8.30PM

8.30PM অসাধারণ গল্প কথা

ভবিষ্যতের জন্য এখনই ভাবুন – টাকা জমিয়ে নিরাপদ থাকুন!আপনি মানুন বা না মানুন, জীবনে হঠাৎ করেই ফিনান্সিয়াল ক্রাইসিস (আর্থ...
01/07/2025

ভবিষ্যতের জন্য এখনই ভাবুন – টাকা জমিয়ে নিরাপদ থাকুন!

আপনি মানুন বা না মানুন, জীবনে হঠাৎ করেই ফিনান্সিয়াল ক্রাইসিস (আর্থিক সংকট) আসতে পারে। তাই আজই নিজের জীবন ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়া দরকার।

🎉 লোক দেখানো খরচ নয়, ভবিষ্যতের নিরাপত্তা দরকার!
বিয়ে, জন্মদিন বা সামাজিক অনুষ্ঠান মানেই বিশাল খরচ। অথচ অনেক মধ্যবিত্ত পরিবার তাদের জীবনের এক-তৃতীয়াংশ সঞ্চয় খরচ করে ফেলে শুধুমাত্র সন্তানদের বিয়েতে। এতে সাময়িক খুশি হলেও ভবিষ্যতের জন্য ঝুঁকি থেকে যায়।

➡️ সন্তান জন্মের পর ১ লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে ২০ বছরে তা একটি ভালো অ্যামাউন্টে পরিণত হবে। ভবিষ্যতে পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যবসায় তা কাজে আসবে।

🧠 ছোটবেলা থেকেই ফিনান্স শিক্ষা দিন
সন্তানকে শেখান—

Productive vs Non-Productive ইনভেস্টমেন্ট

গ্যাজেট নয়, ধাতু (যেমন সোনা) কেনা ভালো—এর রিসেল ভ্যালু থাকে।

নিজের আয় নিজে কিভাবে বাড়াতে হয়, সেই বুদ্ধি শেখান।

🏠 সম্পদে নয়, liquidity-তে গুরুত্ব দিন
বাড়ির চেয়ে সোনা বা ক্যাশ লিকুইড মানি বেশি কাজে আসে, কারণ বিপদে ঘরের ইট বিক্রি করা যায় না, কিন্তু গহনা বা টাকা দিয়ে আপনি সামাল দিতে পারবেন।

➡️ যতটুকু বাড়ি করলে শান্তিতে থাকা যায়, ততটুকুই বানান। বাকি টাকা MIS (Monthly Income Scheme)-এ রাখুন, যাতে একেবারে দরকারে খেতে হলেও টাকা থাকে।

🎓 ডিগ্রি নয়, দক্ষতা গুরুত্বপূর্ণ
শুধু বইয়ের শিক্ষা নয়, হাতে-কলমে কাজ শেখান।

পেটে বিদ্যা থাকলেই সফলতা আসবে—এমন কোনো গ্যারান্টি নেই।

কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব – এই অভ্যাস গড়ে তুলুন।

👨‍👩‍👧‍👦 সন্তানকে স্বাধীন হতে দিন
স্ট্যাটাসের জন্য সরকারি চাকরির পিছনে না ছোটে—সে যেন নিজের ইচ্ছামতো পথ বেছে নিতে পারে।

ভবিষ্যৎ অনিশ্চিত, তাই একাধিক ইনকামের পথ তৈরি করতে শেখান।

✅ মোট কথা — টাকা ও সময়ের ব্যবহার শিখুন
একসাথে অনেক দিক সামলাতে হবে।

একটা বিনিয়োগ ব্যর্থ হলেও আরেকটা যেন টিকে থাকে।

জীবনকে বিজনেস মাইন্ডে দেখুন—এটাই বাস্তবতা।

এই লেখাটি শুধু আর্থিক শিক্ষা নয়, আমাদের সমাজের প্রচলিত ভুল ধারনাগুলোকেও প্রশ্ন করে। তাই এখনই একটু ভেবে দেখুন—আপনি কি শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য নিজেকে ও সন্তানের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলছেন?

"আজকের ছোট সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের বড় নিরাপত্তা।" 8.30PM

30/06/2025

এদেশে রাজনীতি এতটাই লোভনীয় যে প্রত্যেক পেশার লোকই রাজনীতি করতে চায়। হোক সে ছাত্র-শিক্ষক, ইঞ্জিনিয়ার ডাক্তার বা যে কোন সরকারি চাকুরীজীবি। লোভের কারণ বন্ধ হোক।

আমার আইডির সদস্য যাচাই করার জন্য ভোট হয়ে যাক।আইডিতে সব দল-মতের লোক আছে আশা করি।আমি❤️🌾🌾
30/06/2025

আমার আইডির সদস্য যাচাই করার জন্য ভোট হয়ে যাক।

আইডিতে সব দল-মতের লোক আছে আশা করি।

আমি❤️🌾🌾

একি!!কত্ত মিল। আহা, মন থেকে মহব্বত না থাকলে কি মনের কথা এভাবে বিনিময় হয়।"" প্রেম একবারই এসেছিল নীরবেআমারই এ দুয়ার প্রান্...
26/06/2025

একি!!
কত্ত মিল। আহা, মন থেকে মহব্বত না থাকলে কি মনের কথা এভাবে বিনিময় হয়।

"" প্রেম একবারই এসেছিল নীরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায়
এসেছিল পারিনি তো জানতে ""।।

08/06/2025

পুলিশ কি আপনার বাইকের চাবি খুলে নিতে পারে?

