28/07/2025
উত্তরার আগুন দেখে পরিমণি প্যানিক এটাক খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এই নিউজে ট্রলের বন্যা বইতে দেখেছিলাম।
আমি নিজেও কিছুটা বিরক্তই হয়েছিলাম সত্যি বলতে।
আজ কোথায় জানি পড়লাম, পরিমণির মা আগুনে পুড়ে মারা গেছিলেন।
তারপর থেকে উনি আর আগুন সহ্য করতে পারেন না।
এইটা জানার পর কি আর উনার এই প্যানিক এটাক বাড়াবাড়ি মনে হচ্ছে?
হচ্ছে না। বরং মায়াই কাজ করছে।
মানুষ চেনা যায় তার দু:খ থেকে। কত মানুষের মনে যে কত ক্ষত লুকাইয়া আছে, আমরা জানিও না।
ঐ যে একটা গান আছে না? মেয়ে, তুমি কি দু:খ চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে এই আমাকে?
আসলেই কাউকে চেনার প্রথম শর্ত, তার দু:খ চেনা।
হজরত আলীর একটা কথা আছে, যে আমাদের ঘৃণা আসেই মূলত আমাদের না জানা থেকে।
একটা মানুষকে চিনতে হলে তাঁর দু:খ আর ক্ষতের জায়গাগুলো চিনে নিতে হয় আগে।
দু:খ না জেনে, আঘাত না জেনে কাউকে জাজ করা যায় না। কারন তাজমহলের জাকজমক দেখে যেমন বোঝা যায় না, এর ভেতরে কবর আছে।
মানুষও তাই।
সব মানুষই উপরে সুখের তাজমহল সাজিয়ে বুকের ভেতরে তাদের নিজস্ব কবর নিয়ে ঘুরে বেড়ায়।
তাজমহল সবাইই দেখে, সবাইই ছোয়, কিন্তু তাজমহলের ভেতরের ওই কবরটা ছুঁতে পারে কজন?
゚viralシ