11/09/2025
নেপালের বাংলাদেশী রাষ্ট্রদূত আমাদের চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান শফিকুর রহমান বায়েজিদ স্যার জীবন বাজি রেখে যেভাবে বাংলাদেশীদের সহযোগিতা করেছেন তা অনুকরণীয়।
স্যালুট স্যার।
তিনি বাংলাদেশীদের সহায়তা করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলার কবলে পড়েন।
তাঁর ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।
গত মঙ্গলবারের বিক্ষোভে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগ ও আরেকটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালায় নেপলী জনগণ। সেই হোটেলেই অবস্থান করছিল তিন সদস্যের একটি বাংলাদেশি পরিবার।
হোটেল কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং জিনিসপত্র লুট করে নেয়। আতঙ্কিত পরিবারটি প্রথমে পাসপোর্ট লুকানোর চেষ্টা করলেও পরে বিক্ষোভকারীরা রুমে ঢুকে সেগুলোও লুট করে। হোটেল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং অন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করলেও পরিবারটি ভয়ে সেখানেও থাকতে রাজি হয়নি। পরবর্তীতে তাদের দূতাবাসে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করা হয়।
দূতাবাসের এক কর্মকর্তা জানান, নেপালে থাকা জাতীয় ফুটবল দল এবং স্টাডি ট্যুরে থাকা ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। ওই বিমানে ৩৮ জন ফুটবলার, এক ডজনেরও বেশি সাংবাদিকসহ মোট ৫৪ জন যাত্রী থাকবেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সি-১৩০ বিশেষ বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে।
বর্তমানে নেপালে প্রায় ৪০০ বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কাজ করছেন।
মহান আল্লাহ বায়েজিদ স্যারসহ সকলকে হেফাজত করুন।
আমিন #ইটিভিবাংলা