Sr Wakil

Sr Wakil কোরিয়ান ভাষা শিখুন সবচেয়ে সহজ ভাবে
(24)

ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হুহু করে বাড়ছে। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে।...
31/10/2023

ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হুহু করে বাড়ছে। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে। সংসারটা যেনো আজকাল পুতুল খেলার আসর—খেলতে ভালো না লাগলেই ভেঙে দিয়ে উঠে যাওয়া যায়। স্বামী সহ্য করে না স্ত্রীর সামান্য ভুল অথবা চিন্তার অমিল। স্ত্রী সহ্য করে না স্বামীর সামান্য ত্রুটিও।

বিয়ে জিনিসটা আগে ছিলো আত্মার মেলবন্ধন। সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাগজে মোড়ালে জোড়া, কাগজ খুলে ফেললেই উদোম। বিয়ে ভাঙার চিন্তাগুলো আমাদের সমাজে এতো তড়িৎ, এতো হঠকারিভাবে নেওয়া হয় যে—ভাঙনের পরের যে জীবন, সেই জীবনে এর সমূহ প্রভাব নিয়ে কেউ তেমন ভাবতে চায় না।

আমার সব সময় মনে হয়—আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ‘হও’ বললেই সবকিছু হয়ে যায়, তথাপি কেনো তিনি মহাবিশ্ব সৃষ্টিতে ছয় ছয়টা দিন সময় নিলেন? তিনি ‘কুন ফায়াকুন’ বললেই তো আসমান-যমিন মুহূর্তে ধূলিস্যাৎ হয়ে যেতে বাধ্য, কিন্তু তবুও—কেনো তিনি কিয়ামত সংঘটিত করার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে, একটার পর একটা ঘটনার মাধ্যমে? এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হলো—সৃষ্টি কিংবা ভাঙন—যেকোনো বিষয়ে ‘সময়’ নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অনুসৃত কর্মপদ্ধতি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা হলেন আলিমুল গায়িব। কোনোকিছু সৃষ্টি করবার আগেই তিনি জানেন সৃষ্টি-পরবর্তী অবস্থা সম্পর্কে। কোনোকিছু ভাঙনের আগেই ভাঙন-পরবর্তী অবস্থাও তাঁর জানা।ভূত-ভবিষ্যৎ সবকিছুই যার সামনে উন্মুক্ত, সেই সত্ত্বা যদি কোনোকিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙার বেলায় এতোখানি সময় নিতে পারেন, তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানো কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতোখানি সময় নেওয়া উচিত?

