Friends for ever -study+addabaji

Friends for ever -study+addabaji Educational discussion
all topic like fun sad etc

সম্পর্ক মানেই রাগ-অভিমান থাকবে,তবেই তো বোঝা যায় ভালোবাসা আছে!যেখানে অনুভব গভীর,সেখানে ক্ষণিকের কষ্টও অনেক দামী হয়।কিন্তু...
09/05/2025

সম্পর্ক মানেই রাগ-অভিমান থাকবে,
তবেই তো বোঝা যায় ভালোবাসা আছে!
যেখানে অনুভব গভীর,
সেখানে ক্ষণিকের কষ্টও অনেক দামী হয়।

কিন্তু যারা সম্পর্কের দোহাই দিয়ে বেঈমানি করে,
তারা আসলে ভালোবাসার মানে বোঝেই না।
তারা শুধু নিজের প্রয়োজন মেটায়,
ভালোবাসার নাম করে অন্যকে ব্যবহার করে।

ভালোবাসা কখনো বিশ্বাস ভাঙে না,
আর যারা ভাঙে তারা কখনোই ভালোবাসে না!

ঠোটের কোনের মুচকি হাসির কারন সবাই  জানতে চাই।কিন্তু চোখের কোণের জলের কারন কেউ জানতে চাই না।কান্নার আওয়াজ অদৃশ‍্য বা নিরব...
01/12/2024

ঠোটের কোনের মুচকি
হাসির কারন সবাই
জানতে চাই।
কিন্তু
চোখের কোণের জলের কারন
কেউ জানতে চাই না।

কান্নার আওয়াজ
অদৃশ‍্য বা নিরবে,
আর
হাসির আওয়াজ
বেশ টলমলে।

কান্নার বদনাম,
হাসির সুনাম।
কান্নাটুকুই খাটি,
হাসিটুকু মিছে।
কে বুঝে তার মানে?

হাসিতে শুরু,
কান্নাতে ইতি,
যাকে দেখবে বেশি হাসে
সেই বলবে আমি হাসির সাথে
বেইমানি করি।
কান্নাই তার জীবন সঙ্গী।

বেইমানি কান্নাও করে
তবে হাসির সঙ্গে।
তবে হাসিরা একাই হাসে
তারা বেইমানি করে না
হাসির সঙ্গে।
যদি ভুলক্রমে হাসিরা পাড়ি জমায় দুক্ষের সাথে,
তবে মুক্ত হবে নিকোটিনের কালো ধোয়া,
হাজারো তরুনেরা পেত
একটুখানি সুখের ছোঁয়া।
কান্নার নেই-মৃত‍্যু।

রোজ একবার করে ভেঙ্গে পড়ি আবার নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করিএই ভাঙ্গা গড়ার মাঝে কোথাও যেনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি...
01/12/2024

রোজ একবার করে ভেঙ্গে পড়ি আবার নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করি
এই ভাঙ্গা গড়ার মাঝে কোথাও যেনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি
আদৌও বেঁচে আছি নাকি মরে তাও বুঝতে পারছি না
তবে নিঃশ্বাস চলছে তা দিব্যি বুঝতে পারছি
আচ্ছা এই মরার মতো বেঁচে কি লাভ বলতে পারো
যদি মনের গহীনে কি উথাল-পাথাল হচ্ছে তোমাকে বোঝাতেই না পারি

তুমি হয়তো দিব্যি ভালো আছো
কিন্তু আমি যে রোজ দীর্ঘশ্বাস নিতে নিতে হাঁপিয়ে পড়ছি তা কি কখনো বুঝতে পারছো
পারছো না
হয়তো বুঝতে বুঝতে আমার শেষ সময় চলে আসবে
তোমার আর বোঝা হবে না
তুমি তোমার ব্যস্ততা নিয়েই একা পড়ে থাকো
আর আমি হাজারো লোকের ভীড়ে তোমার উপস্থিতি অনুভব করি

বয়স যত বাড়তে থাকে, আমরা অজান্তেই একাকীত্বের প্রেমে পড়ি। বয়স যত কম, মানুষের জানার ইচ্ছা তত প্রবল। তত বেশী সে জানতে চা...
30/11/2024

