চাঁপাই এর খবর

চাঁপাই এর খবর সাংবাদিক

25/08/2025

শিবগঞ্জে স্বাস্থ্যসেবা ও ৭শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাঁকা এলাকায় এ ক্যাম্পে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে সাধারণ রোগীদের জন্য চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং গবাদিপশুর চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-অভয়াশ্রম গড়...
24/08/2025

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে ধারণ করে শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা মৎস্য চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়, পাশাপাশি মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি, মৎস্য সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান।

24/08/2025

শিবগঞ্জে ২৪০টি মধ্যে ৮৩টি প্রধান শিক্ষকের পদ শুন্য
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে ২৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৩টিতেই প্রধান শিক্ষক নেই। ফলে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন শিক্ষা ব্যবস্থ ব্যাহত হয়নি। তাছাড়া শুন্য প্রধান শিক্ষকদের পদগুলি পূরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তালিকা পাঠানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,শিবগঞ্জের প্রত্যন্তাঞ্চলে বর্তমানে ৮৩টি সরকারী প্রাথীমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য আছে। শুন্য থাকার কারণ হলো কেউ কেউ অবসরে গেছেন,কেউ বদলী হয়েছেন। তবে যে সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সে সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রধান শিক্ষক বলেন, একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না। কারণ ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিলেও সহপাঠি মনে করে অন্যান্য শিক্ষকরা গুরুত্ব দেয় না। ফলে ঠিকমত ক্লাশ হয় না। কোন কোন বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ঠিকমত উপস্থিত হয় না। উপস্থিত হলেও দেরীতে আসেন। বিদ্যালয়গুলির নিয়ম শৃঙ্খলা অনেকটা ভেঙ্গে পড়ে। যে সমস্ত বিদ্যালয়ে প্রধানশিক্ষক নে ই সেগুলি হলো ক্রমিক নম্বর অনুসারে ১,৪,৮,১৬.,১৮,১৯,২০,২৪,২৫,২৯,৩০,৩২,৩৬,৩৭,৪৩,৪৬,৪৯,৬০,৬২,৬৪,৭১,৮২,৮৫,৮৭,৮৯,৯০,৯২,৯৫,১১৭,১২২,১২৪,১২৬,১২৮,১২৯,১৩৬.১৩৭,১৪৩, ১৪৪, ১৪৫.১৪৬,১৪৭, ১৫৩, ১৫৪, ১৫৫,১৫৬, ১৫৭, ১৫৮, ১৬০, ১৬২,১৬৪, ১৬৫, ১৬৭,১৭২, ১৮১১, ১৮৪, ১৮৭ ১৮৯,১৯১, ১৯৩,২০০,২০৩,২০৫,২১১,২১৭,২১৮,২১৯,২৩২,২৩৩,২৩৪,২৩৫,২৩৭,২৩৮ ও ২৩০৯নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৮৩টি প্রাথমিক বিদ্যালযে প্রধান শিক্ষক নেই। সরজমিনে ঘুরে দেখা গেছে বিশেষ করে নদী ভাঙ্গন কবলিত উজিরপুর, পাঁকা, দূর্লভপুর ও মনাকষা একটি অংশ নিয়ে প্রায় ৩৫//৩৬ প্রাথমিক বিদ্যালয়ের কোন কোনটিতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় , আবার কোন কোনটিতে থাকলেও প্রতিকুল পরিস্থিতি হওয়ায় বিদ্যালয়ে উপস্থিত হতে না পারায় শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য।পাঁকা ইউনিয়নের এ্যাডভোকেট আসফাকুর রহমান রাসেল জানান, নদী ভাঙ্গনসহ বিভিন্ন কারণে বৃহত্তর দিয়াড় এলাকায় প্রতিকুল অবস্থা হওয়ায় বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তারপর আবার অনেকগুলো বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান শুন্যের কোঠায় যেতে শুরু করেছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলির এলাকা ঘুরে স্থানীয়রা একই মত প্রকাশ করেন যে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান দিন দিন নিচে নামছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান জানান, প্রধান শিক্ষক না থাকলে কিছুটা শিক্ষার মান কমাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শিক্ষার মান ধরে রাখার। তিনি বলেন প্রধান শিক্ষক অবসরে যাওযা ও বদলী জনিত কারণে যে সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য হয়েছে,ে স সমস্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে এবং কঠোর নজরদারী রাখা হচ্ছে। তাছাড়া আমরা ইতিমধ্যে উপজেলা মাসিক সভায় আলোচনা করেছি এবং শুন্য পদগুলির তালিকা তৈরী করে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই শুন্যপদগুলি পূরণ হয়ে সমস্যার সমাধান হবে।

২ দিন ব্যপি খামারী  প্রশিক্ষনের সমাপনী শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিন ব্যপি খামা...
20/08/2025

