দৈনিক নবীন কন্ঠ

দৈনিক নবীন কন্ঠ সত্যের সংগ্রামে অবিচল...

দৈনিক নবীন কণ্ঠ
প্রকাশক:কে.এম রাকিবুল ইসলাম
মোবাইল নং-০১৭১১-০৫৯০৭০
সম্পাদক: এ্যাডঃ মাওঃ মোঃ রাশিদুল ইসলাম
মোবাইল নং- ০১৭১৭-৮৯০৭৪৯

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
বাড়ি নং ৫৭- মেহেরচন্ডি পুর্ব পাড়া, -পদ্মা আবাসিক- বোয়ালিয়া, রাজশাহী-৬২০৭

নাটোর অফিসঃ
কাজী নীড়, (বিয়াঘাট রোড) চাঁচকৈড় খলিফাপাড়া, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০।
E-mail: [email protected]
Website : http://www.nobinkantho.com

দেশের বায়ু, দেশের মাটি; গাছ লাগিয়ে করি খাঁটি- এই শ্লোগানকে সামনে রেখে “গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশন”-এর উদ্যো...
25/09/2025

দেশের বায়ু, দেশের মাটি; গাছ লাগিয়ে করি খাঁটি- এই শ্লোগানকে সামনে রেখে “গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশন”-এর উদ্যোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকায় মা জননী সেতুর দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫-০৯-২০২৫ ইং) এ কর্মসূচির উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
"পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।"

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা কে.এম রাকিবুল ইসলাম, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা এবং গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সৈকত হোসেন শুভ, বেড় মানবিক সংগঠন-এর মোঃ শরিফুল ইসলাম, যুবদল নেতা মোঃ মাজিদুল ইসলাম, এবং মোঃ মশিউর রহমান মিঠু। এছাড়াও যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্যরা সহ বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে গুরুদাসপুর উপজেলা বন বিভাগ।

উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রাখবে।

Address

Kazi Neer, Chanchkoir Khalifapara, Gurudaspur
Natore
6440

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নবীন কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নবীন কন্ঠ:

Share