31/10/2023
31/10/2023

🍂🍁বিপরীত শব্দ আকারে শব্দ শিখুন 🍁🍂

가다 (খাদা) 👉 যাওয়া
오다(ওদা) 👉 আসা
웃다 (ওত্তা) 👉 হাসা
울다 (উলদা)👉 কাঁদা
사다(সাদা)👉 ক্রয় করা
팔다 (ফালদা)👉 বিক্রয় করা
마시다(মাসিদা) 👉 পানকরা
먹다(মকতা) 👉 খাওয়া
싸다 (শাদা)👉সস্তা
비싸다(ফিশাদা) 👉 দামী
이야기하다 (ইইয়াগিহাদা)👉 কথা বলা
듣다(থূত্তা) 👉 শোনা
보내다 (ফোন্যাদা)👉 পাঠানো
받다 (ফাততা)👉 গ্রহন করা
좋하다( জোহাদা) 👉পছন্দ করা
싫어하다( সিরহাদা ) 👉 অপছন্দ করা
쉅다(সুইপতা) 👉সহজ
어렵다(অরিয়পতা) 👉কঠিন
만나다(মান্নাদা) 👉 দেখা করা
기다리다(খিদারিদা) 👉 অপেক্ষা করা
입다(ইপতা) 👉 পরিদান করা (কাপড়)
신다 (সিনদা) 👉পরিধান করা (জুতা)
벗다 (ফততা) 👉খোলা
닫다(থাত্তা) 👉 বন্ধ করা
열다(ইয়লদা) 👉 খুলা
바쁘다(বাপ্পূদা) 👉 ব্যাস্ত
한가하다(হানগাহাদা ) 👉অবসর
자다(জাদা) 👉ঘুমানো
일어나다 (ইরনাদা) 👉ঘুম থেকে জাগা
하다(হাদা) 👉 করা
타다(থাদা)👉 চড়া
올라가다(ওল্লাগাদা) 👉 উপরে উঠা
내려가다(ন্যারিয়গাদা) 👉 নেমে যাওয়া
다니다(থানিদা) 👉 আসাযাওয়া করা
돌아가다(থোরাগাদা) 👉 ঘুরে যাওয়া
만들다 (মানদূলদা) 👉 তৈরি করা
고장나다 (খোজাংনাদা)👉 ভেঙ্গে ফেলা
가르치다(খারূচ্ছিদা ) 👉 শিখানো
배우다(ব্যাউদা) 👉 শিখা
공부하다(খোংবুহাদা ) 👉 পড়াশোনা কর
멋있다(মসিত্তা) 👉 স্বাদ আসে
맛없다 (মাস্পতা) 👉 স্বাদ নাই
재미있다(জ্যামিইত্তা) 👉আনন্দ আছে
재미없다(জ্যামিয়পতা) 👉 আনন্দ নাই
빠르다(পারুদা) 👉 দ্রুত
느리다(নূরিদা) 👉 আস্তে
시끄럽다(শিক্কূরপতা) 👉 কোলাহল
조용하다(জোইয়োংহাদা) 👉 নিরব
가깝다(খাক্কপতা) 👉কাছাকাছি
멀다(মলদা) 👉 দূরে
좋다(জোহদা) 👉 ভাল
나쁘다(নাপ্পূদা) 👉 খারাপ
적다(জগতা) 👉 ছোট
크다(খূদা) 👉 বড়
적다(জগতা) 👉অল্প
많다(মানথা) 👉 বেশি
일하다(ইলহাদা) 👉কাজ করা
쉬다(সুইদা) 👉 বিশ্রাম নেয়া

এমন আরও অনেক গুরুত্বপূর্ণ নতুন পোষ্ট পেতে Sr Wakil পেইজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে 🥀🇰🇷🥀🇧🇩

30/09/2023

Sr Wakil স্কিল টেস্ট পরিক্ষার জন্য ২৮ টি প্রশ্ন।
01. 왼순 올리세요. বাম হাত তুলুন।
02. 왼순 내리세요. বাম হাত নামান।
03. 오른순 올리세요. ডান হাত তুলুন।
04. 오른순 내리세요. ডান হাত নামান।
05. 위에 보세요. উপরে তাকান।
06. 아레 보세요. নিচে তাকান।
07. 아페 보세요. সামনে ফিরে তাকান।
08. 뒤에 부세요. পিছনে ফিরে তাকান।
09. 어른 쪼게 보세요. ডানে দিকে তাকান।
10. 어른 쪼게 고게 둘리세요. ডান দিকে মাথা ঘুরান।
11. 왼 쪼게 보세요. বামে দিকে তাকান।
12. 왼 쪼게 고게 둘리세요. বাম দিকে মাথা ঘুরান।
13. 의자에 앉으 세요. চেয়ারে বসুন।
14. 의자에서 일어 나세요. চেয়ার থেকে উঠুন।
15. 뒤로 들아 세요. পিছনে ফিরে তাকান।
16. 앞으로 들아 사세요. সামনে ফিরে তাকান।
17. 이리 오세요. নিজের জায়গয় আসুন।
18. 오른 쪼게 가세요. ডান দিকে যান।
19. 왼 쪼게 가세요. বাম দিকে যান।
20. 뒤로 가세요 . পিছনে যান।
21. 앞으로 오세요. সামনে আসুন।
22. 한 걸음 앞으로 오세요 . এক কদম সমনে আসুন।
23. 한 걸음 뒤로 가세요. এক কদম পিছনে যাও।
24. 멈 추세요. থামুন
25. 두팔을 옆으로 땡기세요. দুই বাহু পাশের দিকে প্রসারিত করো।
26. 박스 치 세요. হাত তালি দিন।
27. 더 세개 하세요 আরো জোরে করেন।
28. 주먹 하고 물리세요. জোরে মুষ্টিবদ্ধ করুন।

