আবির- Abir

আবির- Abir মনের অনুভূতি প্রকাশ করি 💌

tiktok I'd :👇
https://www.tiktok.com/?_t=ZS-8us01HVxRcl&_r=1

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করেন! আমি চাই, আপনার মুখে হাসি থাকুক, আপনার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক, আপনি ভালো থাকেন...
28/07/2025

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করেন! আমি চাই, আপনার মুখে হাসি থাকুক, আপনার জীবনে আনন্দের জোয়ার নেমে আসুক, আপনি ভালো থাকেন!

পৃথিবীতে আপনার হাসির চাইতে দামী আর কিছু নেই! আপনার হাসি, আপনার আনন্দ, আপনার অনুভূতির মূল্য পুরো পৃথিবীর বিনিময়েও হয় না!

আপনাকে ভালোবাসি, এর চাইতে নিরেট সত্য আর কিছু নেই! আপনাকে ভালোবাসি মানে, আপনাকে ভালো থাকতেই হবে! আপনাকে হাসতে হবে, আপনাকে ভালো ভাবে বাঁচতে হবে! পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না!

আমি আর কিচ্ছু চাইনা, বিশ্বাস করেন..! আমি চাই, আপনার জীবন ভালোবাসায় ভরপুর হোক! অবহেলা-অনাদরে নয়, জীবন কাটুক শুধু ভালোবাসায়! আপনার জীবনের সব না পাওয়া ইচ্ছেগুলো পূর্ণতায় রূপ নেয় যেন!

আসে! পৃথিবীর সমস্ত সুখ যদি আপনার পায়ের তলায় রেখে, বলতে না পারি "ভালোবাসি" তবে এই আক্ষেপ নিয়ে মরেও শান্তি পাবো না!

আমি আর কিচ্ছু চাইনা জান, বিশ্বাস করেন..! আমি আপনার ভালো চাই! পৃথিবীতে যা কিছু ভালো, সব ভালো আপনার হোক! যাকে ভালোবাসি, সে ভালো আছে দেখার মতো-জানার মতো অনুভূতি আর হয় না! আপনি ভালো থাকলেই যে আমি ভালো থাকি, আপনি হাসলেই যে আমি আরও কয়েক যুগ বাঁচার আকুতি করি পৃথিবীতে ❤️‍🩹🌸

22/03/2025

এক সময়ের প্রিয় মানুষগুলোর থেকেই আমরা শুনতে পাই সব থেকে কঠিন কথাগুলো।

এই যেমন, সারাজীবন মা ভক্ত মেয়েটা মায়ের সামনে নিজের প্রিয় মানুষটাকে বিয়ে করার কথা বললেই, "শয়তানের জন্ম দিয়েছি... অভিশাপ...", ইত্যাদি শব্দ শুনতে হয়। আবার, যার জন্য এতকিছুর মধ্যে দিয়ে পেরিয়ে আসতে হয় মেয়েটাকে, পান থেকে চুন খসলে সেও বলে বসে, "কি করেছো তুমি আমার জন্য? দিনরাত নালিশ করো না তো!'

শাশুড়ি মায়ের বাতের ব্যাথার জন্য সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে একটু সময় বের করে নিজের ভালোলাগার টিভির চ্যানেল খুলে বসতেই মেয়েটাকে শুনতে হয়, “বড়লোকের মেয়েকে বিয়ে করে এনেছে আমার বেটা, দিনরাত টিভি আর ফোন; আমাকেই এই বয়সে সংসার গুছিয়ে রাখতে হচ্ছে।"

তবে এ'সব কথা চলতেই থাকবে, নিজের প্রিয় মনকে এগুলোর জন্য খারাপ হতে দিলে চলবে না, নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেকেই নিতে হবে, কারণ কোথায় আছে, "অন্যের কথা অন্যকেই ছুড়ে আসতে হয়।'

21/03/2025

একসময় যে মানুষটা আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতো না, আজ তার ভাবনায় পরিবর্তন হয়েছে। আমার সাথে কথা না বললে যার ঘুম আসতো না, দমবন্ধ লাগতো নিজেকে, আজ সে বছরের পর বছর দিব্যি অন্য কারোর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তার কী মনে পড়ে আমার কথা? সে কখনো যদি জানতে চাই কেন আমি তাকে মুক্তি দিয়েছিলাম?

আমি তাকে বলতে চাই- আমরা প্রত্যেকে প্রত্যেক মুহূর্তে হেরে যাই। কোথায় হেরে যাই জানতে চাও না?

এক, চাকরি জীবনে আর দুই,ভালোবাসার কাছে।

কোনও বাবা-মাই চায় না তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে আর কোনও প্রেমিকা চাই না তার প্রেমিককে তার বাবা-মা'র সামনে জীবনে প্রতিষ্ঠিত হয় নি বলে অপমানিত হতে দেখতে। তাই সেদিন তোমাকে যেতে দিয়েছিলাম।

আমরা যারা ভালোবাসায় আর চাকরি জীবনে ব্যর্থ, তারা সবাই অঞ্জন দত্ত।

চিৎকার করে গাইতে ইচ্ছে করছে-
"চাকরিটা আমি পেয়ে গেছি... তুমি শুনছো?”

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবির- Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share