অনুভবে ࿐

অনুভবে ࿐ সব চেষ্টার পরেও যখন হার মানি, বুঝি সেটা আমার ছিল না।ভালোবাসাহীন জীবনে এখন অভ্যস্ত।
(44)

আমার ভালো দিন হারাইয়া গেছে.!!
03/08/2025

আমার ভালো দিন হারাইয়া গেছে.!!

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ...
01/08/2025

পৃথিবীতে সবচেয়ে বেশি রঙ বদলাতে পারে মানুষ, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ, নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ঐ মানুষ।

বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না। ফেরেশতার মতো মানুষটাও একদিন ঘেন্না করার মতো কাজ করে ফেলে। আমাদের বিশ্বাসের ভাঙ্গা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আমরা শুধু অবাক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রই।

স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেন নি। আমরা তাই প্রতিনিয়ত শুধু অবাক হই। একবার, দুইবার, অনেকবার। অবাক হতে হতে একদিন আমরা মেনে নিই, দিনশেষে আমরা কেউ কাউকে চিনি না, কখনো চিনতামও না।

এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনি, জানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, মায়া করি, সে আসলে সত্যি সত্যি অমন না -

এই নিষ্ঠুর সত্যিটা জেনে যাওয়ার পর থেকে আমি মানুষকে ভয় পাই, ভীষণ ভয় পাই।"

ভালোবাসা যদি না ও হয় এক কাপ চা আর একটা বৃষ্টির দিন তো হতেই পারে তাই না, বৃষ্টি পড়ুক বাহিরে তুমি বসো পাশে হোক চা হোক ভা...
19/07/2025

ভালোবাসা যদি না ও হয় এক কাপ চা আর একটা বৃষ্টির দিন তো হতেই পারে তাই না, বৃষ্টি পড়ুক বাহিরে তুমি বসো পাশে হোক চা হোক ভালোবাসা না হয় শুধু একটু চুপচাপ গল্প!

মানুষ মানুষকে নয়, তার অবস্থানকে মূল্যায়ন করে! 🥀
18/07/2025

মানুষ মানুষকে নয়, তার অবস্থানকে মূল্যায়ন করে! 🥀

জীবন এত জটিল কেন যখন একটু সহজ ভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঠিক তখনই জীবনে একটা ঝড় এসে যায় এসে একেবারে তছনছ ...
17/07/2025

জীবন এত জটিল কেন যখন একটু সহজ ভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঠিক তখনই জীবনে একটা ঝড় এসে যায় এসে একেবারে তছনছ করে দিয়ে যায় এরকম কেন হয় আমার সাথেই শুধু এরকম হয় আমার ভাগ্যটাই কি শুধু খারাপ💔🥀

কিছু মানুষের জন্য রাত্রেবেলা ঘুমানোর জন্য আর  কিছু মানুষ জেগে থাকে যারা রাত্রে জেগে থাকে তারা আসলেই অনেক অভাগী💔🥀
13/07/2025

কিছু মানুষের জন্য রাত্রেবেলা ঘুমানোর জন্য আর কিছু মানুষ জেগে থাকে যারা রাত্রে জেগে থাকে তারা আসলেই অনেক অভাগী💔🥀

অভিযোগ কার উপরে করব দুঃখগুলো নিজের আর আঘাত দেওয়ার মানুষগুলোও নিজের💔🥀
11/07/2025

অভিযোগ কার উপরে করব দুঃখগুলো নিজের আর আঘাত দেওয়ার মানুষগুলোও নিজের💔🥀

ওই যে যারা আপনাকে ধরছেও না আবার ছাড়ছেও না, থাকতেও দিচ্ছে না আবার যেতেও দিচ্ছে না, ইচ্ছে হলে ডাকছে আর ইচ্ছা না হলে আপনি হ...
10/07/2025

ওই যে যারা আপনাকে ধরছেও না আবার ছাড়ছেও না, থাকতেও দিচ্ছে না আবার যেতেও দিচ্ছে না, ইচ্ছে হলে ডাকছে আর ইচ্ছা না হলে আপনি হাজার ডাকলেও সাড়া দিচ্ছে না, নিজের ইচ্ছা হলে কথা বলছে না হলে অচেনার মত ব্যবহার করছে, কখনও আপনাকে ভালো রাখছে কখনও ইচ্ছে করে আঘাত দিয়ে খিলখিল করে হাসছে, আপনাকে ঘুড়ির মতো ওড়াচ্ছে মাঝ আকাশে আর তারপর সুতোটা হাতের কাছ থেকে ছিঁড়ে দিচ্ছে; ওরা আপনাকে ভালোবাসে না। ওরা আপনাকে হাতের পুতুল বানিয়ে খেলা করছে। ওই মিথ্যে মায়া জাল যত তাড়াতাড়ি কেটে বেরিয়ে আসবেন তত আপনার জন্য মঙ্গল।

খারাপ সঙ্গের থেকে একলা থাকা ঢের ভালো। মিথ্যে মায়ায় জড়িয়ে থাকার থেকে সেই সম্পর্ককে বিদায় জানানো ঢের ভালো। একটা ভুল মানুষের সাথে চারটে হাসিখুশি ছবি তোলার থেকে একলা টেবিলে বসে নিজেকে উদযাপন করা ঢের ভালো।

10/07/2025

ভালোবাসা মানুষগুলো চলে আসুন

জীবনের সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে শখের বয়সে একটাও সখ পূরণ হয় না💔🥹
06/07/2025

জীবনের সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে শখের বয়সে একটাও সখ পূরণ হয় না💔🥹

কিছু অভিমান শব্দে প্রকাশ করা যায় না, শুধু নীরবতাই জানে তার গভীরতা 💔🥀
05/07/2025

কিছু অভিমান শব্দে প্রকাশ করা যায় না, শুধু নীরবতাই জানে তার গভীরতা 💔🥀

বিপদ একা আসে না… সাথে করে আনে বিশ্বাসভঙ্গ আর কিছু চেনা মুখের মুখোশ খোলার সুযোগ।জীবনের কঠিন সময়গুলোই আমাদের চোখ খুলে দেয়।...
05/07/2025

বিপদ একা আসে না… সাথে করে আনে বিশ্বাসভঙ্গ আর কিছু চেনা মুখের মুখোশ খোলার সুযোগ।
জীবনের কঠিন সময়গুলোই আমাদের চোখ খুলে দেয়। যখন সবকিছু ভেঙে পড়ে, তখনই বোঝা যায়– কে আপন, আর কে কেবল অভিনয় করছিলো মুখোশের আড়ালে।

বিশ্বাসভঙ্গ কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই কষ্টই শেখায়– সবাইকে বিশ্বাস করা যায় না। চেনা মুখগুলোর আসল রূপ ঠিক তখনই দেখা যায়, যখন আমরা একা, বিধ্বস্ত আর অসহায়।

তবুও থেমে যাওয়া নয়।
এই মুখোশ খুলে যাওয়ার পরই শুরু হয় আমাদের নতুন পথচলা– আরও দৃঢ়, আরও সচেতন, আরও নিজের প্রতি ভালোবাসা নিয়ে।

বিপদ আমাদের ভাঙে, আবার গড়ে তোলে আগের চেয়ে শক্তিশালী একজন মানুষ হিসেবে।💔🥀

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভবে ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share