
26/08/2025
তুমিহীন এ দুনিয়া আমি বড় অসহায় হয়ে গেছি😭
দেখতে দেখতে কত গুলো বছর পার হয়ে গেলো তুমি আর আমার কাছে নাই, খুব অল্প সময় তোমাকে আমার কাছে পেয়েছিলাম, ভাগ্য আর নিয়তি আমাদের দুইজন কে আলাদা করে দিল, আমি তোমাকে আর তোমার আমার ভালোবাসার সৃতি গুলো আজো ভুলতে পারি না আমি বেঁচে আছি তোমাকে ছারা কিন্তু মন থেকে আজও আমি ভালো নেই বুকের ভিতর হাহা কার, আহা এই যে কি কষ্ট আল্লাহ ছারা কেউ বুজে না, দোয়া করি আল্লাহর কাছে তুমি অনেক ভালো থাকো।😭🤲🏻 আপুর কি কষ্ট 😥