আমার শখ-My Hobby

আমার শখ-My Hobby The only limit to your success is the depth of your dreams. 🌟⚓

Blood Group B+🩸

🛑 খবর ১ ডিফেন্স সিকিউরিটি অব এশিয়ার প্রতিবেদন বাংলাদেশের অত্যাধুনিক জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ বানচালে সক্রিয় ভারত🛑 ...
25/07/2025

🛑 খবর ১

ডিফেন্স সিকিউরিটি অব এশিয়ার প্রতিবেদন
বাংলাদেশের অত্যাধুনিক জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ বানচালে সক্রিয় ভারত

🛑 খবর ২

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠিয়েছে ভারত, নরেন্দ্র মোদি

🛑🛑🛑 তর্জমা

কী অদ্ভুত এক সমীকরণ!
আকাশে আগুন—ভাঙ্গা বিমান—ঝরে যাওয়া প্রাণ—আর সেই আঙুলে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে যে হাত, সেই হাতই তো গোপনে পাখা ভেঙে দিচ্ছে।

একটা বাংলা প্রবাদ ছিল—“গরু মেরে জুতা দান।”
মোদির ভূ রাজনীতি যেন তার আধুনিক রূপ।

''তুই ভাই, আধুনিক এয়ারফোর্সের স্বপ্ন দেখবি না।''

বন্ধুর মুখোশে শত্রু এসে আপনার ঘরেই আগুন ধরাবে পরোক্ষভাবে, কৌশলে। তারপর আবার পানি নিয়েও হাজির হবে। যেন বলছে—"আমি না থাকলে কে সামলাবে তোমার ক্ষত?"

এটাই ভূরাজনীতি।
এখানে স্বার্থ আগে, সম্পর্ক পরে।
এখানে আপনাকে পঙ্গু করে রেখে ঔষধ দেওয়া হয় নিয়ম করে।

🟨 মেগা আপডেট 🟨🇰🇭🇹🇭 কম্বোডিয়ান সেনারা ওদ্দার মিনচে প্রদেশে থাইল্যান্ডের বিপক্ষে অ্যান্টি-এয়ারক্রাফট গান (বিমান প্রতিরক্ষা...
25/07/2025

🟨 মেগা আপডেট 🟨

🇰🇭🇹🇭 কম্বোডিয়ান সেনারা ওদ্দার মিনচে প্রদেশে থাইল্যান্ডের বিপক্ষে অ্যান্টি-এয়ারক্রাফট গান (বিমান প্রতিরক্ষা অস্ত্র) মোতায়েন করা শুরু করেছে।

25/07/2025
🟨 মেগা আপডেট 🟨🇰🇭🇹🇭 কম্বোডিয়া-থাইল্যান্ড উত্তেজনাকম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেন নিজের "যুদ্ধ কক্ষ" থেকে একাধিক ছবি ...
24/07/2025

🟨 মেগা আপডেট 🟨

🇰🇭🇹🇭 কম্বোডিয়া-থাইল্যান্ড উত্তেজনা

কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেন নিজের "যুদ্ধ কক্ষ" থেকে একাধিক ছবি পোস্ট করে জানিয়েছেন—তিনি পালাবেন না, বরং লড়বেন। থাইল্যান্ডের সঙ্গে ক্রমবর্ধমান সংঘর্ষের মাঝেই তিনি এই বার্তা দেন।

এই সুযোগে হুন সেন তীব্র ভাষায় আক্রমণ করেছেন থাই রাজনীতিক ও সাংবাদিকদের—তাঁদের কটাক্ষ করে বলেছেন, “ভীতু” ও “উসকানিদাতা”।

উল্লেখ্য, তার পোস্ট করা ছবিগুলোর জিওলোকেশন ইতিমধ্যে থাই বাহিনীর হাতে পৌঁছে গেছে এবং তারা সেগুলো বিশ্লেষণ করছে।

24/07/2025

Full-scale war breaks out between Thailand and Cambodia.

🟨 মেগা আপডেট 🟨রাশিয়া এক বিশাল নৌ-মহড়া শুরু করেছে, যেখানে অংশ নিচ্ছে ১৫০টি যুদ্ধজাহাজ ও সহায়ক জলযান, ১২০টি সামরিক বিমা...
24/07/2025

🟨 মেগা আপডেট 🟨

রাশিয়া এক বিশাল নৌ-মহড়া শুরু করেছে, যেখানে অংশ নিচ্ছে ১৫০টি যুদ্ধজাহাজ ও সহায়ক জলযান, ১২০টি সামরিক বিমান এবং ১৫,০০০-রও বেশি সেনা সদস্য। এই মহড়া চলছে প্রশান্ত মহাসাগর, আর্কটিক, বাল্টিক ও ক্যাসপিয়ান সাগরজুড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক বোমা যুক্তরাজ্যে মোতায়েন করেছে।

পরিস্থিতি উত্তপ্ত!

যুদ্ধ লেগে গেলো থাইল্যান্ড এবং কম্বোডিয়া☠️
24/07/2025

যুদ্ধ লেগে গেলো থাইল্যান্ড এবং কম্বোডিয়া☠️

Address

Nazipur

Alerts

Be the first to know and let us send you an email when আমার শখ-My Hobby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share