Tahety online shop

Tahety online shop আসসালামু আলাইকুম
Tahety online shop এ আপনাকে স্বাগতম❤️

আমার পণ্যসমূহ
✅সিজনাল ফল
✅আখের গুড়/খেজুরেরগুড়
✅নারিকেল নাড়ু
✅নাটোরের কাঁচা গোল্লা

28/03/2025

❝ সুনিশ্চিত মৃত্যু জেনেও–অনিশ্চিত দুনিয়ার জন্য,দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। ওইদিকে আখিরাতের ঝুঁলি একদম ফাঁকা
আমরা মানবজাতি বড্ড বোকা.....❞😓

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্...
26/03/2025

আমরা ভীষণ খাচ্ছি-দাচ্ছি।
সোনার চামচে তুলে নিচ্ছি গরম খাবার,
মাংসের সুগন্ধ ভাসছে বাতাসে,
পানির গ্লাসে কাঁচের প্রতিফলন জ্বলজ্বল করছে
আমাদের টেবিলে আলো জ্বলছে,
আমাদের জানালায় বসন্তের হাওয়া।

আর ওখানে, অনেক দূরে,
একটা শহর আছে—
যার রাত এখন আর কালো নয়,
আগুনের লেলিহান শিখায় লাল হয়ে আছে আকাশ।
সেখানে কারো টেবিল নেই,
শুধু উল্টে যাওয়া থালার পাশে
একজোড়া ছোট্ট হাত নিস্তেজ হয়ে পড়ে আছে।

দুই শহরে আজানের সুর।
এক শহরে—
সুরের ঢেউ বয়ে যায় বাতাসে,
শান্তিময় কণ্ঠ ভেসে আসে মিনার থেকে,
আর আমরা তা শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দেই।

অন্য শহরে—
আজান ওঠে, কিন্তু ভেঙে পড়ে শব্দের শরীর।
মিনারের পাশে এক বৃদ্ধ বসে থাকেন,
তার কপালে রক্ত জমাট—
আজান শেষ হবার আগেই
আকাশ ফেটে পড়ে আগুনে।
আজানের শব্দ মিলিয়ে যায় বোমার বিস্ফোরণে,
সেখানকার শিশুরা জানে না,
আজান আগে আসে, না ধ্বংস?

আমরা খাচ্ছি-দাচ্ছি,
রেস্টুরেন্টের উজ্জ্বল আলোর নিচে
হাসিমুখে কেউ বলে—
"আজ খাবারের স্বাদ দারুণ!"
কিন্তু গাজার শিশুরা এখন আর স্বাদ বোঝে না,
তারা শুধু জানে,
মাটির নিচে কতটুকু জায়গা পেলে
একজন মানুষ লুকিয়ে থাকতে পারে।

দুই শহর,
কিন্তু একটায় রাত মানে বিশ্রাম,
অন্যটায় রাত মানে—
এটাই হয়তো শেষ রাত।
একটায় ঘুম মানে স্বপ্ন দেখা,
অন্যটায় ঘুম মানে—
চিরতরে শুয়ে পড়া।

আমরা বাস করছি একটিতে,
আর অন্যটি জ্বলছে,
আমরা কেবল দেখতে পাচ্ছি ধোঁয়া,
কিন্তু গন্ধ পাচ্ছি না পোড়া মাংসের।
আমাদের রাত শেষে সকাল আসে,
ওদের রাতের পরে আসে শোকের নতুন সংখ্যা।

দুই শহরে আজান হয়,
একটায় প্রার্থনার জন্য,
অন্যটায় বেঁচে থাকার আকুতি নিয়ে।
সবার আকাশ একটাই,
সবার আল্লাহ একজনই,
তবু কেন এতো রক্ত ঝরে?