সংক্ষিপ্ত উত্তর:

না, কোনো পুলিশ সদস্যের আইনগত অধিকার নেই যে তিনি আপনাকে বিনা কারণে থামিয়ে বাইকের চাবি খুলে নেবেন বা জব্দ করবেন—যদি না আপনি কোনো অপরাধে অভিযুক্ত হন বা সন্দেহভাজন হন।

🔍 পুলিশ চেকিংয়ের সময় কী নিয়ম মেনে চলে?

১. আইনি ভিত্তি থাকতে হবে:

পুলিশ রুটিন চেকিং করতে পারে, তবে সেটি নির্দিষ্ট অভিযোগ, সন্দেহ বা নিয়ম লঙ্ঘনের ভিত্তিতে হতে হবে।

তারা লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, হেলমেট ইত্যাদি চেক করতে পারে।

২. চাবি খুলে নেওয়ার নিয়ম নেই:

মোটরসাইকেলের চাবি খুলে নেওয়া আইনের মধ্যে পড়ে না, যদি না আপনি দৌড়ে পালানোর চেষ্টা করেন বা গাড়ি জব্দের পরিস্থিতি তৈরি হয়।

চাবি জোরপূর্বক খুলে নেওয়া বা নিয়ে নেওয়া হলে আপনি আইন অনুযায়ী অভিযোগ করতে পারেন।

✅ আপনার কী কী ডকুমেন্ট থাকতে হবে?

পুলিশ চেকিংয়ে নিচের কাগজপত্র সঙ্গে রাখুন:

1. ড্রাইভিং লাইসেন্স (সঠিক ক্যাটাগরির)

2. বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)

3. আপডেট ইন্স্যুরেন্স পেপার

4. ফিটনেস সার্টিফিকেট (যদি প্রযোজ্য)

5. ট্যাক্স টোকেন

6. হেলমেট পরা বাধ্যতামূলক

📞 আপনি কী করতে পারেন যদি পুলিশ হয়রানি করে?

1. শান্ত থাকুন, উত্তেজিত হবেন না।

2. পুলিশ সদস্যের ব্যাজ নম্বর বা নাম দেখে রাখুন।

3. কোনো অনৈতিক আচরণ হলে, ভিডিও প্রমাণ সংগ্রহ করুন (যথাসম্ভব নিরাপদে)।

4. অভিযোগ জানান:

জেলা পুলিশ সুপার বা থানার ওসির কাছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে: বাংলাদেশ পুলিশ সার্ভিস বা ৯৯৯ হেল্পলাইনে।

⚖️ আইনগত সহায়তা:

বাংলাদেশে নাগরিক অধিকার রক্ষা করে সংবিধান। পুলিশের দায়িত্ব আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, অহেতুক হয়রানি নয়। আপনার বাইক জব্দ বা চাবি খুলে নেওয়ার ক্ষেত্রে স্পষ্ট কারণ ও আইনি প্রক্রিয়া থাকতে হবে।

স্মরণ রাখুন:
আইন মেনে চলুন, কিন্তু নিজ অধিকার সম্পর্কে সচেতন থাকুন। সচেতন নাগরিক মানেই নিরাপদ সমাজ।
8.30PM Porshi

পাহাড় কেন? পাহাড়ই কেন? কারণ, আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। ঘর থেকে দু'পা বার করা...
01/06/2025

পাহাড় কেন? পাহাড়ই কেন?

কারণ, আমরা যারা পাহাড় ভালোবাসি তারা আর অন্য কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাই না। ঘর থেকে দু'পা বার করার যে অদ্ভুত এক মনকেমন বুকের মধ্যে রাজ্যপাট বিস্তার করে সেই মনকেমনের নিরাময় আর অন্য কোথাও নেই। ওই পাকদন্ডী বেয়ে বেয়ে ওঠার অনুভূতি, ওই হোমস্টের বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা, ওই কুয়াশা মাখা মায়াময় রাস্তা, ওই দূর পাহাড়ের সফেদ চুড়োর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, ওই ঝর্ণার পাশে চুপ করে বসে থাকা, ওই নিস্তব্ধতা, ওই অদ্ভুত শান্তি আমাদের জন্য আর কোত্থাও বরাদ্দ নেই।

তাই পাহাড়। ছুটি জমিয়ে পাহাড়। টাকা জমিয়ে পাহাড়। প্ল্যান বানিয়ে পাহাড়। বছরে একবার হলেও পাহাড়। দু'বার হলেও পাহাড়। বারবার হলেও পাহাড়। পাহাড়, পাহাড়, শুধু পাহাড়... ✅

ব্যাটা মানুষের মাসিক হয় আগে জানতাম না তো।😃🤡
29/05/2025

ব্যাটা মানুষের মাসিক হয় আগে জানতাম না তো।😃🤡

সুতরাং সফল হও 🙂
29/05/2025

সুতরাং সফল হও 🙂

🙋‍♂️বেঁচে থাকুক এরকম হাজারো বন্ধুত্ব❤️     ᩣシ
24/05/2025

🙋‍♂️বেঁচে থাকুক এরকম হাজারো বন্ধুত্ব❤️
ᩣシ

Address

Nazipur
6540

Alerts

Be the first to know and let us send you an email when 8.30PM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share