Sadia's Daybook

Sadia's Daybook Sadia Islam ! Dreamer, learner, and believer. Walking through life with a smile and strong will. Family, faith, and love keep me grounded

06/06/2025

আমি হয়তো সেই মানুষ, যাকে দেখে কেউ আশাবাদ শেখে না।
আমার কোনো অর্জন নেই—না কাগজে লেখা কোনো ডিগ্রি, না মুখে শোনা কোনো প্রশংসা।
সারাজীবন কেবল হেঁটেছি, অথচ গন্তব্যে পৌঁছাইনি।
জীবনের এতগুলো বছর পার করে ফেললাম,
কিন্তু হাতে রইল না একটাও স্মরণীয় মুহূর্ত,
না কোনো ছবি, যে ছবি গর্ব করে অন্যকে দেখানো যায়।

আমি সেই ব্যর্থ মানুষ,
যাকে বৈজ্ঞানিক যন্ত্রে মাপলে “ব্যর্থতা” শব্দটাই বারবার রেজাল্ট দেখাবে।
নামের পাশে কোনো উপাধি নেই,
বায়োডাটায় “ভালো” কিছু নেই,
নিজেকে ভালো বলার সাহসটাও কখনো ছিল না।❤️‍🩹

কি ভয়ঙ্কর প্রতারণা!নারীরা কত সহজেই বিশ্বাস করে, ছোটো কথায় মন গলে যায়।বিয়ের আগে হাজারো প্রতিশ্রুতি, মিষ্টি কথা আর স্ব...
02/06/2025

কি ভয়ঙ্কর প্রতারণা!
নারীরা কত সহজেই বিশ্বাস করে, ছোটো কথায় মন গলে যায়।
বিয়ের আগে হাজারো প্রতিশ্রুতি, মিষ্টি কথা আর স্বপ্নের মালা বোনা হয়—
কিন্তু অনেক সময় সেই সব হয় এক বড় মুখোশের আড়ালে লুকানো নাটক।

একজন সন্তানর পিতা হয়েও তার চরিত্র বদলায় না,
নেই কোনো সত্যিকারের বদল, নেই কোনো সম্মান কিংবা ভালোবাসার মাধুর্য।
এই অবস্থা নারীর জীবনে যে কত গভীর ক্ষত তৈরি করে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

29/05/2025

এক অদ্ভুত, নামহীন রোগে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছি আমি। বাইরে থেকে কেউ বুঝবে না—আমাকে দেখলে মনে হবে আমি একদম স্বাভাবিক, সুস্থ, সবল। কিন্তু ভেতরে? এক শূন্যতা ক্রমশ গ্রাস করে নিচ্ছে আমাকে। প্রতিদিন নিজের অস্তিত্বকে টের পাই কম, বোঝা বাড়ে বেশি।

নীরব রাতগুলো যেন আমার নিঃশব্দ সঙ্গী। এই নির্ঘুম অন্ধকারে, চারপাশ যখন নিস্তব্ধ, তখনই আমার ভেতরের ঝড়গুলো সবচেয়ে বেশি আওয়াজ করে। মাথার ভেতর চলে শত শত ভাবনা, যেগুলোর শেষ নেই, সমাধান নেই—শুধু যন্ত্রণার অবিরাম চক্র। সেইসব ভাবনার সাক্ষী থাকে শুধু এই ঘুমহীন রাত, আর আমি।

আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছি, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছি। বাস্তবতা ও স্বপ্নের মাঝে কোন সীমারেখা নেই আর। পাগল হয়ে যাচ্ছি কিনা জানি না, তবে অনুভব করছি—আমি আর আমি নেই।

04/05/2025

সে কোনো গল্পের নায়িকা নয়। তার চোখে নেই কবিতার জল, মুখে নেই চাঁদের আলো। সে একেবারে সাধারণ—মধ্যবিত্ত জীবনের ক্লান্ত সকালে উঠে পথচলা শুরু করে, বোঝা বইতে বইতে যেন বয়সের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে সে। তবু কোথাও তার ভিতরে এক ক্ষীণ আলো জ্বলে—একটা রাজ্য হবে একদিন, যেখানে তাকে কেউ রানি করে রাখবে। কোনো রাজকন্যার রূপে নয়, তার গভীরতা, তার লড়াই, তার নিঃশব্দ ভালোবাসায় হার মেনে যাবে কেউ—আর বলবে, 'তুই সাধারণ নস, তুইই আমার সবচেয়ে বিরল সৌন্দর্য।
- সাদিয়া ইসলাম

একটা গাছ ছিল—ছোটবেলা থেকে একটা উঠোনে বেড়ে উঠেছিল। রোদ-ছায়া, হাসি-কান্না সব কিছুর সাক্ষী ছিল সে উঠোন। পাখিরা ডেকে যেত, বা...
02/05/2025

একটা গাছ ছিল—ছোটবেলা থেকে একটা উঠোনে বেড়ে উঠেছিল। রোদ-ছায়া, হাসি-কান্না সব কিছুর সাক্ষী ছিল সে উঠোন। পাখিরা ডেকে যেত, বাতাস ছুঁয়ে যেত, পরিচিত গন্ধে প্রতিদিন তার পাতা দুলতো।

কিন্তু একদিন, না জানি কেন, সেই গাছটা উপড়ে এনে বসিয়ে দেওয়া হলো এক অজানা বাগানে। মাটি নতুন, গন্ধ অচেনা, চারপাশ একেবারে অজানা।

সে গাছটা নিজেকে মানিয়ে নিতে চাইল—নতুন আলো, নতুন ছায়া, নতুন বাতাসের সঙ্গে। নিজের শিকড় গেড়ে দিলো সেখানে।

দিনের পর দিন কেটে যায়। গাছটা ফুল দেয়, ছায়া দেয়, ফল দেয়। কিন্তু তবুও কেউ বলে—‘এই গাছটা তো আমাদের না, এটা তো অন্য কোথাও থেকে আনা।’

আসলে হয়তো, কিছু গাছ সারাজীবনই থেকে যায় পরের বাগানে। যত যত্নই করুক না কেন, তাদের আপন বলে কেউ মানতে চায় না।

আর সেই গাছটা—সে বুঝে যায়, তার কোনো উঠোন আসলে কখনো ছিলই না।🤍

Address

Nawabganj
1320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Daybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share