01/09/2023

কোরিয়ান গননার একক
🍁분- জন/ব্যাক্তি গননার একক (সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে।
✅ যেমন : 한분👉এক জন। 두분 👉দুই জন
🍁명- জন/ ব্যাক্তির একক। (সাধারণ ব্যক্তির ক্ষেত্রে)
✅যেমন : 한 명- এক ব্যাক্তি।
🍁대- মেনিং/ যন্ত্রপাতি গননার একক।
✅যেমন : 냉장고 한 대 - একটি ফ্রিজ।
🍁개- বস্তুগত জিনিস গননার একক ।
✅যেমন : 침대 한 개- একটি বিছানা।
🍁채- ছোট বাড়ি গননার একক।
✅যেমন :- 땍 한 채 - একটি ছোট বাড়ি ।
🍁동 - বড় বাড়ি /এপার্টমেন্ট গননার একক।
✅যেমন : 건물 한동 একটি এপার্টমেন্ট।
🍁장- কাগজ জাতীয় জিনিস গননার একক।
✅যেমন :영수증 한 장- একটি রশিদ।
🍁잔- গ্লাস গননার একক।
✅যেমন :물 한 잔- এক গ্লাস পানি।
এমন আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পোষ্ট পেতে Sr Wakil পেইজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন।
🍁시 간- ঘন্টা গননার একক।
✅ যেমন : 한 시간-এক ঘন্টা।
🍁갑- প্যাকেট জাতীয় জিনিস গননার একক।
✅ যেমন : 한 갑- এক প্যাকেট।
🍁병- বোতল গননার একক।
✅যেমন : 술 한 병- এক বোতল মদ।
🍁그릊- বাটি গননার একক।
✅যেমন : 국 한 그릇- এক বাটি স্যুপ।
🍁접시- প্লেট গননার একক।
✅যেমন : 밥 한 접시 - এক প্লেট ভাত।
🍁컵- কাপ গননার একক।
✅যেমন :술 한 컵 - এক কাপ মদ।
🍁번- বার গননার একক।
✅যেমন : 한번 가고 싶어요- এক বার যেতে চাই।
🍁상 자- বাক্স গননার একক।
✅যেমন :-화장품 한 상자 একটি প্রশাধনী বাক্স।
🍁 벌- পোশাক গননার একক।
✅ যেমন : 티셔츠 한 벌- এক সেট টি শার্ট।
🍁 권- বই গননার একক।
✅ যেমন : 책 한 권- একটি বই।
🍁봉지- পলিব্যাগ গননার একক ।
✅যেমন : 한 봉지- একটি পলিব্যাগ।
🍁살 বছর গননার একক।
✅যেমন : 한 살 - এক বছর।
🍁달-মাস গননার একক।
✅যেমন : 한 달- এক মাস।
🍁 켤 레- জোড়া গননার একক।
✅ যেমন : 구두 한 켤 레- এক জোড়া লেদার সু।
🍁 송 이-গোচ্ছ/ ঝাক গননার একক।
✅ যেমন : 바나나 한 송 이- এক গোচ্ছ কলা।
🍁퉁 - তরমুজ, বাধাকপি কিংবা চিঠি গননার একক।
✅যেমন : 편지 한 퉁- একটি চিঠি।
🍁가지- প্রকার গননার ক্ষেত্রে।
✅যেমন : 일 한 가지- এক প্রকার কাজ।
🍁 부- ম্যাগাজিন গননার একক।
✅যেমন : 잡지 한 부 - একটি ম্যাগিজিন ।
🍁포대- বস্তা গননার একক ।
✅ 살 한 포대- এক বস্তা চাল।
🍁 마리- প্রাণী গননার একক।
✅ যেমন: 수 한 마리 - একটি গরু।
ভূল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে বললে সমাধান করার চেষ্টা করবো, ধন্যবাদ ।
#কোরিয়ান_ভাষার

