29/11/2025
আপনি বেশি ভালোবাসলেই সামনে থেকে ভালোবাসা মিলবে—এমন কোনো নিয়ম নেই।
মানুষ ভালোবাসা দেয় নিজের সুবিধা, মানসিকতা আর সময় বুঝে।
কেউ সামান্য যত্নেই আপনাকে ভরিয়ে দেবে,
আবার কেউ আপনার কান্নাকেও গুরুত্ব দেবে না।
ভালোবাসা লেনদেন নয়—এটা উপস্থিতি।
আপনি দিচ্ছেন, কিন্তু সে নিতে না চাইলে বা শুধু অভ্যাসে আপনাকে ব্যবহার করলে—ওটা ভালোবাসা নয়।
সত্যিকারের ভালোবাসা আসে সেই মানুষ থেকে,
যে আপনাকে হারানোর ভয় অনুভব করে।
যেখানে ভালোবাসা ফেরত আসে না—
সেখানে বারবার ঢালায় শুধু আত্মা ক্লান্ত হয়👍