Duronto

Duronto I want to popularize MS Access program to everyone.

31/03/2025

Hello

25/12/2024
যারা দুরন্ত সফটওয়ার ব্যবহার করেন তাঁরাও এমন কাজটি করতে পারেন শিক্ষার্থীদের সুবিধার জন্য । আমরা ব্যবহার করছি ।
20/10/2024

যারা দুরন্ত সফটওয়ার ব্যবহার করেন তাঁরাও এমন কাজটি করতে পারেন শিক্ষার্থীদের সুবিধার জন্য । আমরা ব্যবহার করছি ।

16/10/2024

৬ষ্ঠ-৯ম শ্রেণির সকল ছাত্রীকে www.vaxepi.gov.bd লিংকে HPV এর নিবন্ধন ২২/১০/২৪ মধ্যে করার নির্দেশ দেওয়া হলো

06/10/2024

জাপানে কোনো শিক্ষক দিবস নেই।
একদিন, আমি আমার জাপানি সহকর্মী, শিক্ষক ইয়ামামোতাকে জিজ্ঞাসা করলাম:
- আপনারা কিভাবে জাপানে শিক্ষক দিবস উদযাপন করেন?
আমার প্রশ্নে অবাক হয়ে তিনি উত্তর দিলেন:
- আমাদের শিক্ষক দিবস নেই।
আমি যখন তার উত্তর শুনেছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে বিশ্বাস করব কি না। আমার মাথায় একটা চিন্তা আসলো: "যে দেশ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে এত উন্নত, শিক্ষক এবং শিক্ষকতার প্রতি এত অসম্মান কেন?"
***
একবার, কাজ শেষে, ইয়ামামোতা আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। আমরা মেট্রো নিলাম যেহেতু তাঁর বাড়ি অনেক দূরে। সন্ধ্যার পিক আওয়ার ছিল, এবং মেট্রো ট্রেনের ওয়াগনগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আমি ওভারহেড রেলকে শক্ত করে ধরে দাঁড়ানোর জায়গা খুঁজে বের করতে পেরেছিলাম। হঠাৎ, আমার পাশে বসা বয়স্ক লোকটি আমাকে তাঁর আসন গ্রহণ করার প্রস্তাব দিলেন। একজন বয়স্ক লোকের এই সম্মানজনক আচরণ বুঝতে না পেরে আমি প্রত্যাখ্যান করলাম, কিন্তু তিনি অনড় ছিলেন এবং আমি বসতে বাধ্য হলাম। আমরা যখন মেট্রো থেকে বের হয়েছিলাম, তখন আমি ইয়ামামোতাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাদা দাড়ি বৃদ্ধ লোকটি ঠিক কী করেছে। ইয়ামামোতা হেসে আমার পরা শিক্ষকের ট্যাগের দিকে ইশারা করে বললেন:
- এই বৃদ্ধ লোকটি আপনার গায়ে একজন শিক্ষকের ট্যাগ দেখেছে এবং আপনার মর্যাদার প্রতি সম্মানের প্রতীক হিসাবে আপনাকে তার আসন অফার করেছে।
যেহেতু আমি প্রথমবার ইয়ামামোতার বাড়িতে গিয়েছিলাম, তাই সেখানে খালি হাতে যেতে অস্বস্তি বোধ করছিলাম তাই আমি একটি উপহার কেনার সিদ্ধান্ত নিলাম। আমি ইয়ামামোতাকে একথা বলেছিলাম, তিনি বললেন যে একটু এগিয়ে শিক্ষকদের জন্য একটি দোকান রয়েছে, যেখানে কেউ কম দামে জিনিসপত্র কিনতে পারে। আবারও, আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি:
- সুযোগ-সুবিধা শুধুমাত্র শিক্ষকদের দেওয়া হয়? আমি জিজ্ঞাসা করলাম .
ইয়ামামোতা বললেন:
- জাপানে শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং শিক্ষক সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জাপানি উদ্যোক্তারা খুব খুশি হয় যখন শিক্ষকরা তাদের দোকানে আসেন, তারা এটাকে সম্মানজনক বলে মনে করেন।
***
জাপানে থাকার সময়, আমি একাধিকবার শিক্ষকদের প্রতি জাপানিদের পরম শ্রদ্ধা লক্ষ্য করেছি। মেট্রোতে তাঁদের জন্য বিশেষ আসন বরাদ্দ রয়েছে, তাঁদের জন্য বিশেষ দোকান রয়েছে, সেখানে শিক্ষকরা যে কোনও ধরণের পরিবহনের জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়ান না। এই কারণেই জাপানি শিক্ষকদের শিক্ষক দিবস বলে একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না, যখন তাঁদের জীবনের প্রতিটি দিন সম্মান প্রদর্শন করে উদযাপন করা হয়।
Copied...