01/09/2023

🍁✅কোরিয়ান শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ🍂
한국어👉কোরিয়ান ভাষা
한국말👉কোরিয়ান ভাষা
학원👉 কোচিং সেন্টার
대학교👉 বিশ্ববিদ্যালয়
중고등 학교👉 মাধ্যমিক বিদ্যালয়
교실 👉শ্রেণীকক্ষ
선생님 👉 শিক্ষক
재학생👉 ছাত্র-ছাত্রী
학생 👉 ছাত্র
반친구 👉সহপাটি
책상 👉 টেবিল
의자 👉চেয়ার
책 👉 বই
공책 👉 খাতা
펴다 👉খোলা (বই)
덮다 👉 বন্ধ করা (বই)
독서👉 বই পড়া
읽다 👉 পড়া
쓰다 👉 লেখা
듣다 👉শোনা
보다 👉দেখা
따라하다 👉 অনুসরণ করা
칠판 👉ব্লাকবোর্ড
볼펜 👉 কলম
연필 👉পেন্সিল
필통 👉 পেন্সিল বক্স
지우게 👉 রবার,মুছনি
문 👉দরজা
창문 👉 জানালা
시계 👉 ঘড়ি
딜력 👉 ক্যালেন্ডার
이야기 하다 👉 আলোচনা করা,গল্প করা
질문 👉 প্রশ্ন/ সমস্যা
다음👉 পরবর্তী
대답하다 👉 উত্তর দেওয়া
알겠어요.? 👉বুঝতে পেড়েছেন.?
네.알겠어요👉 হ্যা,বুঝেছি
아니요 👉 না
모르겠어요👉 জানি না
ধন্যবাদ Sr Wakil পেইজের সাথে থাকার জন্য।
এমন আরও অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট পেতে পেইজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকুন।
#কোরিয়ান_ভাষার

01/09/2023

( Graph) গ্রাফ সমাধানের জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ :
가장 / 제일 많이 = সবচেয়ে বেশি।
가장/ 제일 적게 = সবচেয়ে কম।
알맞은 / 맞은 것을 = সঠিক বিষয়।
알맞은 / 맞은 않는 것을 = ভুল বিষয় ।
많습니다 / 넘습니다 / 높습니다 = বেশি।
이상 = বেশি ।
두 번째로 많습니다/ 넘습니다/ 높습니다 = দ্বিতীয়তে বেশি ।
세 번째로 많습니다/ 넘습니다 / 높습니다 = তৃতীয়তে বেশি৷
두 번째로 적습니다/ 낮습니다 = দ্বিতীয়তে কম।
같습니다/ 비슷합니다 = একই রকম।
가깝습니다 = কাছাকাছি।
절반입니다 / 반입니다 = অর্ধেক।
절반이 / 반이 넘습니다 = অর্ধেকের বেশি।
절반이 / 반이 많습니다 = অর্ধেকের বেশি।
절반이 / 반이 높습니다 = অর্ধেকের বেশি।
절반이 / 반이 적습니다 = অর্ধেকের কম।
절반이 / 반이 낮습니다 = অর্ধেকের কম।
두 배이다 = দুই গুণ।
세 배이다 = তিন গুণ।
보다 = হতে / থেকে / চেয়ে
#কোরিয়ান_ভাষার

01/09/2023

কোরিয়ান ভাষায় সন্দেহজনক ১৫টি শব্দ:
그리고- এবং
그러나 - কিন্তু
그렇지만 - কিন্তু
그런데 - তবে
그래서 - তাই
그래요- তাই
그렇군요- তাই
그러는데 - বিধায়
그래도 - তবুও
그러면 - তাহলে
그러므로 - সেজন্য
그걸로 - সেটাই
그럴까 - তাই নাকি?
그러세요 - সত্যিই?
그래야 - সেভাবে