বয়স যত বাড়তে থাকে, আমরা অজান্তেই একাকীত্বের প্রেমে পড়ি। বয়স যত কম, মানুষের জানার ইচ্ছা তত প্রবল। তত বেশী সে জানতে চায়, শিখতে চায়। শেখা কখনোই শেষ হয় না, হওয়া উচিৎ ও না। তবে একটা সময়ের পর মানুষ নিজে থেকেই একলা হতে চায়। শেখার ইচ্ছা টাও খুব একটা থাকে না। করো অপমান গায়েও লাগে না। পৃথিবী থেকে অনেকটা দূরে যেই গ্রহ, মন চলে যায় সেই অজানা গ্রহে। ধীরে ধীরে সবটা ফুরিয়ে আসতে থাকে। যত না বাইরের পৃথিবী সরে যেতে থাকে, তার থেকেও বেশী সরে যায় ভিতর থেকে। ঠোঁটের কোনে হাসি লেগে থাকে সবসময়। প্রাণখোলা হাসি সে কোন অতীতের গল্প। এখন অতীত নেই। বতর্মান চলছে পায়ে পায়ে। খালি পায়ে শিশির ভেজা পথ পার হয়ে আমরা এখন কংক্রিটের মেঝেতে হেঁটে চলি ধীর গতিতে। আমাদের চোখের সামনেই পৃথিবীটা বদলে যাচ্ছে দ্রুত। সভ্যতার পরিবর্তন হচ্ছে তীব্র গতিতে। আমরা শুধু চেয়ে দেখছি। মানুষ বদলে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়েই চলেছে ক্রমাগত। সেই কবে আমরা একসাথে বসে গল্প করেছি, কথা বলেছি একে অপরের সাথে। এখন দরকার ছাড়া কথা বলতে ইচ্ছে ও করে না। সবাই কী ভীষণ ব্যস্ত, এই ভেবে নিজেকে একা করে নিচ্ছে সবাই। সমাজ আর সমগ্রে বিশ্বাস করে না। সমাজ এখন একা মানুষদের আগলে রাখেঋ ভিতর থেকে ভাঙছে মানুষ, আর শব্দ হচ্ছে বাইরের আকাশে। কোথাকার কোন সৌরমন্ডলে হাইড্রোজেন পুড়ছে, হিলিয়াম পুড়ছে। এই অবধি তাত আসছে তার সব অনু অতিরিক্ত তাপে ভেঙে পরমানু হচ্ছে। বিরাট বনেদী পরিবার ভেঙে গিয়ে ছোট্ট ফ্লাটে সবাই বন্দী করে ফেলছে নিজেদের। সবার পায়েই দামী চটি। খালি পায়ে আর কেউ হাঁটে না। শিশির ছুঁয়ে হাঁটা ভুলেছে সেই কবেই। তবুও কিছু মানুষ অনেক ভোরে উঠে রোদ মাখে গায়ে। বুক ভরে ভারী বাতাস টেনে নেয়। পৃথিবীতে ওদের জন্য ই সকাল হয়। রাত ভালোবাসা এখন নতুন ফ্যাশন। খুব ভোরে জেগে উঠলে একা তো হতেই হবে।।

আমি ভুলের ঊর্ধ্বে নই। "সদা সত্য কথা বলেছি", এ কথা বুকে হাত দিয়ে বলার দুঃসাহস আমার অন্তত নেই। এটাও বলতে পারবো না, যে কেউ ...
27/11/2024

আমি ভুলের ঊর্ধ্বে নই। "সদা সত্য কথা বলেছি", এ কথা বুকে হাত দিয়ে বলার দুঃসাহস আমার অন্তত নেই। এটাও বলতে পারবো না, যে কেউ কখনো আমার জন্য কষ্ট পায় নি। আমি স্বীকার করি, আমি ভুলে জর্জরিত হওয়া মানুষ।

আমি কখনো নিজের অধিপত্য নিয়ে বড়াই করি না। ঝামেলা পছন্দ করি না, যতটা সম্ভব এড়িয়ে যাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলি না। কেউ উপকার করলে তাকে মাথায় তুলে রাখি। প্রিয় মানুষ ধরে রাখতে পছন্দ করি। তবে যারা এই জায়গাটার মর্ম না বুঝে আমায় নিয়ে মিথ্যে রটায় তাদের প্রচন্ড রকম ঘৃ'ণায় রাখি।

বড্ড ভীতু আমি, এলোমেলো - একটু কেমনই যেন, কিন্তু অবুঝ নই। আঘাতের প্রতিত্তোরে নিরবতা ফিরিয়ে দিতে যেমন জানি তেমনি কঠোরও হতে পারি। আমার কঠোরতা আমার বিশ্বাসের মতোই মজবুত।

হ্যাঁ এটাই আমি।

27/11/2024

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি !

মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সঙ্গে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয়...
18/07/2024

মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সঙ্গে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫। এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করে না বা স্কুল-কলেজে ভর্তি হয় না। তাদের সন্তানদের বাবার কারনের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল। নিজ ম্যারিটের গুণে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে। আমরা মুক্তিযোদ্ধারা কখনো এ ধরনের সুযোগ চাইনি। সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদেরকেও সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র।’
চিত্র নায়ক
সোহেল রানা।
একজন মুক্তিযোদ্ধা হয়ে ও কোটা প্রথা বাতিলের পক্ষে।

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends for ever -study+addabaji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends for ever -study+addabaji:

Share