
25/07/2025
🛑 খবর ১
ডিফেন্স সিকিউরিটি অব এশিয়ার প্রতিবেদন
বাংলাদেশের অত্যাধুনিক জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ বানচালে সক্রিয় ভারত
🛑 খবর ২
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠিয়েছে ভারত, নরেন্দ্র মোদি
🛑🛑🛑 তর্জমা
কী অদ্ভুত এক সমীকরণ!
আকাশে আগুন—ভাঙ্গা বিমান—ঝরে যাওয়া প্রাণ—আর সেই আঙুলে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে যে হাত, সেই হাতই তো গোপনে পাখা ভেঙে দিচ্ছে।
একটা বাংলা প্রবাদ ছিল—“গরু মেরে জুতা দান।”
মোদির ভূ রাজনীতি যেন তার আধুনিক রূপ।
''তুই ভাই, আধুনিক এয়ারফোর্সের স্বপ্ন দেখবি না।''
বন্ধুর মুখোশে শত্রু এসে আপনার ঘরেই আগুন ধরাবে পরোক্ষভাবে, কৌশলে। তারপর আবার পানি নিয়েও হাজির হবে। যেন বলছে—"আমি না থাকলে কে সামলাবে তোমার ক্ষত?"
এটাই ভূরাজনীতি।
এখানে স্বার্থ আগে, সম্পর্ক পরে।
এখানে আপনাকে পঙ্গু করে রেখে ঔষধ দেওয়া হয় নিয়ম করে।