PRANKy BOYs

PRANKy BOYs PRANKy BOYs
“Entertainment with Values”

🌐 নতুন কিছুর জন্য ফলো করুন!☑️

01/04/2025

ঈদের আসল মজা তো সেই পাচ্ছে যার ঈদের পরের দিন বিয়ে। আর যে শশুর বাড়িতে বেড়াতে যাবে। বিয়ের গাড়ি দেখতে কেমন লাগছে অবিবাহিত সম্প্রদায়?🤡

নাটোরের সিংড়ায় সোশ্যাল মিডিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে জঙ্গি বলা এবং শাহবাগে ইসলাম ধর্ম কে তুলোধুনো করার কটূক্তি ক...
17/03/2025

নাটোরের সিংড়ায় সোশ্যাল মিডিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে জঙ্গি বলা এবং শাহবাগে ইসলাম ধর্ম কে তুলোধুনো করার কটূক্তি কারী ছাত্রলীগ নেতা সাকিবুল ইসলাম স্বচ্ছ (২২) কে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

গতকাল দিবাগত রাত ১ টার দিকে তাকে আটক করে পুলিশ। সে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের শোয়াইর গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে এবং রামানন্দ খাজুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

📢 ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠস্বর তুলতে হবে! 📢ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং প্রিয় নবী (সা.)-কে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্...
16/03/2025

📢 ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠস্বর তুলতে হবে! 📢

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং প্রিয় নবী (সা.)-কে নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা যায় না। সম্প্রতি কিছু ব্যক্তি ইসলাম ও মহানবী (সা.)-কে অবমাননাকর মন্তব্য করেছে, যা আমাদের মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

⚠️ আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

🔹 দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করছি—এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সচেতন থাকুন।

✊ প্রিয় নবী (সা.)-এর সম্মান রক্ষায় আমরা সবাই এক কাতারে দাঁড়াবো, ইনশাআল্লাহ!

28/01/2025

I was not born to lose in life.”❤️‍🩹☑️

সুইডেনে যখন কোরআন পোড়ানোর সংবাদ বিশ্বমিডিয়ায় আসতো, তখন মানুষের হৃদয় কেঁপে উঠতো। মানুষ ভাবতো, তারা কীভাবে এতটা সাহস পায় আ...
17/01/2025

সুইডেনে যখন কোরআন পোড়ানোর সংবাদ বিশ্বমিডিয়ায় আসতো, তখন মানুষের হৃদয় কেঁপে উঠতো। মানুষ ভাবতো, তারা কীভাবে এতটা সাহস পায় আল-কোরআন পোড়ানোর। ক্ষোভ প্রকাশ করতো, প্রতিবাদ মিছিল করতো। কিন্তু এবার আর এটা বিশ্বমিডিয়ার খবর নয়, নয় ইউরোপের কোনো ঘটনা। কোরআন পোড়ানো হয়েছে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

১২ জানুয়ারি সকালে খবর এলো জিয়া হলের মসজিদে দুটি কোরআন পুড়িয়ে রাখা হয়েছে। এরপর খবর এলো, সৈয়দ আমীর আলী হলের মুক্তমঞ্চে কোরআন পুড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সারা দিনে খবর পাওয়া গেল আরও সাতটি হলের বিভিন্ন স্থানে—ছাদে, মসজিদে পোড়া কোরআন পাওয়া গেছে।

কারা করলো এই ঘৃণ্য কাজ?
নিশ্চিতভাবেই কোনো উগ্রবাদী ইসলামবিদ্বেষী সংঘবদ্ধ দল। তারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কোরআন পুড়িয়ে দেশের সকল মুসলিমদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

এ পরিস্থিতিতে মিডিয়া উপস্থিত হলো, সারাদিন ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং ভিসি স্যারের সাক্ষাৎকার নিল।
কিন্তু, কিসের কী? যমুনা, একুশে টিভি আর আমাদের দেশ পত্রিকা ছাড়া তেমন কোনো মিডিয়া এলো না। দেশের অধিকাংশ মুসলিমই জানলো না এত বড় হৃদয়বিদারক ঘটনা। মিডিয়াগুলো যেন ভাসুরের নাম মুখে নিতে চায় না।

এরপর পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আলামত সংগ্রহ করলো। তদন্ত কমিটি গঠন হলো—সেই পুরনো তদন্ত কমিটির মতো, যেগুলোর প্রতিবেদন কখনোই প্রকাশিত হয় না। ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তের কোনো অগ্রগতি পাওয়া যায়নি।

আইনজীবী সাইফুল ভাই হত্যার মতোই এই হৃদয়বিদারক ঘটনাও হারিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হতভম্ব, কারণ এমন পরিস্থিতিতে তারা কখনোই পড়েনি। তারা বিক্ষোভ মিছিল এবং গণ-কোরআন তেলাওয়াত কর্মসূচি দিলেও সেই ইসলামবিদ্বেষীদের কিছুই করতে পারলো না। তারা হয়তো ছাত্রদের এই অস্থিরতা দেখে হাসছে এবং ভবিষ্যতে আরও কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।

তাই প্রশাসন যদি সেই উগ্রবাদী ইসলামবিদ্বেষীদের গ্রেপ্তার এবং কঠোর বিচার করতে ব্যর্থ হয়, তাহলে এদেশের মুসলিমদের ভবিষ্যতে আরও খারাপ দিন দেখতে হবে।

How can women protect themselves from the evil eye?👀
13/01/2025

How can women protect themselves from the evil eye?👀

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when PRANKy BOYs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category