চাঁপাই এর খবর

চাঁপাই এর খবর সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উ...
16/10/2025

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীতী ইউনিয়নের গুইচাপাড়া কৃষ্ণচন্দ্রপুর গ্রামে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণের চেষ্টা করলে এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২৭০ মিটার দীর্ঘ HBP রাস্তার কাজে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার রাস্তা নির্মাণে তিন নাম্বার ও দুই নাম্বার ইট ব্যবহার করছেন, যা মানসম্মত নয়। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোছাঃ সুরাতন বেগম বলেন, “এই ইট দিয়ে বানানো রাস্তা কয়েকদিনের মধ্যেই ভেঙে যাবে, এমন ইট মুরগি হেঁচড়ে ফেলবে।” একইভাবে নাজিরা বেগম, জান্নাতি বেগম ও ফেরদৌসী বেগম অভিযোগ করে বলেন, “রাস্তা নিম্নমানের ইট দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা চাই এই রাস্তা এক নাম্বার মানের ইট দিয়ে যেন মেরামত করা হয়। এই রাস্তা দিয়েই গোরস্থানে যাওয়া হয়—তাই ভালোভাবে যেন নির্মাণ হয়।”

এ বিষয়ে চককীতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু (মিয়া) বলেন, “যদি তিন নাম্বার ইট ব্যবহার হয়ে থাকে, তাহলে তা ফেরত দেওয়া হবে। এক নাম্বার ইট দিয়েই রাস্তা নির্মাণ করা হবে।”

শিবগঞ্জে বিএনপি নেতা সাদিকুর রহমানের লিফলেট বিতরনশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপু...
15/10/2025

শিবগঞ্জে বিএনপি নেতা সাদিকুর রহমানের লিফলেট বিতরন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাদিকুর রহমান। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন এবং দেশ বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মোঃ সাদিকুর রহমান বলেন,তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের মুক্তির রূপরেখা। এ কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশে আবারও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে।

কর্মসূচি শেষে তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

14/10/2025

শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক দুটি অভিযানে ৬০ কেজি মা-ইলিশ মাছ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে বিভিন্ন ইয়াতিম খানায় দেয়া হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে ১৩ অক্টোবর রাতে ও ১৪ অক্টোবর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিক আজিজ ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমারের যৌথ অভিযানে পদ্মা নদীর তত্তীপুর ও সাত্তার মোড়ে অভিযানচালিয়ে ৬০ কেজি মা ইলিম মাছ উদ্ধার করে। মানবিক বিবেচনায় সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াাতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণকারী সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌফিক আজিজ উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার জানান, মা-ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ- সভাপতি আহসান, সম্পাদক তারেক। “গণমাধ্যমকর্মীদের কল্যাণে” এই স্লোগানকে ধারণ করে চ...
14/10/2025

শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ- সভাপতি আহসান, সম্পাদক তারেক।

“গণমাধ্যমকর্মীদের কল্যাণে” এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন’।

সোমবার রাতে শিবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এসময় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি তারেক রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মামুন উর রশিদ,

সহ-সাধারণ সম্পাদক মুক্ত খবরের উপজেলা প্রতিনিধি শামসুন্নাহার সোহানা,

কোষাধ্যক্ষ আমার বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিক ইসলাম সিকো,

নির্বাহী সদস্য বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাদিম হোসেন,বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম,

এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ফরহাদ হোসেন।

নতুন সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” হবে একটি অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন যা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করবে।

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ...
13/10/2025

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে সোমবার(১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনশিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনা...
10/10/2025

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্টু আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী মন্টু আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জ উপজলোর সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামসহ অন্যরা।

゚viralfbreelsfypシ゚viral

শিবগঞ্জে বিএনপির উদ্যোগে মহিলাদের সাথে মতবিনিময় সভাশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার  দ...
09/10/2025

শিবগঞ্জে বিএনপির উদ্যোগে মহিলাদের সাথে মতবিনিময় সভা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বিএনপি-র উদ্যোগে মহিলাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুলভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি-র সভাপতি সৈয়বুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্লভপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান(মসিম), ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণি-পেশার লোকজনসহ মা-বোনদের যথাযথ মূল্যায়ন করা হবে। মহিলাদের আত্মকর্মসংস্থানে দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার বিগত দিনের নেয়া সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


゚viralシfypシ゚viralシalシ #

07/10/2025

চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ তারিখ) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, এবং তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব গোলাম জাকারিয়া।চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন জাসাস চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এ লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সচেতন করার উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে গম্ভীরা, সংগীত ও নাটকের মাধ্যমে দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।

শিবগঞ্জে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি গোডাউন থেকে ১৪২ বস্তা...
07/10/2025

শিবগঞ্জে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে।

এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মণ্ডলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন।

গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান। স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় রোববার ভুক্তভোগী আবদুস সালাম বাদি থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।

゚viralシfypシ゚viralシalシ

শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্...
07/10/2025

শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

তিনি বলেন প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্কমর্তা আবদুৎ তোয়াব, উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি মুজিবুর রহমান সহ প্রবীণ হিতৈষী সংঘের উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধনশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইস...
06/10/2025

শিবগঞ্জে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।

মানববন্ধনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর পক্ষে শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ব্যবসায়ী জাহিরুল কাইউম বাবর বক্তব্য রাখেন।

এতে তিন শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

゚viralシfypシ゚viralシ

শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতশিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-শিবগঞ্জ উপজেলার শা...
05/10/2025

শিবগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকপি হাইস্কুল মাঠে শনিবার বিকালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বন্ধু ফুটবল একাদশ এবং আমার ফুটবল একাদশ অংশ করে বন্ধু ফুটবল একাদশ জয়লাভ করে।

শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি-র আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল করিম মহাজন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,“খেলায় শক্তি খেলায় বল জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, শিবগঞ্জ উপজেলার গণমানুষের নেতা সৈয়দ শাহিন শওকত ভাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈন আলি, হৃদয় আলী,শফিকুল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন চৌধুরী সহ প্রমুখ।

Address

Nawabganj

Telephone

+8801717606975

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাই এর খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category