Natore Online News Portal

Natore Online News Portal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natore Online News Portal, Digital creator, Natore.

নাটোরের/সকল নিউজ পেতে পাশে থাকুন সঠিক ভাবে সত্য ন্যায় য়েনো তুলে ধরে কাজ করতে পারি ইনশাআল্লাহ পাশে থেকে সাপোর্ট দিবেন সকলেই, আশাকরি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ!!

বিস্তারিত কমেন্টবক্সে!!
15/06/2025

বিস্তারিত কমেন্টবক্সে!!

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৮:৫০ এএমশেয়ার করুন:   ছবি: সংগৃহীতআওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং রাজনীতির নিরা...
12/06/2025

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৮:৫০ এএম
শেয়ার করুন:


ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনের পররাষ্ট্রনীতিবিষয়ক থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় আলাপচারিতায় অন্তর্বর্তী সরকারের তিন দায়িত্ব—সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচনের কথা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, যে জুলাই সনদ হচ্ছে, সমালোচকেরা বলবেন, অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে, যারা এর সঙ্গে একমত নয়, যেমন আওয়ামী লীগ; তাদের জন্য কোনো জায়গা রাখছেন না। সুতরাং, মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না। তারা বলছে, এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ।

জবাবে ড. ইউনূস বলেন, হ্যাঁ। ঠিক আছে, এ নিয়েও বিতর্ক আছে। বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে, এভাবে মানুষকে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে, আমরা কি তখনো এটিকে রাজনৈতিক দল বলব? সুতরাং এটি একটি বিতর্ক। এটি কোনো সিদ্ধান্ত নয়।

তিনি বলেন, আমরা ভেবেছিলাম, ৫ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর এটি শেষ হবে। এখন এটি একটি নতুন দেশ, যেখানে তারা নেই। কিন্তু যারা পালিয়ে গেছে, তাদের জন্য এটা শেষ হয়নি। অনুপস্থিত থেকেও অন্য দেশ থেকে একইভাবে কাজ চালিয়ে গেছে, মানুষকে উসকানি দিচ্ছে, রাস্তায় সংঘর্ষ করছে। এখন ১০ মাস পার হয়ে গেছে, এর মধ্যে দলটির কেউ অনুশোচনা, দুঃখ প্রকাশ বা দোষ স্বীকার করেনি। বলেনি, কেউ আদেশ দিয়েছে, তাতে কেউ নিহত হয়েছে, আমি এর জন্য দায়ী নই। আমার খারাপ লাগছে যে আমাকে এটার অংশ হতে হয়েছে। তাদের মধ্যে এমন কেউ নেই। ফলে আমাদের কাছে এটা শেষ, কিন্তু তাদের কাছে এটা এখনো চলছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান বলেন, আমরা নিরাপদ বোধ করি না; তারা রাস্তায় বিক্ষোভ করে, লোকজনকে হুমকি দেয়। তারা ইতিমধ্যে এই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে। সুতরাং দেশের নিরাপত্তা, দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এটুকুই আমরা করেছি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে।

এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, বিচারের বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না? কেন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে কাজ করবে?

জবাবে ড. ইউনূস বলেন, আমি এই সিদ্ধান্ত নিইনি। যারা আমাদের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছিল, তারাই আমাদের এ কাজটি দিয়েছে।

নির্বাচনের সময়সূচি নিয়ে বাংলাদেশে যে বিতর্ক চলছে, সে বিষয়টি সামনে এনে সঞ্চালক বলেন, সব মিলিয়ে অনেকে বলছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। সময় ঠিক আছে, জনগণও প্রস্তুত। ১৭ বছর পর আপনি একটি সত্যিকারের নির্বাচন পাচ্ছেন। আগামী নির্বাচন একটি নতুন সরকার নির্বাচনের রুটিন ভোট হবে না, এটা হবে নতুন বাংলাদেশের জন্য ভোট। আমরা পুরোনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।

বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর দমন–পীড়নের অনেক খবর পাওয়ার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চান সঞ্চালক। জবাবে ড. ইউনূস বলেন, এটা সত্যি নয়। তাদের জীবনে এত স্বাধীনতা কখনো ছিল না। তারা যা খুশি বলতে পারছে।

Copied

*যৌথবাহিনীর অভিযানে গ্রামে মব সৃস্টি করে নাশকতার অভিযোগে আটক -৪ জন।*গতকাল রাতে বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্...
12/06/2025

*যৌথবাহিনীর অভিযানে গ্রামে মব সৃস্টি করে নাশকতার অভিযোগে আটক -৪ জন।*

গতকাল রাতে বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রাম ও রহিমাপুর গ্রামের মধ্যে অগ্নিসংযোগ লুটপাট সংঘর্ষের তথ্য পায় সেনাবাহিনী।
তথ্যের ভিত্তিতে ঘটনা স্থলে দ্রুত যায় যৌথবাহিনী।

পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য যৌথবাহিনী অভিযান পরিচালনা করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার জনকে আটক করে পুলিশের সপর্দ করে সেনাবাহিনী।

*নাটোরে সেনাবাহিনীর হাতে আটক ধর্ষণচেষ্টাকারী যুবক* নাটোর, ১২ জুন ২০২৫:আজ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় নাটোর সদর থানাধীন ...
12/06/2025

*নাটোরে সেনাবাহিনীর হাতে আটক ধর্ষণচেষ্টাকারী যুবক*

নাটোর, ১২ জুন ২০২৫:
আজ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় নাটোর সদর থানাধীন ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামে এক ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস আলীর ছেলে শরিফুল (৩১) একই গ্রামের এক নারী, ছবিরন (৪০)-কে ধর্ষণের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোর আর্মি ক্যাম্পে জানানো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে।

