
16/09/2025
আমিও জন্মের বহু আগেই, এক খানা চিঠি পেয়েছিলাম,
তাতে লেখা আয়াত ছিল, সত্যি আমি পড়েছিলাম।
"كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ" — ঘোষণা আল্লাহর,
মৃত্যু একদিন আসবেই, নেই কারো তা থেকে পার। 🌿
জীবন যতই হোক রঙিন, যতই হোক খুশির দুনিয়া,
শেষ ঠিকানা মাটির ঘর, সেটাই সবার চির জিনিয়া।
আজকে যদি ভুলে যাই, কালকে তো আর সুযোগ নাই,
মৃত্যুর চিঠি আগে লেখা, এ সত্যি কখনো মিথ্যা নাই।