19/09/2024

চোখকে ফেসবুকে রাখতে আর মন চাচ্ছে না ।

18/07/2024

আমি কোটার পক্ষে ।
আমার এ লেখাটি কারো ভালো নাও লাগতে পারে যে, আমি কোঠার পক্ষে। কেন আমি কোটার পক্ষে?
যখন পর্যন্ত স্কুলগুলোতে বৃত্তি পরীক্ষা চালু ছিল তখন পর্যন্ত ইউনিয়নকোটা চালু ছিল । সে ক্ষেত্রে প্রতি ইউনিয়নের কয়েকজন শিক্ষার্থী ইউনিয়ন কোটায় সাধারণ বৃত্তি পেত । এই বৃত্তির টাকায় হয়তো কিছুই হয়নি , কিন্তু শিক্ষার্থীর আত্মবিশ্বাস তৈরি হতো এবং ভালো লেখা করার একটি ঝোঁক তৈরি হতো । যদি এই বৃত্তি পরীক্ষায় ইউনিয়ন কোটা না থাকতো তাহলে কোন উপজেলায় বৃত্তি পরীক্ষায় সকল বৃত্তি ওই উপজেলা অবস্থিত কোন ভালো স্কুলের সকল শিক্ষার্থীরা পেত হলে গ্রামের শিক্ষার্থীদের আর এ সুযোগ তৈরি হত না
এমনিভাবে জেলা কোটা । বাংলাদেশের এমন কিছু জেলা আছে যেখানে লেখাপড়ায় অনগ্রসর । আমি বিশ্বাস করি যদি জেলা কোটা না থাকে তবে ওই সকল জেলা থেকে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে প্রবেশের হার অনেক কমে যাবে এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে । আমরা আবারো ফিরে যাব পাকিস্থানী আমলে ।
উপজাতি কোটা । আপনারা যারা মেধাবী তারা একটু ভাবেন উপজাতীরাও সরকারকে ট্যাক্স দেয় । আপনারা যে সুযোগ সুবিধায় লেখা পড়া করার সুযোগ পান উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা কি একই রকম সুযোগ-সুবিধা পান তার পরিবার থেকে । আপনাদের বিবেক দিয়ে ভাবুন এই অনগ্রসর গোষ্ঠীকে কি আমাদের এগিয়ে নেওয়ার দরকার নাই । একজন মেধাবী শিক্ষার্থী ৬৪ পেয়েও মেডিকেলের চান্স পায়না কিন্তু একজন উপজাতি ৪২ পেয়েও মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হয়ে বের হয়ে আসলে আপনার কষ্ট হলেও আমি মনে করি তাদের জন্য এটাই দরকার ছিল । কারণ সেই পরিবেশে থেকে ৪২ পাওয়াটা তার জন্য অনেক ছিল । তারা আমাদেরই ভাই ।
প্রতিবন্ধী কোটা নিয়ে মনে হয় আমার সাথে আপনারও একমত এক্ষেত্রে কোনো দ্বিমত আছে কি?

