It's me নিহা

It's me নিহা আস্সালামুআলাইকুম
Hello everyone!!

welcome to my page.. 🥰❤️
I will be shearing my Handy Craft idea's, home decore idea's & if you like something you can orde also..💞☺️

মূল্যবান উপহার গুলো পাওয়াই হলো স্বার্থকটা। আর সবচেয়ে মূল্যবান উপহার হলো ভালো আচার-আচরণ, উন্নত নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ...
11/05/2025

মূল্যবান উপহার গুলো পাওয়াই হলো স্বার্থকটা। আর সবচেয়ে মূল্যবান উপহার হলো ভালো আচার-আচরণ, উন্নত নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ।। 😌💞

টিসু দিয়ে বানানো গোলাপ এর Final Look... 🌹😍😍
দেখতে অনেক সুন্দর তাই না?? 🤔


আস্সালামুআলাইকুম শুভ সকাল.... ☺️আর্টিফিশিয়াল গোলাপ 🌹
01/05/2025

আস্সালামুআলাইকুম
শুভ সকাল.... ☺️
আর্টিফিশিয়াল গোলাপ 🌹

17/01/2025

শুন, এমনটা হওয়া উচিত না।

- কেমনটা হওয়া উচিত না?

এইযে এখন যেমনটা হচ্ছে

- আরে বাবা কেমন টা হচ্ছে সেটা বলবি তো এমন ঘুরাচ্ছিস পেছাচ্ছিস কেন?

আমি বোঝাতে পারবো না তবে এমনটা হওয়া একদমই উচিত না।

- আচ্ছা তোকে বুঝাতে হবে না তুই শুধু বল, বাকীটা আমি বুঝে নিবো।

এইযে তাকে আমার সময় অসময় সবসময় মনে পড়ছে, সে একবেলা খোঁজ না নিলে আমার মন খারাপ হচ্ছে, তার একটু অবহেলাও আমাকে ভীষণ ভাবাচ্ছে, তার সাথে কথা বলতে আমার ভালো লাগছে, এমনটা হওয়া উচিত না।

-কেন হওয়া উচিত না?

আমি জানিনা তবে এমনটা হওয়া উচিত না।

- আর এমনটা হওয়ার কারণ কি?

আমি সেটাও জানি না কোনো কারনই আমার জানা নেই, আর যে কারণটা আমি সন্দেহ করছি সেটাও আমি মানতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এই অনুভূতি টা আমার ভালো লাগছে না।

- আচ্ছা এই অনুভূতি টাকেই কী ভালোবাসা বলে?

ভালোবাসার অনুভূতি আমি চিনিনা। কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয় সেটা আমি আগে কখনো ফিল করিনি। তবে তাকে আমার ভালোলাগে ভীষণ রকমের ভালোলাগে তার কথা, তার কেয়ারিং, তার দেওয়া ডাকনাম সবকিছুই আমার ভালো লাগে।

- হুমমম বুঝলাম ।

কি বুঝলি?

- তুই গেছিস।

মানে!

- মানে তুই প্রেমে পড়ে গেছিস।

তুই কিভাবে বুঝলি?

- শুন সুফিদের মতে ভালোবাসার ৭ টা স্তর, হুব(আকর্ষণ), উনসুর(মোহ), ইশক(ভালোবাসা), আকিদাত(শ্রদ্ধা), ইবাদাত(উপাসনা), জুনুন(উন্মাদনা), ফানাহ(মৃত্যু)। আর তৃতীয় স্তর তথা ইশক এর ঠিক আগে আসে অস্বীকৃতি, তুই এখন ঠিক সে পর্যায়ে আছিস।

কিভাবে?

- এইযে তাকে তোর ভালোলাগে, ব্যস্ততা কিংবা অবসরে তার কথা মনে পড়ে, তার শুন্যতা তোকে কাঁদায় এগুলো আকর্ষণ বা মোহ থেকে অনেক বেশি, এগুলো হচ্ছে ভালোবাসার লক্ষন। তবে ভালোবাসার অনুভূতি স্বীকার করার আগে আসে অস্বীকৃতি যখন মন আর মস্তিষ্কের মধ্যে চরম দ্বন্দ্ব চলে একজন বলে এটা ভালোবাসা আরেকজন বলে না কেবলই মোহ‌। তুই এখন সে পর্যায়ে আছিস।

আর এ দ্বন্দ্বের পরিণাম কি?

- অন্যান্য বিষয়ে মস্তিষ্কের জয় হলেও ভালোবাসার বিষয়ে সবসময় মনই জয়ী হয়। তোর ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না নিশ্চয়ই।

আর এ ভালোবাসার পরিণামই বা কি হবে?

- খুব বেশি আর কিই বা হবে শেষমেশ ভালোবাসার কাছে সবকিছু বিলিয়ে দিয়ে ফানাহ হয়ে যাবি।

কাল্পনিক আলাপ
~নীরা~
১৫.০১.২৫

04/01/2025

- আমাকে কী ভুলে গেছ?

- হয়তো হ্যাঁ হয়তো বা না।

-সম্ভাব্য নয় সঠিক উত্তর চাই।

-সঠিক উত্তর টা হয়তো আমার কাছে নেই।

-তোমার কাছে কি আদৌ কোনো উত্তর থাকে?

- হ্যাঁ অবশ্যই থাকে একটা না আমার কাছে সবসময় দুটো উত্তর থাকে। একটা যেটা আমি প্রকাশ করি কিন্তু বিশ্বাস করি না আর একটা যেটা আমি বিশ্বাস করি কিন্তু প্রকাশ করতে পারি না।

-যেমন!

-যেমন এই যে তোমাকে ভুলে গেছি কিনা, তোমাকে হয়তো ভুলে যায়নি, এখনো তোমার স্মৃতিগুলো মনে পড়ে এখনো তোমার অবয়বটা চোখের পাতায় ভাসে তবে আগের মত অতটা গাঢ় না সময়ের সাথে সাথে সেগুলো আবছা হতে শুরু করেছে।

-তুমি এখন জটিল কথা বলো, আমি তোমাকে আর আগের মত বুঝতে পারিনা।

- যখন সহজ কথা বলতাম তখনই বা বুঝলে কোথায়!

- তুমি কেমন যেন কঠিন হয়ে গেছ।

-হুমম হয়তোবা হয়েছি। আগে যে বাস্তবতার থেকে পালিয়ে বেড়াতাম এখন তার সাথে মানিয়ে নিতে শিখেছি।

-আচ্ছা একটা কথা বলো এখনো কী ভালোবাসো?

-কোন উত্তরটা শুনতে চাও যেটা আমি বিশ্বাস করি নাকি যেটা প্রকাশ করি?

- আমি সঠিক উত্তর শুনতে চাই।

-না, ভালোবাসিনা। বা হয়তো বাসি।

কাল্পনিক আলাপ
নীরা
০৪. ০১. ২০২৫

25/10/2024

Love yourself...🥰💞

চাচাতো ভাই এর ছোট্ট ফুলের বাগান.. 🌹💐

Address

Chapai Nawabgonj
Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's me নিহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share