Crash & Confession Of Our Natore

Crash & Confession Of Our Natore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crash & Confession Of Our Natore, Digital creator, Natore Sadar Natore, Natore.

& confessions Of Our Natore→গ্রুপ এ আপনাকে স্বাগতম....!
আপনি যদি কারো বিষয়ে জানাতে চান অথবা যাকে চিনেন না জানেন না তাকে আপনার কথা জানাতে চান/Post করতে চান তাহলে সেই কথাগুলো তার ছবির সাথে আমাদেরকে E-Mail: [email protected] অথবা Massage করুন।

From: ট্রেনের সেই মেয়েটিTo: অপরিচিত কেউপ্রথম দেখেছিলাম ট্রেনে, তোমার চোখের চাহনিতে, ট্রেনটি থেমেছিল আমিও থেমে ছিলাম তোম...
03/01/2025

From: ট্রেনের সেই মেয়েটি
To: অপরিচিত কেউ
প্রথম দেখেছিলাম ট্রেনে, তোমার চোখের চাহনিতে, ট্রেনটি থেমেছিল আমিও থেমে ছিলাম তোমাকে দেখে আমি দাঁড়িয়ে ছিলাম নাটোর স্টেশনে, তুমি এক ভাবে আমার দিকে তাকিয়ে ছিলে। ভেবেছিলাম কিছু বলবো কিন্তু তোমার আম্মু ছিল কিছু বলতে পারেনি, বলতে চেয়েও বলতে পারি নাই। প্রথম দেখার ভালোবাসা। আর কথাই আছে না রাস্তার ভালোবাসা রাস্তাতে হারিয়ে যায়। সেভাবে তুমিও হারিয়ে চলে গেলে আমাকে ছেড়ে।🙂

আমার পরিচয় জানতে হলে এডমিনকে নক দিয়েন।
অসমাপ্ত ভালোবাসা।🙂

Form: তোমার দিকে তাকিয়ে থাকা সেই ছেলেটা ☺️ To: অপরিচিত কেউ।😍আমি তো ক্রাশ খেয়েছি🥰ঐ সুন্দরীর উপরে...😘এখন আমি কাঁপছি দেখ ...
28/12/2024

Form: তোমার দিকে তাকিয়ে থাকা সেই ছেলেটা ☺️
To: অপরিচিত কেউ।😍

আমি তো ক্রাশ খেয়েছি🥰
ঐ সুন্দরীর উপরে...😘
এখন আমি কাঁপছি দেখ ১০০ ডিগ্রী জ্বরেরে আহারে.. আহারে..☺️
আমি তো ক্রাশ খেয়েছি। ঐ সুন্দরীর উপরে... আহারে.. আহারে..🥰
মনটা যে এলোমেলো, প্রেম রোগ শুরু হল কেশ কালো আঁখি কালো, আধারে চাঁন্দের আলো অহন আমি মইরা যামু, না পাই যদি তাহারে
আহারে.. আহারে..🥰
চিপচিপে গড়নকানি, রুপ তার টাটকা
আগে এমন দেখি নিত, যেন ইলিশ ঝাটকা কেমন করে চায় দেখ, মরে যাব লাজেরে আহারে.. আহারে..
ডুগডুগি মনটা তার, গিটারেরও শব্দ মায়ায় ভরা চেহেরাটা, যেন গোলাপ পদ্ম
এখন আমার ঘুম আসেনা, একলা ঘরে রাইতেরে আহারে... আহারে...!!!😍

তোমাকে দেখার পর থেকে সব ভুলে গিয়েছি আর কিছু বলতে না পারে গানটা লিখে দিলাম। 🥰
তোমার দিকে তাকিয়ে থাকা সেই ছেলেটা।☺️

পরিচয় জানতে চাইলে এডমিনকে নক দিও🥰

Rajmata rock, katappa shock 😲
07/07/2024

Rajmata rock, katappa shock 😲

প্রিয় অপরিচিতা।আমাকে চিনবা না, আমিও ঠিক তোমাকে চিনি না, মেলাতে তোমাকে ফার্স্ট টাইম দেখছি, দেখে ভালো লাগছে, তারপর যেখানে...
23/05/2024

প্রিয় অপরিচিতা।
আমাকে চিনবা না, আমিও ঠিক তোমাকে চিনি না, মেলাতে তোমাকে ফার্স্ট টাইম দেখছি, দেখে ভালো লাগছে, তারপর যেখানেই যাচ্ছিলাম ঘুরে ফিরে তোমাকে দেখতে পাচ্ছিলাম, ভাবছিলাম এটা হয়তো coincidence, but ফুচকা খেতে গিয়েও তোমার দেখা, এটা coincidence হোক বা যাই হোক, আমার তো তোমাকে ভালো লেগে গেছে, এটাকে লাভ অ্যাট ফার্স্ট সাইটে বলা যায় 🙂✌️
বি দ্রঃ কেউ যদি তাকে চিনে থাকো কমেন্টে তাকে মেনশন দিও🙂🙂

না বুঝে হাহা দিবেন না!😐
06/05/2024

না বুঝে হাহা দিবেন না!😐

তিলের পিঠা😋এই পিঠাই ক্রেতার মূল আকর্ষণ🙂
02/05/2024

তিলের পিঠা😋
এই পিঠাই ক্রেতার মূল আকর্ষণ🙂

To : Sumaiya Khandaker💙From : MD...🥹chine naoHey...কেমন আছো🥹বহুদিন হলো তোমাকে দেখি নাই,,,আমাকে চিনছো?আচ্ছা একটা clue দেই...
26/04/2024

