Manik.studio

Manik.studio আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল

শুনিতে চাইলো না কেহ।💔 ভবিষ্যতে বিজনেস করবো এই পেজটি থেকেই

07/07/2025

শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেই.!😔💔

07/07/2025

আপনি কি ল'য়াল জীবনস'ঙ্গী পা'চ্ছেন নাহ?পাবেন কিভাবে আপনি নিজেই তো বা'ট'পা'র!😒🙁

05/07/2025

বলদের ভং ধইরা কত মানুষের আসল রূপ যে দেখলাম, তারা কেউই জানে না। ☺️

নাচ ভালো হলে আরও ১০০ টাকা বাড়িয়ে দেয়া হবে ! 🙂
02/07/2025

নাচ ভালো হলে আরও ১০০ টাকা বাড়িয়ে দেয়া হবে ! 🙂

16/10/2023

১০ম শ্রেনির রোলটা যদি দৈনিক হাত খরচের টাকা হতো তাহলে প্রতিদিন কতো টাকা হতো....? 🙂

16/10/2023

🤣😺😆হাসবো নাকি কাদবো বুঝতে পারছি না 😢🤣😆

মিম : আমাকে ইশরাইলের সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব....
লিজার মা কেঁদে কেঁদে বলল,
আমি তোর বাবার সাথে পালিয়েছিলাম....
তোর বড় বোন পালিয়ে গেছে ডিম ওয়ালার সাথে...
তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে !!

তোর চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে !!
তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে!!
তোর ফুপি ভেগেছে মালির সাথে!!
তোর চাচাত বোন মুন্নি ভাগলো মুন্নার সাথে!!
তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল পাশের বাসার অনিকের বউয়ের সাথে...

এখন তুই ও পালিয়ে গেলে আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না

আপনারাই বলুন মান সম্মান থাকবে কি????
🙂🫤🐸
মিম কোথায় মেনশন দিন?

28/09/2023

যেই সাকিব সিরিজ রেখে চলে যাই আইপিএল খেলতে,
অনুশীলন না করে শো-রুম উদ্বোধন করতে জাই,
দলের ফটোসেশনে না থেকে বিজ্ঞাপন করতে যাই,সেই সাকিব নাকি খুব দলের প্রয়োজন বুঝে।
আর যে বোকা বলদ ভাঙা হাত নিয়ে ১০ এ ব্যাটিং এ নামে,দলের হয়ে খেলার জন্য ঝুঁকি নিয়ে ইনজেকশন নেয়, সে দলের প্রয়োজন বুঝেনা।
খুঁজে শুধু ব্যাক্তিগত অর্জন।
এ কোন দেশে বাস করছি আমরা😢

25/09/2023

শিক্ষিকা: তুমি কি কোন লোহার দোকানে গিয়েছো?
ছাত্রী:জি, গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :খোলা মেলা।
শিক্ষিকা: তুমি কি রুপার দোকানে গিয়েছো?
ছাত্রী :হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষিকা: তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছো?
ছাত্রী :জি হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :তা রুপার চেয়েও বেশী সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষিকা: তুমি কি হীরার দোকানে গিয়েছো?
ছাত্রী :হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কেমনে রাখা হয়?
ছাত্রী :তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়।
শিক্ষিকা: কেন জান?
ছাত্রী :কেননা তার দাম অত্যন্ত বেশী তাই।যেন তাতে ময়লা না লাগে।
শিক্ষিকা মুচকি হেঁসে বললেন: সকল ধর্মে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক বেশী। তাই তুমি পর্দায় থাকবে।
ছাত্রী :সর্ট ড্রেসে সমস্যা কি মেডাম?!
শিক্ষিকা: যারা তোমাকে সর্ট ড্রেস পরতে বলছে, তারা তোমাকে লোহার মত ব্যবহার করতে চাচ্ছে। তারা তোমার শ*রী*রে দা*গ দেবে, ময়লা লাগাবে, মরিচা ফেলবে। তারপর ছু*ড়ে ফেলে দেবে ডাস্টবিনে। ওরা কোনদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না, বরং ভাববে ব্যবহারেরর লোহা। যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখ, তোমার মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা । মনে রাখবে এই দুনিয়াই কিন্তু শেষ নয়, আখিরাত বলেও কিছু একটা আছে।..

মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার পেজে ফলো করে রাখুন 🥰

20/09/2023

- gf এর মোবাইলটা হাতে পেয়ে মাথায় শয়/তানি বুদ্ধি ঢুকলো,,😝

সোজা ওর ফে/সবুক আই/ডিতে
ঢুকলাম,,😎

একে ১৪ টা ছে/লেকে ইনবক্সে
"আই লাভ ইউ"লিখে পাঠালাম.. ,😂
--ব্যাপার সেইটা না🙄

ব্যাপার হইতেছে একে একে ৮টা আইডি থেকেই রিপ্লে আসলো..😒
চলুন রিপ্লেগুলা দেখে আসি..,😒

১) একটু আগেই তো একবার বললা..!এখন আবার কেনো..??🥴☹👹

২) লাভ ইউ টু সোনা..!!ক্লাস শেষ..??😒

৩) রা/গ ভাঙ্গসে তাহলে আমার বে/বিটার....?এতো রা/গ করো কেনো..??এখন একবার ফোন দেই..?? আই লাভ ইউ টু,,,,🥰😍

৪) সো/না চলো আগামীকাল ডে/ট করি Ummmmah! লাভ ইউ টু..!!😍

৫) আর দ/রদ দেখাতে হবেনা,, এতো লাভু লাভু করবানা,,বি/য়ের পরে বলবা,,এর আগে আর না,,😍

৬) তোমাকে না বলছি এই আই/ডিতে এই সব মেসেজ দিবানা..! আপু আই/ডি চেক করে..!!😩

৭)আহহহ!!! কি পড়াইলা "সো*না..!!😍
লাস্ট মেসেজটাও দেখার মতই ছিলো—

৮) গতকালই ব্রেক আপ করলা,, আজকেই আবার লাভ ইউ লিখে পাঠাইসো হাও সুইট.!!😍

কেউ আমারে একটু চকলেট ফ্লেভার ইদুর মারার বি/ষ দে?🥴

19/09/2023

😢মন্টুকে কেউ বাঁচান 😢
মন্টু গেছে দোকানে বিষ কিনতে।🥹🫰

দোকানদার : ভাই, বিষ দিয়া কী করবেন?😩😩

মন্টু: আত্মহত্যা করব।😑😑

দোকানদার : ক্যান ভাই.!🤨🤨

মন্টু : কিছু কিছু জিনিস আছে, যা কাউকে বোঝানো যায় না।🫤🫤

দোকানদার : মানে?🙂🙂

মন্টু : আজ সকালে আমি গরুর দুধ দোহাচ্ছিলাম। হঠাৎ করে গরুটা বাম পা দিয়ে লাথি মারতে লাগল। আমি বাধ্য হয়ে বাঁশের সাথে বাম পা বেঁধে রাখলাম। এরপর গরুটা ডান পা দিয়ে লাথি মারা শুরু করল।🥹 আমি এবার গরুর ডান পা ও বাঁশের সাথে শক্ত করে বাঁধলাম।😊 অবশেষে লেজ দিয়ে বাড়ি মারতে লাগল। ভাবলাম লেজটাও বেঁধে রাখি।😼 কিন্তু লেজ বাঁধার জন্য কিছু পেলাম না। শেষমেষ নিজের বেল্ট খুলে বাঁধতে লাগলাম।😊 বেল্ট খোলার কারণে আমার প্যান্ট হঠাৎ করে খুলে গেল। এমন সময় আমার বউ গোয়ালে এসে আমাকে ওই অবস্থায় দেখলো।🥹 এখন আপনিই বলেন, আমি আমার বউকে কী করে তা বোঝাব?বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে..!🥹🥹

দোকানদার: ভাই কয় টাকার বিষ লাগবে..!🥲🥲🥲

মজার গল্প পেতে ফলো দিয়ে রাখুন Manik.studioManik.studio

18/09/2023

বন্ধুর জন্মদিনে তাকে '৮ কোটি' টাকার ফ্ল্যাট উপহার দিয়েছে মিকা সিং! বন্ধু তো আপনার ও আছে, জন্মদিন তো আপনার ও আসে! এমনেই মনে করাইয়া দিলাম আরকি! আপনি আপনার বন্ধুদের মনে করাইয়া দেন! :3

04/09/2023

প্রত্যেক ফ্যামিলিতে লাউড স্পিকার গলার অধিকারি একজন থাকবেই! যার নরমাল কথা-ই মাইক এর আওয়াজ বলে মনে হবে।🫡

Address


Telephone

+8801710641656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manik.studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manik.studio:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share