২ দিন ব্যপি খামারী প্রশিক্ষনের সমাপনী

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিন ব্যপি খামারী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় দুই দিন ব্যপি খামারী প্রশিক্ষণ সমাপনী হয়। প্রশিক্ষণে উন্নত জাতের ঘাসচাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি এবং গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন ও ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস। উক্ত প্রশিক্ষণে উপজেলার ২৫ জন খামারী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে খামারিদের

মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়।

শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ...
20/08/2025

শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।

এসময় উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা

, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, শাহাবাজপুর ইউনিয়ন উপসহকারী ভুমি অফিসার ফয়েজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-অভয়াশ্রম গড়ে তুলি, দেশ...
18/08/2025

শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮আগস্ট )সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা সমবায় কর্কমর্তা মাহবুব আরিফ, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল মান্নান সহ মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ।

উল্লেখ্য, ১৮আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মৎস্য সপ্তাহ পালিত হবে।

শিবগঞ্জে জৈব সার তৈরি করে স্বাবলম্বী আশিক। শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-চাকরির পেছনে না ছুটে আশিক আলী জৈব সার তৈরি ক...
18/08/2025

শিবগঞ্জে জৈব সার তৈরি করে স্বাবলম্বী আশিক।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাকরির পেছনে না ছুটে আশিক আলী জৈব সার তৈরি করা শুরু করেন। এখন তিনি একটি জৈব সার কারখানার মালিক। তিনি নিজের প্রত্যন্ত গ্রামে গড়ে তুলেছেন

মুনলাইটার মার্কেটিং প্রাঃ লিমিডেট নামের এই জৈব সার কারখানা। এবং নাম দিয়েছেন তাসনিম জৈব সার।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল আখের আলির ছেলে আশিক ইকবাল আব্দুল কারিম। তিনি ২০২৩ সালে আশিক আলী জৈব সার তৈরি শুরু করেন। তিনি পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া (RDA) থেকে ট্রাইকো কম্পোস্ট( জৈব সার) উৎপাদনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তার জৈব সার কারখানায় প্রতি মাসে ১০টন জৈব সার তৈরি করেন। বর্তমানে ২ধরনের জৈব সার তৈরি করছেন তিনি। ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট। এখান থেকে নিয়মিত জৈব সার উৎপাদন ও সরবরাহ করছেন। এই সার এখন চাঁপাইনবাবগঞ্জ,নাঁওগা, রাজশাহী জেলাতেও যাচ্ছে। তাসনিম জৈব সার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালেয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগার, রাজশাহী থেকে পরিক্ষিত।

অল্প সময়ের ব্যবধানে উদ্যোক্তা আশিকের জৈব সার কারখানাতে ৭জন শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। এখানে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এসব শ্রমিকদের ভেতরে ৬ জন পুরুষ ও ১ জন নারী শ্রমিক রয়েছে।

উদোক্তা আশিক ইকবাল বলেন আমি চাকুরির না পেয়ে রাজমিস্ত্রী কাজ করতাম সেই রাজমিস্ত্রির কাজ ছেড়ে, আমি জৈব সার তৈরি করতে শুরু করি।আমার স্বপ্ন ছিল নিজের কর্মসংস্থান গড়ে তোলা এবং বেকারত্ব দূর করা বেকারদের কর্মসংস্থানে লাগানোর, অদম্য ইচ্ছা নিয়েই ট্রাইকো কম্পোস্ট (জৈব সার) উৎপাদন করা শুরু করি। তিনি আরও বলেন কীটনাশক থেকে মুক্তি পেতে, জমির উর্বরতা বৃদ্ধি পেতে জৈব সারের বিকল্প নেই তাই

সরকারের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবো।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া বলেন, তরুণ কৃষি উদ্যোক্তা আশিক ইকবালের জৈব সার গুণগতমান পরীক্ষা করা হয়েছে এবং তার গুনগত মান সঠিক আছে এবং তাকে সঠিক পরামর্শ ও সহযোগিতা করা হবে।

শিবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক নির্বাচিত ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিবশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্...
17/08/2025

শিবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক নির্বাচিত ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন–২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

রুবেল হক তার সততা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার জন্য সুপরিচিত। শিবগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি দেশের পুলিশ সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কমিটির আহ্বায়ক: মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি)

সদস্য সচিব: রুবেল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি

অন্য সদস্যরা হলেন, আফসানা বেগম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি। মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ। তানভীর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ। শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার, রংপুর রেঞ্জ।কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

11/08/2025

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান
゚viralfbreelsfypシ゚viral

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদানশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প...
11/08/2025

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়াও বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়
゚viralfbreelsfypシ゚viral

গাজীপুরে তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিগাজ...
10/08/2025

গাজীপুরে তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

সময় বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল , চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সভাপতি শহিদুল হোদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Address

Nawabganj

Telephone

+8801717606975

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাই এর খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category