To : Sumaiya Khandaker💙
From : MD...🥹chine nao

Hey...কেমন আছো🥹বহুদিন হলো তোমাকে দেখি নাই,,,আমাকে চিনছো?আচ্ছা একটা clue দেই,তখন এসএসসি এক্সাম দিচ্ছিলা আমার জন্য সিরি থেকে পরে যেতে লাগছিলা সেইদিন তোমাকে প্রথম দেখেছিলাম🤗তোমাকে সরি বলার পরেও থাপ্পর মারছিলা,,হয়তো ভাবছিলে ইচ্ছা করে ধাক্কা দিছি কিন্তু সত্যি ভুলে হয়ে গেছিলো🥺যাইহোক তোমাকে সেইদিন খুব পছন্দ হোয়ার পরেও যখন দেখলাম সম্ভব না আর বলতে পারি নাই কিচ্ছু। আর বহুদিন কনফেশন অফ ছিলো তাই সাহস পাচ্ছিলাম না😩রাগোনা আমার অপর আর,,বলতে পারি নাই কখনো তাই এভাবেই বলতে হলো খুব ভালোবাসি তোমাকে...এখনও ভুলতে পারলাম না কেনো জানি একটা বছর চলে গেলো😅পারলাম না এভাবে থাকতে তাই ভাবলাম বলে দেই যেভাবেই হোক তাও একটু জানে রাখতে পারবা,,😑শুনেছিলাম এক তরফা ভালোবাসা নাকি খুবি বাজে জিনিস,,কিন্তু যখন শুনলাম তুমিও একজনকে খুব ভালোবাসার পরেও তাকে পাও নাই তখন ভাবলাম আমার দিকটা সম্ভবি না আর😅💔তুমি প্রচুর কাদছো সেই সময় আমি তোমাকে একটুও হেল্প করতে পারি নাই তার জন্য সরি😞
যাইহোক বেশি কথা আর না বলি তুমি এইটুকুতে যে পরিমান রাগবা বুজতে পারতিছি আমি😐😑
আমি আর সিংড়া থাকি না জানো।অনেক দূরে আছি তোমার থেকে কিন্তু একটাই দোয়া করবো আমাদের যেনো আরো একবার ভাগ্য দেখা করার সুযোগ করে দেয়।☺️ভালো থাকো তোমার ভালবাসার মানুষের সাথে...😊💜

কেমন আছো তুমি, আশা করি ভালো আছো। শুরুতেই আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই, একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। ভালোবাসা কাক...
14/04/2024

কেমন আছো তুমি, আশা করি ভালো আছো। শুরুতেই আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই, একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। ভালোবাসা কাকে বলে এখনো হয়ত আমি বুঝি না। তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি। কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না। হয়তো আমার জীবনের শুঁখের ঝর্ণাটাকে পুর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি । তোমাকে আমার ভালো লাগে যায় তোমার প্রেমে পড়ে গেছিলাম। তাই সারাক্ষণ তোমায় অনুভব করি। তোমার ওই মিষ্টি হাসি আমি অনেক ভালোবাসি। আমি ভুলে যাই আমি আগেও তোমাকে আমার ভালোবাসার কথা বলেছি নিজেকে তবুও ভুলতে পারি না তোমাকে, আর তোমার ওই মিষ্টি হাসিকে। আমার অস্তিত্বে শুধু মিশে গেছ তুমি। অনেক আশা নিয়ে, মনের কথা গুলো লিখেছি তোমার কাছে। আমি তোমার হ্যাঁ বোধক উত্তরের অপেক্ষায় রইলাম... ইতি তোমার,,,
"" এক অচেনা প্রেমিক ""❤️
I love you❤️

05/04/2024

বেডি মানুষ বলে কথা😆

BTS ফ্যান না হলে হাহা দেন 💩🥴🐸
04/04/2024

BTS ফ্যান না হলে হাহা দেন 💩🥴🐸

03/04/2024

হায়রে কপাল 😗
এত পোলা নয় আগুনেরই গোলা 😆

From : valobasa ❤️To : Saaimazaman Jebaপ্রহর শেষে আলোয় রাঙা সেদিন ছিল চৈত্রমাস তোমার চোখে দেখে ছিলেম আমার সর্বনাশ।রবীন্...
02/04/2024

From : valobasa ❤️
To : Saaimazaman Jeba

প্রহর শেষে আলোয় রাঙা সেদিন ছিল চৈত্রমাস তোমার চোখে দেখে ছিলেম আমার সর্বনাশ।
রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই তোমার মতো কাও কে দেখেই এরূপ মন্তব্য করেছিলেন।তোমার সেই চাহনি বুকে সহস্র ঢেউ তুলে আলোড়ন সৃষ্টি করে।তুমি হাসলে মনে হয় সময় তা থেমে গেছে আমি অপলক দৃষ্টি তে তোমায় অনন্ত কাল ধরে দেখি। আমি কবি সাহিত্যিক না তবু তোমায় দেখলে মনে হয়
কতোই না ভালো হতো যদি আমি কবি আর তুমি আমার কবিতা হতে। জীবনে কখনো কাও কে এভাবে বলি নি। আমি একটু লাজুক কিন্তু ভাবলাম তোমায় না বললে হয়তো কখনো বলাই হবে না। হঠাৎ করে দেখা তোমার এক ঝলক আমার দিন রাত এক করে দিয়েছিল।বুঝি নি এত আকর্ষিত হবো তোমার দিকে তুমি চমবুকের মতো আমায় টানো আমি লোহার মত ছুটে যায়।
ভালবাসি...💝

Address

Natore Sadar Natore
Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crash & Confession Of Our Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crash & Confession Of Our Natore:

Share