Jagratabangla71.com

Jagratabangla71.com JagrataBangla71.com
প্রতিদিনের তরতাজা খবর � News ও � [email protected]
(1)

01/12/2024
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করা হলো
24/10/2024

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করা হলো

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে প্রাথমিক বিদ্যালযের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ...
18/09/2024

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা পদক ২০২৪

উপলক্ষে প্রাথমিক বিদ্যালযের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ক্লাব শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের নির্বাচিত করেছেন উপজেলা বাছাই কমিটি। উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নীলিমা রানী সূত্রধর।
অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ের সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলারুজ্জামা এবং সরকারি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঈশিতা রায়।
এছাড়াও কালিকাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির শ্রেষ্ঠ ক্লাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এবারে বাগাতিপাড়া উপজেলার শ্রেষ্ঠ সরকারের প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে গালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক -শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকারা যারা নির্বাচিত হয়েছেন তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Jagratabangla71.com Viral News বাগাতিপাড়া, নাটোর।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে সব সদস্য এখনও যোগ ...
18/09/2024

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে সব সদস্য এখনও যোগ দেননি তারা অপকর্মের সাথে জড়িত, তাদের আর যোগ দিতে দেয়া হবে না।
Jagratabangla71.com Viral News

নাটোরে লালপুরে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে জখম থানায় অভিযোগ দায়ের। নাটোরে লালপুরে পূর্ব বিরোধের জের ধরে গত ২৪/০৫/২০২৪ খ...
29/05/2024

নাটোরে লালপুরে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে জখম থানায় অভিযোগ দায়ের।

নাটোরে লালপুরে পূর্ব বিরোধের জের ধরে গত ২৪/০৫/২০২৪ খ্রিঃ তারিখে সকালে মোছাঃ শেফালী বেগম (৩৫) স্বামী: মোঃ রহিম আলী, রহিম আলী পিতা: মৃত মহসিন আলী রহিমা বেগম (৬০) মোছাঃ রুপা বেগম (১৯) স্বামী : ছাব্বির হোসেন, লিটন আলী সহ দলবদ্ধ হইয়া লোহার ধারালো হাসুয়া ছুড়ি, কাঠের বাটাম,লোহার রড, দিয়ে হত্যার উদ্দেশ্য মোঃ শাহাদাত হোসেন, ও মোঃ সালাম আলী ও তার ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ জানান সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Jagratabangla71.com বাগাতিপাড়া, নাটোর। রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news Viral News Lalpur Upazila

নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে রোববার অনুষ্ঠিত উপনির্বাচনে রবিউল ইসলাম (ফুটব...
28/04/2024

নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে রোববার অনুষ্ঠিত উপনির্বাচনে রবিউল ইসলাম (ফুটবল) ৫২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী (মোরগ) পেয়েছেন ৩৬৩ ভোট। তিন প্রার্থীর অপরজন কামরুল ইসলাম (টিউবয়েল) পেয়েছেন ১৩০ ভোট।
Jagratabangla71.com বাগাতিপাড়া, নাটোর। Natore Bagatipara Upazila রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news

27/04/2024

নাটোরে সিংড়ায় স্বর্ণকার পট্রিতে আগুন লেগে ৮ টি দোকান ভস্মিভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।
Jagratabangla71.com Natore রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news

25/04/2024

নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (২৯)নামের এক প্রতারক কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ এপ্রিল ভোর ৩.৩০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়,
পাবনা জেলার আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মোকতার হোসাইন (৪২) ও মৃত আনসার আলীর ছেলে দুলাল হোসেন (৩৪) এর কাছে থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে “অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড” পদে চাকুরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে মোকতারের কাছে থেকে ৬ লাখ ২৯ হাজার এবং দুলাল হোসেনের কাছে থেকে ৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে উভয়কেই ভুয়া নিয়োগপত্র দেয়া হয়। ওই নিয়োগপত্র নিয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি তারা কাদিরাবাদ ক্যান্টনমেন্টে যোগ দিতে গেলে জানতে পারেন সেটি ভুয়া। এব্যাপারে ১৭ জানুয়রি প্রতারক আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই আনোয়ার হোসেনকে দুটি ভুয়া নিয়োগ পত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫-সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

পরে গ্রেপ্তারকৃত আসামী প্রতারক আনোয়ার হোসেনকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
Jagratabangla71.com বাগাতিপাড়া, নাটোর। রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news Natore Bagatipara Upazila বাগাতিপাড়া মডেল থানা, নাটোর।

নাটোরে বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়!নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স...
25/04/2024

নাটোরে বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়!

নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের জিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এবং পৌরসভা এলাকার পৌরভবন চত্বরের ইদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
সেখানে উপস্থিত স্থানীয় কৃষক আতাহার আলী বলেন, বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে পানি উঠছে না। ক্ষেত নষ্ট হচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন। শিক্ষক আ. আওয়াল বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই বৃষ্টির জন্য নামাজ পড়েছি।
জিগরি মাঠে অনুষ্ঠিত হওয়া নামাজের ইমাম দয়ারামপুর কাজিপাড়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর ছিদ্দিক বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
Jagratabangla71.com Natore বাগাতিপাড়া, নাটোর। রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news Bagatipara Upazila

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য ব্যাঙের বিয়েবাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর এল...
23/04/2024

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর এলাকায় মঙ্গলবার দুপুরে হয়ে গেল জাঁকজমকপূর্ণ এক বিয়ের অনুষ্ঠান। তবে বর-কনের আসনে ছিল দুটি ব্যাঙ। বৃষ্টির প্রার্থনায় এই বিয়ের আয়োজন করেছিল ওই এলাকার শিশু-কিশোররা। বিয়ের আয়াজনে কোনো কমতি ছিল না। হাসি আর আনন্দ ছিল চোখে পড়ার মতো।এই বিয়ের আয়োজন করেন ওই গ্রামের ছোট ছোট স্কুল শিক্ষার্থীরা । নেই বৃষ্টিপাত, সঙ্গে প্রচণ্ড দাবদাহ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় দেওয়া হলো এই ব্যাঙের বিয়ে। শিশুরা জানান, 'জমিতে পানি নাই। ধান খারাপ হওয়ার আশঙ্কায় বড়দের মুখে হাসি নাই।তাই আমরা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করেছি।'ওই এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। অতিরিক্ত সেচের কারণে ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য শিশুরা এই ব্যাঙের বিয়ের আয়োজন করেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুরা ব্যাঙ বিয়ের আয়োজন করে। সে উপলক্ষ্যে “আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই আল্লা, মেঘ দে পানি দে” বলে পুরো এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে আর পুরো শরীরে পানি দিয়ে কাদা পানিতে গড়াগড়ি করে। শিশুদের এমন আনন্দকে স্বাগত জানিয়ে মেতে উঠেন ওই এলাকার বড়রাও। পরে বিয়ের অনুষ্ঠান শেষে সংগৃহীত চাল দিয়ে খিচুড়ি রান্না করে সকলে মিলে খাওয়া হয়।ওই এলাকার বয়োজেষ্ঠ মুরব্বি বয়তুল্লা জানান, 'আমরা ছোট বেলাত বৃষ্টি না হলে এভাবে ব্যাঙের বিয়ে দিচি।' তাতে বৃষ্টি হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে তিনি কিছু জানাননি।পলাশ নামের একজন বলেন, 'ছোট ছোট বাচ্চাদের চাওয়া আল্লাহপাক নিশ্চয় পূরণ করবেন।'

Jagratabangla71.com বাগাতিপাড়া, নাটোর। Natore রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news Bagatipara Upazila

নাটোরে বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার!নাটোর জেলা প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৬টি পরিবারের ১২টি ঘর পু...
23/04/2024

নাটোরে বাগাতিপাড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৬ পরিবার!

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৬টি পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। এ ছাড়াও ভস্মীভূত হয়েছে সাতটি ছাগল ও তিনটি গরু। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ধারণাও করতে পারছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষতিগ্রস্ত ব্যাক্তি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের বিরামউদ্দিন, মধু মন্ডল, সারজানা, হিরা,সাবান এবং সুজনের বাড়িতে আগুন লেগে গরু ছাগলসহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ভুক্তভুগি পরিবারের সোহেল নামের একজন জানান, কিভাবে কি হলো কিছুই বুঝলাম না। আমরা নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো জানান, কখন আগুন ধরেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আমার ৫ বছর বয়সি ছোট্ট মেয়ে বুঝতে পেরে তার দাদির অর্থাৎ আমার মায়ের চুল টানাটানি করতে থাকে। পরে আমার মা ঘুম থেকে জাগা পেয়ে বাহিরে বের হয়ে দেখে আগুন লেগেছে। তার চিৎকারে আমরা সবাই বের হয়ে আসি কিন্তু ততক্ষণে প্রায় সবই পুড়ে শেষ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান জানান, গরুর ঘরে মশা তাড়ানোর জন্য শুকনো গোবরে (ঘুঁটে) আগুন জ্বালানোর ধোঁয়া থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তিনি আরো জানান খবর পেয়ে আমরা এবং লালপুর ফায়ার সার্ভিস টিম গিয়ে প্রায় তিন ঘন্টার চেস্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে তাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
Jagratabangla71.com বাগাতিপাড়া, নাটোর। Natore Bagatipara Upazila রাজশাহীর সর্বশেষ খবর/ Rajshahi latest news

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Jagratabangla71.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagratabangla71.com:

Share