Dr. Syed Nurul Islam

Dr. Syed Nurul Islam ডা. সৈয়দ নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশের সাম‍্যবাদী দল ( এম. এল.)
শীর্ষ নেতা, জাতীয়তাবাদী সমমনা জোট

11/07/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১১ জুলাই ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় বাংলাদেশের সাম‍্যবাদী দলের তীব্র নিন্দা

গত ৯ই জুলাই, বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে যুবদল নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সাম‍্যবাদী দল। বাংলাদেশের সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নূরুল ইসলাম এবং পলিটব্যুরোর সদস্য সুরাইফুল ইসলাম মাহাফুজ এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, "চকবাজারের এই নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত। অবিলম্বে এই নৃশংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

গত বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ঘাতকদের নিহতের নিথর দেহের উপর নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়, যা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

নেতৃদ্বয় মনে করেন, এই ধরনের ঘটনা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা কেবল নৃশংসতাই নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে তুলেছে যে, দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় আরও বলেন, "এটি এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।"

বার্তা প্রেরক,
কামরুল হাসান
কেন্দ্রীয় কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব প্রাপ্ত )
বাংলাদেশের সাম‍্যবাদী দল ( এম-এল)
মোবাইল : 01816414080

শোক বার্তা :ঢাকার দোহার উপজেলার অন্তর্গত  নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এবং দোহার উপজেলা বিএনপি'র বর্ষীয়ান নে...
02/07/2025

শোক বার্তা :
ঢাকার দোহার উপজেলার অন্তর্গত নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এবং দোহার উপজেলা বিএনপি'র বর্ষীয়ান নেতা হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টার কে ফজরের নামাজের পর গুলি করে হত্যা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

হারুন মাস্টার এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সাম‍্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ডা. সৈয়দ নূরুল ইসলাম। তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারিকে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

বার্তা প্রেরক:
রুবায়েত এইচ. সাদ
বাংলাদেশের সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদকের ব‍্যক্তিগত বিশেষ সহকারি

শোক বার্তা :ঢাকার দোহার উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা...
22/06/2025

শোক বার্তা :

ঢাকার দোহার উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

এম এ সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ডা. সৈয়দ নূরুল ইসলাম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

26/05/2025

কোন ভাবেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওেয়া যাবেনা : ডা. সৈয়দ নূরুল ইসলাম।

ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অংশগ্রহণ।

প্রধান অতিথি —
তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।

বিশেষ অতিথি :
ডা. সৈয়দ নূরুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশের সাম‍্যবাদী দল।

29/04/2025

গনতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা যে কোন সময় স্বামীর বাড়ি ইন্ডিয়া পালিয়ে যাবে : ডা. সৈয়দ নুরুল ইসলাম
হাসিনা পতনের আন্দোলনের স্মৃতি থেকে
ডিআরইউ থেকে সরাসরি
১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট: শহীদ আবরার ফাহাদের প্রেরণা শীর্ষক গণঅধিকার পরিষদের আলোচনা সভা।প্রধান অতিথিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশের সাম‍্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা: সৈয়দ নুরুল ইসলাম।

30/03/2025

ঈদ মোবারক
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman

24/03/2025

ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করি।

23/03/2025

সেনাবাহিনীকে অপ্রয়োজনীয় বিতর্কে ফেলা যাবেনা :
ডা: সৈয়দ নুরুল ইসলাম।
আজ জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনায় অংশগ্রহণ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্থান :ফার্স হোটেল, পুরানা পল্টন

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুরে  সম্মিলিত সাম...
13/03/2025

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমি শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি! শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

শান্তিতে বিশ্রাম নাও, মা।

চলুন প্রতিজ্ঞা করি যে আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলব যেখানে কোন শিশু, মেয়ে, বা নারী এইরকম ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হবে না! ড. ইউনূস সাহেব কে বলতে চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিচ্ছিতির উন্নতি করুন। তা না হলে আমার জাতি হিসেবে অনেক পিছিয়ে যাবো।

ডা. সৈয়দ নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক,
বাংলাদেশের সাম‍্যবাদী দল।
শীর্ষ নেতা, জাতীয়তাবাদী সমমনা জোট।

বাংলাদেশের সাম‍্যবাদী দলের বিশেষ জাতীয় কংগ্রেস ২০২৫ এর প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কে...
04/03/2025

বাংলাদেশের সাম‍্যবাদী দলের বিশেষ জাতীয় কংগ্রেস ২০২৫ এর প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কে শুভেচ্ছা স্মারক প্রদানের মূহুর্তে।
ঢাকা রিপোর্টারস ইউনিটি, শফিকুল কবির হল

04/03/2025

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জাগপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ ।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক ( ভিপি ফারুক ) যুগপৎ আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলের পক্ষে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ড. ইউনূস সাহেব কে অনুরোধ জানাচ্ছি।

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syed Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share