Momo's Dairy

Momo's Dairy Be carefully- & Always stay close & stay good.

জানার আছে অনেক কিছ?

আসলেই ২৭ জন মারা গেছে?  নাকি সব নাটক চলছে?  আজব দেশ যেখানে শিক্ষার্থীর' নিরাপদ না স্কুলে। কত কত ছোট ছোট ফুল গুলো এক যন্ত...
22/07/2025

আসলেই ২৭ জন মারা গেছে? নাকি সব নাটক চলছে? আজব দেশ যেখানে শিক্ষার্থীর' নিরাপদ না স্কুলে। কত কত ছোট ছোট ফুল গুলো এক যন্ত্রণায় ছটফট করছে। কতজন বেহেশতের ফুল হয়ে গেছে। কিভাবে বাবা মা সহ্য করবে 😭।

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
©

আম চাটনী 😋।
19/07/2025

আম চাটনী 😋।

আসসালামু আলাইকুম....Hlw Everyone.......Good evening 🥭....Mango evening 😁.
18/07/2025

আসসালামু আলাইকুম....Hlw Everyone.......
Good evening 🥭....Mango evening 😁.

16/06/2025

"আমি জানি, সবচেয়ে গভীর আঘাতটা আসে নিজের মানুষের কাছ থেকেই।
তবুও হযরত ইউসুফ (আ.) আমাকে শিখিয়েছেন —
ভাই কূপে ফেলে দিলেও, রাজত্ব পেলে তাদের ক্ষমা করতে হয়।
কারণ, সম্পর্কের মর্যাদা যখন আমি ভাঙি না, তখন সেই মর্যাদা আল্লাহ নিজেই রক্ষা করেন।
তাই আমি কাউকে দোষ দিই না, শুধু মুখ ফিরিয়ে নিই — চোখ তুলে চেয়ে বলি,
আমার যন্ত্রণার বিচার আমি কারও কাছে চাই না, শুধু আল্লাহর কাছে রাখলাম।"

10/04/2025

মানুষের জিহবা ও অন্তর এই দুটি যদি খারাপ হয় তাহলে তার যতো কিছুই থাকুক না কেন সে কখনোই ভালো মানুষ হতে পারেনা।

দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত।    ゚
08/04/2025

দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত।

07/04/2025

শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর। সবাই যদি পূর্ণতা পায় তবে------ শূন্যতার গল্প কে লেখবে?

মধু মধু, রসমালাই 😁     ゚
06/04/2025

মধু মধু, রসমালাই 😁

30/03/2025

Guys মেহেদী দিতে দিতে হাত ব্যাথা হয়ে গেছে। 🙄

সবার ঈদ শপিং complete?.    ゚
27/03/2025

সবার ঈদ শপিং complete?.

শুভ সকাল। ঈদ কয় তারিখ হতে পারে??   ゚
27/03/2025

শুভ সকাল। ঈদ কয় তারিখ হতে পারে??

Address

Natore

Telephone

+8801778800610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momo's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momo's Dairy:

Share

Category