
15/07/2025
"এক সময় ভালোবাসা লিখা হতো হাতে লেখা চিঠিতে, আর এখন ভালোবাসা টাইপ হয়... কপি-পেস্ট করা কিছু ইমোজি আর রিপ্লাই দিয়ে।"
" আগে মানুষ একটা চিঠি পেয়ে বারবার পড়ত, বুকের পাশে রাখত, তার গন্ধ শুঁকত...
একেকটা শব্দ ছিলো-ভালোবাসার হাতছানি।
আর এখন?
বার্তা আসলে 'Seen' হয়,
মন খুলে লেখা হয় না কিছু, ভালোবাসাও এখন 'নোটিফিকেশন'-এ বাঁধা।"
ভালোবাসা এখন দ্রুত আসে, দ্রুতই হারিয়ে যায়।
চিঠির যুগে 'একজন' পেলে সব পেয়ে যেতো মানুষ...
আর এখন শতজন থাকলেও, একজনের মতো অনুভব আর হয় না।
সেই দিনগুলো ফিরে আসুক, যেখানে ভালোবাসা ছিলো ধৈর্যের, বিশ্বাসের, আর চোখের আড়ালে থেকেও হৃদয়ে থাকার...
" ভালোবাসা থাকুক আবার কাগজে-কলমে, মনে-মগজে... ফোনের পর্দায় নয়, হৃদয়ের পাতায়..."