06/06/2025
আমি হয়তো সেই মানুষ, যাকে দেখে কেউ আশাবাদ শেখে না।
আমার কোনো অর্জন নেই—না কাগজে লেখা কোনো ডিগ্রি, না মুখে শোনা কোনো প্রশংসা।
সারাজীবন কেবল হেঁটেছি, অথচ গন্তব্যে পৌঁছাইনি।
জীবনের এতগুলো বছর পার করে ফেললাম,
কিন্তু হাতে রইল না একটাও স্মরণীয় মুহূর্ত,
না কোনো ছবি, যে ছবি গর্ব করে অন্যকে দেখানো যায়।
আমি সেই ব্যর্থ মানুষ,
যাকে বৈজ্ঞানিক যন্ত্রে মাপলে “ব্যর্থতা” শব্দটাই বারবার রেজাল্ট দেখাবে।
নামের পাশে কোনো উপাধি নেই,
বায়োডাটায় “ভালো” কিছু নেই,
নিজেকে ভালো বলার সাহসটাও কখনো ছিল না।❤️🩹