Musa Vlog Offcial

Musa Vlog Offcial (চাঁপাইনবাবগঞ্জের ছেলে)🙂 আমার ফেসবুক পেজে আপনাকে স্বাগতম 🙂 মানুষকে হাসাঁতে ভালোবাসি ! শখের বসে ভিডিও করি !
(9)

26/07/2025

পদ্না নদী চাপাইনবাবগঞ্জ! শেষ সিমান্ত বন্যার পানি বেড়েছে এবং পরিস্থিতি 🙂

চাপাইনবাবগঞ্জ শহরের একটি বিনোদন কেন্দ্র... মহানন্দা ব্রীজের পার ঘেসা ভাসমান রেস্টুরেন্ট মহানন্দা নদীর উপরে 🙂
25/07/2025

চাপাইনবাবগঞ্জ শহরের একটি বিনোদন কেন্দ্র... মহানন্দা ব্রীজের পার ঘেসা ভাসমান রেস্টুরেন্ট মহানন্দা নদীর উপরে 🙂

22/07/2025

চিরনিদ্রায় শায়িত হলেন চাঁপাইনবাবগঞ্জ কৃতি সন্তান পাইলট তোকির ভাই রাজশাহী নিজ এলাকায় , তৌকিরের গার্ড অফ অনার 💔

ভালো থেকো পাইলট তৌকির ভাই 🫡😭 চাঁপাইনবাবগঞ্জ সুর্য সন্তান 🥺
22/07/2025

ভালো থেকো পাইলট তৌকির ভাই 🫡😭 চাঁপাইনবাবগঞ্জ সুর্য সন্তান 🥺

22/07/2025

চাঁপাইনবাবগঞ্জ কৃতি সন্তান পাইলট তোকির ভাইয়ের জানাজা রাজশাহী জেলা স্টুডিয়ামে নিজ এলাকায় সরাসরি !

৬ মাস আগে বিয়ে করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের পাইলট তৌকির, সাজানো স্বপ্ন শেষ নিমিষেই! ট্রেনিং থাকার জন্য বিয়ের পর কোথায় ঘুর...
21/07/2025

৬ মাস আগে বিয়ে করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের পাইলট তৌকির, সাজানো স্বপ্ন শেষ নিমিষেই! ট্রেনিং থাকার জন্য বিয়ের পর কোথায় ঘুরতে যাওয়া হয় নাই তাদের 😅

তিনি আর নেই!😭 চাঁপাইনবাবগঞ্জর , চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।তাই শেষ মুহূ...
21/07/2025

তিনি আর নেই!😭 চাঁপাইনবাবগঞ্জর , চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান!ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছ...
21/07/2025

পাইলট ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান!
ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানের পাইলট ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর।হে আল্লাহ সকলকে এ শোক সয্য করার তৌফিক দান করুন। #চাঁপাই_প্রেস

21/07/2025

বাংলাদেশ ভালো নেই 😭
আজ দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের প্লে নার্সারি ভবনের ওপর।

যেখানে কিছুক্ষণ আগেও শিশুরা খেলছিল, হেসে উঠছিল-সেখানেই মুহূর্তে লাশ, আগুন আর ছিন্নভিন্ন শরীর।
🔥 অনেক ছোট ছোট শিক্ষার্থী আগুনে পুড়ে নিঃশেষ সহয়ে গেছে… কেউ কেউ জীবন্ত দগ্ধ।

এই বয়সে যেখানে বই-খাতার গন্ধে ভরে থাকার কথা জীবন, সেখানে আজ বার্ন ইউনিটের ধোঁয়ায় ঢেকে গেছে সব।
পরিবারগুলো ছুটে এসেছে কান্নায় ভেঙে পড়ে -কারো সন্তান আর নেই, কারো ছেলেটা চুপচাপ পড়ে আছে ICU-তে।

‼️ এই প্রশ্ন এখন সবার মনে-
কীভাবে এমন জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলতে পারে? কে নেবে এর দায়?

💔 আমরা বাকরুদ্ধ… অসহায়…
আল্লাহ এই নিষ্পাপ শিশুদের শহীদ হিসেবে কবুল করুন।
আহতদের সুস্থতা দান করুন।
আর আমাদের রাষ্ট্র ও প্রশাসনকে এমন ভয়াবহ উদাসীনতা থেকে শিক্ষা নিতে দিন।

🖤 আজকের দিনটা শুধু উত্তরা নয়, পুরো বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ।

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা জানিয়েছেন আপনাদের প্রতি রইলো হৃদয়ের গভীর কৃতজ্ঞতা।বন্ধু, সহকর্মী, সিনিয়র...
21/07/2025

আমার জন্মদিনে যারা শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা জানিয়েছেন আপনাদের প্রতি রইলো হৃদয়ের গভীর কৃতজ্ঞতা।
বন্ধু, সহকর্মী, সিনিয়র – আপনাদের প্রতিটি বার্তা, কল এবং পোস্ট আমার দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।
এই ভালোবাসা, স্নেহ আর দোয়াই আমার পথচলার প্রেরণা।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।
আবারও সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। 💐

আলহামদুলিল্লাহ পেজে ২৫ হাজার ফলোয়ার্স সম্পূর্ণ হলো 🙂 আপনাদের ভালোবাসায় , এতো কম সময়ে এজন্য কৃতজ্ঞ থাকিবো 🙂♥️
18/07/2025

আলহামদুলিল্লাহ পেজে ২৫ হাজার ফলোয়ার্স সম্পূর্ণ হলো 🙂 আপনাদের ভালোবাসায় , এতো কম সময়ে এজন্য কৃতজ্ঞ থাকিবো 🙂♥️

18/07/2025

প্রচন্ড গরমের পর শিবগঞ্জে রহমতে বৃষ্টি 🙂

Address

Shatrajitpur
Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when Musa Vlog Offcial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share