
06/05/2025
শুভ বিবাহবার্ষিকী আহনাফ এর বাবা❤️❤️
দেখতে দেখতে বিয়ের ১৫ টা বছর ,এমনকি তোমার বাড়িতে আসার ও ১২ বছর মানে পুরো ১ টা যুগ কেটে গেলো বুঝতেই পারলাম না।
এই বারোটা বছর ধরে আমরা একসাথে অনেক কিছু অর্জন করেছি,অনেক দুংখ কষ্ট ভাগ করে নিয়েছি এবং অনেক চ্যালেঞ্জ ও মোকাবেলা করেছি। তুমি আমার প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলে,আমায় সাহস যুগিয়েছো, আমায় ভালোবেসেছো।আমাদের প্রতিটি ঝগড়া, প্রতিটি আনন্দ, প্রতিটি স্মৃতি ই আমাদের সম্পর্ক কে আরো মজবুত করেছে। এই সম্পর্ক শুধু এমন এক যুগ নয় হাজার যুগ অটুট থাকুক এই কামনা করি।
বি. দ্র..- এই ঝগড়া তোমাকে এমন আরো অনেক বছর সহ্য করতে হবে তাই বি কেয়ারফুল।