05/08/2025
সিংড়ায় বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক বিজয় র্যালী করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার সকাল ১১ টায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোরর্শেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন , তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান লেলিন, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু,উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য মিলন মাষ্টার,
পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল আলিম খাজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন মিন্টু প্রমুখ।