Shodesh 247

Shodesh 247 নাটোর রাজশাহীর সর্বাধিক প্রচারিত

20/04/2025

রাজশাহী পুঠিয়া সদরের কৃষ্ণপুর সাঁওতাল পাড়া/খৃষ্টান পাড়া থেকে ১৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে RAB 5 টিম

রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাজারে অজ্ঞাত ব্যাক্তির লাশ। : রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। র...
20/04/2025

রাজশাহীর পুঠিয়া বানেশ্বর বাজারে অজ্ঞাত ব্যাক্তির লাশ।
: রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, রোববার সকালে বানেশ্বর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানঘর খুলতে আসলে একটি দোকানের সামনে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পায়। পরে তারা বানেশ্বর ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।

বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, সকাল নয়টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। থানায় খবর দেওয়া হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টাকারী কুলাঙ্গার‌  সিহাবকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।গত রাতে নাটোর থেকে তাকে আটক করে র‌...
11/03/2025

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টাকারী কুলাঙ্গার‌ সিহাবকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।গত রাতে নাটোর থেকে তাকে আটক করে র‌্যাব-৫ এর একটি দল। এর আগে তাকে গ্রেফতারে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। উল্লেখ্য, ধর্ষকদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে দেশের মানুষ।
ধর্ষকের বাড়ি পুঠিয়ার সরিষাবাড়ি।

ব্যবহারে ভালোবাসা বোঝা যায়..ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে।ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে। যত্নে।খে...
10/11/2024

ব্যবহারে ভালোবাসা বোঝা যায়..
ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে।
ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে। যত্নে।
খেয়াল রাখায়। ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরণে। দেখা হলে চোখের ভিতর আনন্দের তিরতিরে নদী বয়ে যাওয়ায়।
ঝড় জল বিপদে পাশে থেকে যাওয়ায়।
সকাল বেলা ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে একটু খোঁজ নেওয়া, ছোট ছোট শখ, ইচ্ছা পূরণ, খুনসুটি, হঠাৎ তাকে স্পেশাল ফিল করানো, সুন্দর কিছু মূহূর্ত তৈরি করা।সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যাসে পরিণত হওয়ায়।
ভালোবাসার মানুষ টি একটু দূরে গেলে একরকম শূন্যতা সৃষ্টি হয় হৃদয় গহীনে, এই শূন্যতা অন্য কিছুতেই পূরন হবার নয়
ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস। না থাকলে, বলেও বোঝানো যায় না। আর থাকলে, বলার প্রয়োজনই পড়ে না..

নাটোরের লালপুরে আম বাগান থেকে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার আ...
29/08/2024

নাটোরের লালপুরে আম বাগান থেকে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের এক আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাজমুল একই এলাকার পাচু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, মৃত্যুটি রহস্যজনক।

বৃষ্টির আশায় বাগাতিপাড়া ও বাঘায় ব্যাঙের বিয়েবাঘায় বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। দুপুরে আড়ানী পৌর এলাকার গোচর গ্...
24/04/2024

বৃষ্টির আশায় বাগাতিপাড়া ও বাঘায় ব্যাঙের বিয়ে

বাঘায় বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। দুপুরে আড়ানী পৌর এলাকার গোচর গ্রামে বাড়ি বাড়ি চাল ডাল তুলে এ বিয়ের আয়োজন করা হয়।

পরে রান্না করে খাওয়া দাওয়া শেষে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। স্থানীয় মানুষের বিশ্বাস ব্যাঙের সঙ্গে ব্যাঙের বিয়ে দিলে অনাবৃষ্টি কেটে যাবে। গোচর গ্রামের মন্টু আলী ও রোকেয়া বেগমের উদ্যোগে গ্রামের অর্ধশতাধিক ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি চাল ডাল তুলে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। পরে রান্না করে

খাওয়া দাওয়া শেষে বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এদিকে বাগাতিপাড়ায় বৃষ্টির আশায় হয়ে গেল জাঁকজমকপূর্ণ এক বিয়ের অনুষ্ঠান।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর এলাকায় এমন বিয়ে হয়। তবে বর-কনের আসনে ছিল দুটি ব্যাঙ। বৃষ্টির আশায় এই বিয়ের আয়োজন করেছিল ওই এলাকার শিশু-কিশোররা। বিয়ের আয়াজনে কোনো কমতি ছিল না। হাসি আর আনন্দ ছিল চোখে পড়ার মতো। নেই বৃষ্টিপাত, সঙ্গে প্রচণ্ড দাবদাহ।

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় দেওয়া হলো এই ব্যাঙের বিয়ে। পরে বিয়ের অনুষ্ঠান শেষে সংগৃহীত চাল দিয়ে খিচুড়ি রান্না করে সবাই মিলে খাওয়া হয়। ওই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বি বয়তুল্লাহ জানান, 'আমরা ছোট বেলাতে বৃষ্টি না হলে এভাবে ব্যাঙের বিয়ে দিছি'। তাতে বৃষ্টি হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি কিছু জানাননি।

ক্রিস গেইল মেয়ের শুভ জন্মদিনে
22/04/2024

ক্রিস গেইল মেয়ের শুভ জন্মদিনে

16/04/2024

নাটোর পৌরসভার মধ্যে হাসু গ্রুপ এবং হিরো গ্রুপের মধ্যে র. ক্ত ক্ষ য়ী সংঘর্ষে নি হ ত ১

01/04/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।
সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে কোন কিছু দিয়ে বাতাস করলে সাথে সাথে আপনার আশে পাশের যাত্রীকে জানান। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অফ অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ঐ লোক।

সৌজন্য : বাংলাদেশ পুলিশ

অভিনন্দন
27/11/2023

অভিনন্দন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shodesh 247 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shodesh 247:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share