
03/08/2022
চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য সুনাম আনলেন মিটুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থানে মিটুল
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দরিদ্র পরিবারের সন্তান মিটুল। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান ২৩ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু মনোনীত করে এ ফল প্রকাশ করেন।
মিটুল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী (নামোটোলা) গ্ৰামের আব্দুল করিমের ছেলে। জানতে চাইলে মিটুল বলেন, প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে পড়ালেখা করেছি। অনেক ইচ্ছে ছিল রাজশাহী বিশ্ববিদ্যলয়ে পড়ালেখা করার। এই ইচ্ছে আমার পূরণ হয়েছে। তাতে আমি খুব আনন্দিত। এ আনন্দের কথা ভাষায় প্রকাশ করার মত না।
তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১০৩০, বুয়েটে -১৪৮৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়। আমার লক্ষ্য ছিলো ইঞ্জিনিয়ার হওয়ায় কিন্তু সাবজেক্ট মনের মতো না হওয়ায় এখন ডাক্তারি পড়বো বলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছি।ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়া জানতে মিটুলের বাবা আব্দুল করিম এর কাছে জানতে চাইলে। তিনি বলেন, আমার ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী। তাকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি। আমার ৪ ছেলে ও ১ মেয়ে। তার মধ্যে মিটুল তৃতীয়।
তথ্যঃ @আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: bd24live.com
Chapainawabganj Times
হৃদয়ে চাঁপাইনবাবগঞ্জ
মিটুলের সাক্ষাৎকার বিস্তারিত জানতে দেখুন লিংকেঃ
👇
Better Chapainawabganj (BC)