
17/08/2025
মনকে প্রশ্ন করলাম মন তুমি কি চাও? 👈👈
মন উত্তর দিল -
যারা তোমাকে কষ্ট দেয়, যাদের কারণে তুমি ব্যথিত তাদেরকে মন থেকে ডিলিট করে দাও।
নিজের লক্ষ্যে পৌঁছাও। তুমি যে ধর্মে বিশ্বাসী সে ধর্মকে অনুসরণ করো।
তোমার যে কাজ করতে ভালো লাগে, তুমি সেই কাজ করো।
যদি কোন অতীত থাকে তাকে অতীতেই ফেলে দাও।
আগামীর পথে এগিয়ে চলো নতুন করে নিজের মত করে।