
29/09/2025
💔 গাজার প্রতিটি রাত যেন নতুন এক কবরস্থান। শিশুদের দেহ ছিন্নভিন্ন, মায়েদের আর্তনাদ আকাশ ছুঁয়েছে, বৃদ্ধদের অসহায় দৃষ্টি পৃথিবীর বিবেককে প্রশ্ন করছে—কোথায় মানবতা? কোথায় মুসলিম উম্মাহ?
🔥 ইসরায়েল নিরীহ মানুষদের উপর আগুন ঝরাচ্ছে, ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। হাসপাতাল ভেঙে পড়ছে, স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে আমাদের মুসলিম শাসকদের নীরবতা।
বিশেষ করে আরব শেখরা—যাদের হাতে তেলের সম্পদ, ডলারের পাহাড়, ক্ষমতা আর প্রভাব—তারা আজ গাজা ভুলে বিলাসবহুল প্রাসাদে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে। তারা পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে ব্যবসা করছে, বিনোদন আর খেলার মাঠে কোটি কোটি টাকা ঢালছে, কিন্তু গাজার শিশুদের এক ফোঁটা দুধের বোতল পাঠানোরও প্রয়োজন বোধ করছে না।
⚡ তারা মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়ার কথা ছিল, অথচ তারা আজ বিশ্বাসঘাতক। তারা নিজেদের সিংহাসন রক্ষার জন্য নীরবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। মুসলিম রক্ত তাদের কাছে অমূল্য নয়, বরং সস্তা—কারণ তাদের হৃদয়ে নেই উম্মাহর ব্যথা, নেই আল্লাহর ভয়।
🌍 ইতিহাস একদিন সাক্ষ্য দেবে—ইসরায়েলের বোমা গাজাকে ধ্বংস করেছে, কিন্তু আরব শেখদের নীরবতা মুসলিম উম্মাহকে ধ্বংস করেছে। আগামী প্রজন্ম প্রশ্ন করবে: যখন গাজার আকাশ রক্তে রঙিন ছিল, তখন মুসলিম বিশ্বের রাজারা কোথায় ছিল?
🕊️ আল্লাহ, গাজার মজলুম মানুষদের সহায় হোন, তাদের শহীদদের কবুল করুন। আর যারা নীরব থেকে এই হত্যাযজ্ঞকে সমর্থন করেছে, তাদের জন্য সবচেয়ে কঠিন বিচার রেখে দিন।