©️

26/03/2025

জীবনটা ফানুসের মতো!
উড়তে দেখে সবাই কিন্তু পুড়তে দেখে না... 💔🥀

25/03/2025

—❝ মানুষের চোখে খারাপ হতে গেলে আপনাকে খারাপ কাজ করার কোনো দরকার নেই– শুধু উচিত কথা বলবেন। দেখবেন অটোমেটিক আপনি সকলের চোখে এমনেই খারাপ হয়ে গেছেন....!!🥀🖤

❝ আপনি ভাবছেন আপনি বড়ই একা — আপনার পিছনে  কেউ নেই.....!শুনুন,আপনার পিছনে দুনিয়ার কোনো মানুষ থাকুক আর না থাকুক– মৃত্যু কি...
07/03/2025

❝ আপনি ভাবছেন আপনি বড়ই একা — আপনার পিছনে
কেউ নেই.....!

শুনুন,আপনার পিছনে দুনিয়ার কোনো মানুষ থাকুক আর না থাকুক– মৃত্যু কিন্তু সর্বদা আপনার পিছনে আছে।

আপনি জানেন না আপনি কোথায় মারা যাবেন,কখন মারা যাবেন, কিভাবে মারা যাবেন।একমাত্র মরণই আপনাকে একদিন নিস্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দিবে এই দুনিয়ার সকল আয়োজন মিথ্যা মায়া।

আপনি সফলতা অর্জনের জন্য দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন,কিন্তু আপনার এই দৌড়ানোর শেষ গন্তব্যটা হলো "কবর"
অসংখ্য অসংখ্য সফল ব্যক্তিরাও আজ অন্ধকার কবরে শুয়ে আছে। দুনিয়ার সমস্ত অর্জন,সকল ব্যস্ততা,মায়া,ভালোবাসার শেষ ঠিকানা হলো কবর ❞ 🖤🥀

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভ...
06/03/2025

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে.....

‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন....

“আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল....

তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে.....

তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে....

রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে...…

রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে!

তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে—

রুমি শোনো..!

সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।"

কপিপোস্ট

©

05/03/2025

"হাশিখুশি মানুষ হঠাৎ যদি চুপচাপ হয়ে যায়,তাহলে বুঝে নিও আঘাত টা বাহিরে নয় ভেতরে পেয়েছে💔🥀

9999 বার ব্যর্থ হওয়ার পর ১০ হাজার তম বাড়ে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের বিরাট সাফল্যের পর  টমাস আলভা এডিসন কে এক সাক্ষাৎকার...
04/03/2025

9999 বার ব্যর্থ হওয়ার পর ১০ হাজার তম বাড়ে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের বিরাট সাফল্যের পর টমাস আলভা এডিসন কে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো-"কি করে এতোবার ব্যর্থ হওয়ার পরও নিজের কাজ চালিয়ে ছিলেন❓

উত্তরে তিনি বলেছিলেন " আমি ৯৯৯৯ বার অসফল হয়নি বরং এটি কাজ না করার ৯৯৯৯ টি কারণ আবিষ্কার করেছি "

অথচও আমরা একবার কোনো কাজ না পারলেই ধৈর্য হারা হয়ে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি যে আমাকে দিয়ে আর এই কাজ সম্ভব না। কিন্তু আমাদের উচিত এই গল্প থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে চেষ্টা করা।

🔷➡️আখের গুড় অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন প্রয়োজনে কল করুন01303951610 নাম্বারে।☘️☘️☘️☘️

01/03/2025

❣️🥀রমাদান মোবারক 🥀❣️

28/02/2025

🔹রমজানের প্রথম ১০ দিন পড়ি
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ"১০০০ বার।

🔹রমজানের ২য় ১০ দিন পড়ি
" আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইল্লাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম" ১০০০ বার

🔹রমজানের ৩য় ১০ দিন পড়ি
"আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল্ জান্নাতুল ফেরদৌস" ১০০০ বার

🔹রমজানের শেষ ৩ দিন পড়ি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু,আল্লাহু আকবার, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহির হামদ্

সকলে পড়া শেষ করে আমিন লেখবেন ❣️❣️

Address

Natore

Telephone

+8801303951610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahety online shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahety online shop:

Share