
12/09/2025
অদ্য ১২/০৯/২০২৫ ইং তারিখে রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় খালিপপুর মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (প্রস্তাবিত) এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্ৰহন ১১৭ জন শেয়ার সদস্য । প্রথমে মোমবাতি জ্বালিয়ে এবং বাইবেল পাঠ করার মাধ্যমে আলোচনা শুরু করা হয় এবং বিরতির পর পোপ মহোদয়ের প্রার্থনার মূল বিষয় সৃষ্টি ও প্রকৃতির যত্ম দিবসের প্রতিক হিসেবে সকল সদস্য মিলে হলরুম এর সামনে একটি কার্টিমন আম গাছ রোপন করা হয়। সকল আলোচনা সমাপ্তির শেষে খাওয়া-দাওয়া করে ফটোসেশন করা হয় তারই কিছু চিত্র তুলে ধরা হয়েছে।