
24/08/2024
সংগ্রীত ............
৫০ হাজার টাকা সংগ্রহ করে একটি গাড়ি নিয়ে কিছু লোকের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়া বাবদ খরচ করে ২০ হাজার টাকার ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, সকলের মুখেই এখন এই কথা শুনা যাচ্ছে কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই ভালো হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর নামে এই সময়ে এসে খুবই বিরক্তিকর!
আর যদি যাওয়ার জন্য সদ-ইচ্ছাই হয় তাহলে যাওয়া-আসা, থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। আর যদি আপনি না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।
মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়েও হয়তোবা একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।