26/07/2025
দোহারর সাতভিটা এলাকায় কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নতুন রাস্তা ধস
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায়, সাতভিটা খান বাড়ি মসজিদ সংলগ্ন (সম্ভু দাশের বাড়ি সংলগ্ন) নারিশা-সাতভিটা-পল্লীবাজার প্রধান সংযোগ সড়ক অর্ধেকের বেশি ভেঙ্গে গর্তে পরিনত হয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিগত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এমনটা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। রাস্তাটি ভাঙ্গার পর থেকে এখন পর্যন্ত কয়েকটি রিকশা ও ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়েছে।প্রশাসন কিংবা নারিশা ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
এই রাস্তাটি ব্যবহার করে নারিশা, সাতভিটা, পল্লীবাজার, মধুরখোলা, মৌড়া-দুবলী এলাকার হাজারো মানুষ। এই রাস্তা ব্যবহার করেই শিক্ষার্থীরা নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়, সাতভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পদ্মা সরকারি কলেজে যাতায়াত করে থাকে তারা।
শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মারাত্মক সড়ক দুর্ঘটনার হাত থেকে সবাইকে রক্ষা করতে অতি দ্রুত রাস্তাটি সংস্কার বা মেরামত করার দাবি জানাচ্ছে এলাকাবাসী।
#দোহারর #সাতভিটা #এলাকায় #কয়েকদিনের #ভারী #বর্ষণের #ফলে #নতুন #রাস্তা #ধস
#ডিএনবাংলা #ডিএন #বাংলা @