পরবর্তীতে সেনাবাহিনী অভিযুক্ত শরিফুলকে আইনি প্রক্রিয়ার জন্য নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজ সকালবেলা নাটোরে একটি জরুরি কাজে বের হয়েছিলাম। ড্রাইভার অন্য একটি গাড়ি নিয়ে বাইরে থাকায় লোকাল বাসে উঠতে হলো। বাসে উঠে ...
12/06/2025

আজ সকালবেলা নাটোরে একটি জরুরি কাজে বের হয়েছিলাম। ড্রাইভার অন্য একটি গাড়ি নিয়ে বাইরে থাকায় লোকাল বাসে উঠতে হলো। বাসে উঠে পেছনের দিকে জায়গা খুঁজতে গিয়ে চোখে পড়লো এক তরুণ-তরুণীর ঘ /নি /ষ্ঠ অবস্থান। তাঁদের আচরণ চোখে লাগার মতো।

হঠাৎ পেছন থেকে একজন যাত্রী জিজ্ঞেস করলেন, তোমাদের বাসা কোথায়? ছেলেটি উত্তর দিল, ধানাইদহ। তোমাদের সম্পর্ক কী? ছেলেটি থতমত খেয়ে গেল, কোনো উত্তর দিল না। চোখেমুখে পরিষ্কার অ 'স্ব 'স্তি ও ভ 'য়।

উক্ত ভদ্রলোক শুধু এটুকুই বললেন— এটা একটা পাবলিক বাস। নি /র্ল /জ্জ /তারও একটা সী 'মা থাকা উচিত।

সন্মানিত অভিভাবকগণ,
আপনার অবর্তমানে আপনার মেয়েকে যত্ন করে যাচ্ছে তার কথিত “প্রিয়তম”। দৃশ্যটি দেখে মনে হলো, সে যেন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার মেয়ের। আপনাকে আর ভাবার দরকার নেই। কারণ আপনার প্রা 'প্ত 'বয়স্ক মেয়ে এখন বিয়ে ছাড়াই “সঙ্গী” পেয়ে গেছে।

স্মরণ করিয়ে দিতে চাই— সন্তানদের প্রতি ভালোবাসা মানেই সবকিছুতে ছাড় দেওয়া নয়। সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াও দায়িত্বের অংশ। তাই দয়া করে আপনার ছেলে-মেয়েকে যথাসময়ে বিবাহের সিদ্ধান্তে পৌঁছান। সমাজের সুস্থতা, শা 'লী 'ন 'তা ও মূল্যবোধ রক্ষায় এটি অত্যন্ত প্রয়োজন।

বিদায়ের মুহূর্ত বড়ই কষ্টের।যে ষাঁড় গরুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছিলাম, আজ সে চলে গেল হাটে বিক্রি হয়ে।শেষব...
07/06/2025

বিদায়ের মুহূর্ত বড়ই কষ্টের।
যে ষাঁড় গরুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছিলাম, আজ সে চলে গেল হাটে বিক্রি হয়ে।
শেষবারের মতো বুকে জড়িয়ে ধরল—কান্না যেন দুজনারই চোখে।
গরুও কাঁদে... অনুভব করে ভালোবাসা।
এই সম্পর্ক কেবল মালিক আর পশুর নয়
—এটা আত্মার বন্ধন।

নাটোর বাসীকে ঈদ মোবারক। হয়তো এটাই নাটোরে আমাদের শেষ ঈদ। নাটোরে গত ১০ মাস কেটেছে কতো যে নির্ঘুম। কিন্তু আফসোস নাই। আপ্রান...
07/06/2025

নাটোর বাসীকে ঈদ মোবারক।
হয়তো এটাই নাটোরে আমাদের শেষ ঈদ। নাটোরে গত ১০ মাস কেটেছে কতো যে নির্ঘুম। কিন্তু আফসোস নাই। আপ্রান চেষ্টা করে যাচ্ছি আমরা নাটোর সেনাবাহিনী ক্যাম্প। সর্বোচ্চ সত্যনিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমরা বদ্ধ পরিকর। তারপরেও হয়তোবা সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি নি। আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

আরেকটা বিষয়, এবার আমরা কাউকে বলিনি কেন বাড়ি যাচ্ছি না, কাউকে বুঝাতে চাইনি ঈদে ছুটি না হওয়ার কারণ...

শুধু একটাই চাওয়া...যেন নাটোরের সবাই যেনো নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ করতে পারে।

ভাল থাকে যেনো নাটোর ভালো থাকে যেনো প্রিয় বাংলাদেশ।

ঈদ মুবারাক...

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ...
05/06/2025

নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ্জামান (৩৮) নামের একজন বাস যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ ৫ মে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান নীলফামারী শহরের মাস্টারপাড়া এলাকার জনৈক দেলোয়ার হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, আজ ৫ মে ভোরের দিকে নাটোর থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় আখতারুজ্জামান নামের এক বাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর বগুড়া রাজশাহী সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান,ঘাতক কাভার্ড ভ্যানটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১০ টি হিসাবের এক কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
04/06/2025

১০ টি হিসাবের এক কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

নাটোরের চাঁদপুরে পুলিশ পরিচয় পানব্যবসায়ীর পৌনে দুই লাখ টাকা ছিনতাইকারী গ্রেপ্তার!
04/06/2025

নাটোরের চাঁদপুরে পুলিশ পরিচয় পানব্যবসায়ীর পৌনে দুই লাখ টাকা ছিনতাইকারী গ্রেপ্তার!

03/06/2025

আপনি নির্বাচন কবে চান?

03/06/2025

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore Online News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share