কি জবাব নেই?

“যে জাতি তাদের শিক্ষকের মর্যাদা দেয় না,
তাদের জ্ঞান কখনও আলোয় পরিণত হয় না।”

আর যে রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে পারে না,
তার উন্নয়ন মানেই এক ঢাক বাজানো অন্ধত্ব।


আমরা এখন এমন সমাজে বাস করি—
যেখানে শিশু আগুনে পোড়ে,
আর বড়রা বলি— “ভুলে যাই, কী করার আছে…”

আমরা আজ এমন রাষ্ট্রে বাস করি—
যেখানে ক্ষতিপূরণের ঘোষণাই সবচেয়ে বড় বিচার!

আরে না ভাই! আমরা বিচার চাই— ক্ষতিপূরণ নয়।
আমরা নিরাপদ আকাশ চাই, নিরাপদ স্কুল চাই,
একটা মা যেন আর সন্তান হারিয়ে আগুনে ঝাঁপ না দেয়!


✋Enough is enough!
এখন যদি না জেগে উঠি—
তাহলে একদিন হয়তো তোমার সন্তান,
আমার ভাই,
আমাদের স্বপ্ন—
ঝলসে যাবে আরেকটি "দুর্ঘটনায়"।

রাষ্ট্র জবাব দাও!
সমাজ জবাব দাও!
শিক্ষক সমাজ, অভিভাবক, ও সচেতন মানুষ—
জেগে উঠো, প্রতিবাদ করো।
কারণ আজ তুমি চুপ থাকলে, কাল হয়তো এই আগুন তোমার দিকেই ছুটে আসবে…

✍️ এম. ইয়াসিন হামিদ

21/07/2025

❝এই দুনিয়া কিছুই দেয় না, শুধু নেয়।
আল্লাহর কাছে ফিরে যাও—
তোমার সুকূন অপেক্ষা করছে সেজদার মাটিতে।❞

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#সুকূন #আল্লাহ #ইসলামিকশান্তি

19/07/2025

"নারীকে বোঝাতে হয়, ভাঙতে নয় —
রাসুল (সা.) এর শিক্ষা”

লেখা ও কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#নারী_ও_ইসলাম

17/07/2025

❝সবাই বন্ধু হতে পারে,
কিন্তু সবাই জান্নাতে নিয়ে যেতে পারে না…
বন্ধু হও, তবে আল্লাহর জন্য হও।❞

✍️🎤এম. ইয়াসিন হামিদ

🤍 #বন্ধু_হোক_জান্নাতী

16/07/2025

"রুহের খাদ্য কী?

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#রুহেরখাদ্য #আল্লাহরইবাদত #ইসলামিকআবৃত্তি #ইসলামিকস্পিচ #ইবাদতেরশান্তি #আত্মারপথে #কুরআননামাজ #বাংলাআবৃত্তি

15/07/2025

"যিনি কাঁদান,
তিনিই জানেন আমার ব্যথা..."

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#আল্লাহ_সবজানে
#হৃদয়ের_আর্তনাদ
#ইসলামিক_আবৃত্তি


#সান্ত্বনার_কথা

14/07/2025

"এই দুনিয়া চিরস্থায়ী নয়…"

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

#দুনিয়ারঅবসান #ইসলামিককন্টেন্ট #আখিরাত #জান্নাত #মৃত্যু #ইসলামিকআবৃত্তি

13/07/2025

"সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না |
কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ


#বাস্তবতা #জীবনেরশিক্ষা #আল্লাহভরসা
#ভাইরালভিডিও

10/07/2025

আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্যের শক্তি

কন্ঠেঃ এম ইয়াসিন হামিদ

Address

Dangapara
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when M. Yeasin Hamid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M. Yeasin Hamid:

Share