মুল শব্দ থেকে বিভিন্ন শব্দ তৈরী করা:
가다 - যাওয়া
가요 - যাই/যাও
가세요 - যান
갔어요 - গিয়েছি
가고싶어요 - যেতে চাই
가 보고 싶어요 - গিয়ে দেখতে চাই
가 보세요 - গিয়ে দেখুন
가 봤어요 - গিয়ে দেখেছেন?
가 볼게요 - গিয়ে দেখবো
가야 돼요 - যেত
#কোরিয়ান_ভাষার

01/09/2023

কিছু গুরুত্বপূর্ণ গ্রামার যার অর্থ জানা না থাকলে বাক্যের অর্থ বুঝা কঠিন হয়ে যায়:
১.의 (এ/ই):বাংলায় অর্থ হল "র/এর"।যেমন: 아맆의> আরিফের,저의 > আমার, 친구의 বন্ধুর
২.한테 (হানথে): বাংলায় এর অর্থ "কাছে"। যেমন: 어머니 한테>মায়ের কাছে, 형 한테> বড় ভাইয়ের কাছে।
৩.에게(এগে):কে। যেমন: 나에게> আমাকে,아버지에게বাবাকে,친구에게> বন্ধুকে।
৪.도(দো): ও।যেমন: 저도 আমিও, 형도 বড়ভাইও।
৫.들(দুল): একের অধিক বুঝাতে ব্যবহার হয়। অর্থ রা / এরা। যেমন: 학생들 ছাত্ররা, 농부들 কৃষকেরা।
৬.거나(গনা): বা, এটা verb এর সাথে ব্যবহার হয়। যেমন: 보거나 자요 দেখব বা ঘুমাব।
이나(ইনা)অথবা/বা 나(না)>অথবা/বা:এগুলো Noun এর সাথে বসে। যেমন:커피나 차 কফি অথবা চা।지하철이 나 버스 পাতাল ট্রেন অথবা বাস।
৭.에(এ):অর্থ হল এ,য়,তে। এটা সময় এবং স্থান বুঝাতে ব্যবহার হয় যেমন:아홉시에 নয়টায়,저녁에সন্ধ্যায়,시장에বাজারে, 한국에কোরিয়াতে।
৮.로/으로(রো/উরো): দিয়ে/ দিকে।যেমন: 택시로ট্যাক্সি দিয়ে, 이쭉으로 এদিকে,손으로 হাত দিয়ে।
৯.에서(এছ):থেকে, হতে।যেমন:집에서 বাড়ি থেকে, 학원에서 কোচিং থেকে।
১০.보다(ফোদা): চেয়ে।যেমন: 버스보다 택시 빨라요বাসের চেয়ে ট্যাক্সি দ্রুত।
১১.만 (মান):শুধু,মাত্র,কেবল।যেমন: 금요일만শুধু শুক্রবার, 나자만 শুধু পুরুষ।
১২.마다(মাদা):প্রতি,প্রত্যেক। যেমন:주마다 প্রতি সপ্তাহ,달마다প্রতিমাস,년마다প্রত্যেক বছর/প্রতি বছর
১৩.부터 (বুথথো):থেকে/হতে।যেমন:9시 부터 공부해요 ৯টা থেকে পড়ি,다음 달 부터 আগামি মাস হতে।
১৪.까지(কাজি):পর্যন্ত। যেমন: 어제까지 গতকাল পর্যন্ত,오늘까지আজ পর্যন্ত, 하국까지 কোরিয়া পর্যন্ত
১৫.다가(দাগা):সময়ে 마시다가পান করার সময়ে,가다가যাওয়ার সময়ে,오다가আসার সময়ে।
#কোরিয়ান_ভাষার

30/08/2023

EPS TOPIC LISTENING | Chapter 46 to 50 | UBT EXAM | লিসেনিং 46 থেকে 50
#কোরিয়ান_ভাষার

Address

Helalpur, Namosankar Bati, Chapainawabganj Sadar, Chapainawabganj
Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when Sr Wakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sr Wakil:

Share