মহিলা কোটা । একটা সময় বাংলাদেশে ব্যাপক হারে যৌতুক প্রথা চালু ছিল । যৌতুক দিতে না পারায় অনেক বাবা -মাা তাদের মেয়ের বিয়ে দিতে পারছিলেন না । এমন সময় সরকার ও ভেবেছিলে যে মেয়েরা মায়ের জাত । প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মায়ের যত্নে মানুষ করবে সেই কারণে প্রাথমিক বিদ্যালয়ের ৬০% মহিলা কোঠা চালু করেন । এতে সে সময় কিছু অভিভাবকের অনেক সুবিধা হয়। কিন্তু সময় অনেক গড়িয়েছে এখন মহিলা কোটার শতকরা পরিমাণ কমে আনা প্রয়োজন ।

মুক্তিযোদ্ধা কোটা । মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির গর্ব এ কথাটা আপনারা শুধু মুখেই স্বীকার করেন । আমি মুক্তিযোদ্ধা সন্তান । যুদ্ধের সময় আমার বাবা একটি গেরিলা দলের কমান্ডার ছিলেন । আমি আমি ৯০ সালে এসএসসি পাস করি । তখন পর্যন্ত এই মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে আমি কিছুই জানতাম না । কিন্তু সরকার 1997 সালে যখন মুক্তিযোদ্ধা কোটা তার সন্তানদের জন্য চালু করে তারপরই বিভিন্ন জনের কাছ থেকে কটুক্তি শুনেছি অনেককে বলতে শুনেছি পু*কী যোদ্ধার বেটা । আমি মেধাবী ছিলাম না, ছিলাম মধ্যম মানের । উপজেলা পর্যায়ে পোস্টমাস্টার ,খাদ্য অধিদপ্তর এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম । কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় আমার চাকরি হয়নি । আমি নিশ্চিত ছিলাম ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আমার চাকরি হবে । কারণ আমরা মোট 60 জনের মতো ভাইভা পরীক্ষা দিচ্ছিলাম । আমি জানতে চেয়েছিলাম সেখানে কোন মুক্তিযোদ্ধা সন্তান আছে কিনা? খোঁজ নিয়ে জানতে পারলাম আমরা দুইজন মুক্তিযোদ্ধা সন্তান ছিলাম ।প্রধান শিক্ষক নেওয়া হবে পাঁচ জন । এর মধ্যে আমাদের কমপক্ষে একজনের চাকরিটা হওয়ার কথা তা হয়নি ।
নিশ্চয়ই কোটা মানা হয়নি । আমার জানা মতে বেশিরভাগ ক্ষেত্রেই 2008 সাল পর্যন্ত সে পর্যন্ত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের চাকরির বয়স শেষ পর্যায়ে তাই কোটাটি নাতি-নাতনিদের জন্য খুবই দরকার । যদি আপনারা সত্যিই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে ভালবাসেন । আপনারা জানেন যুদ্ধের পর থেকে বেশ কিছু সময় মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতে ভয় পেতো । কোটা সেটা দূরের কথা । যারা যুদ্ধে গিয়েছিল , গ্রামাঞ্চলের বেশিরভাগ মুক্তিযোদ্ধা অসচ্ছল পরিবারের । কিছুদিন আগেও মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খেয়েছিল । গত রমজান মাসে আমি আমার বাবাকে নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করিয়েছিলাম কি সুযোগ দিয়েছিল আপনাদের মেধাবী নামধারীরা । সাধারণের যা চিকিৎসা মুক্তিযোদ্ধাদের জন্য তাই । কিন্তু সরকারি পরিপত্রে উল্লেখ আছে মুক্তিযোদ্ধাদের সকল চিকিৎসা ব্যয় ফ্রি । আমরা তা পাইনি আপনাদের মত মেধাবীদের জন্য । রিলিজের দিন গিয়েছিলাম কেবিন ভাড়ার টাকা ফেরত নেওয়ার জন্য কিন্তু ‘মেধাবী ‘ বললেন যান পরে আপনাকে ডেকে টাকাটা ফেরত দেওয়া হবে । ওনারা ডাকেনি আমি নিজেই গিয়েছিলাম । ‘মেধাবী ‘ বললেন স্যার বলেছেন এটা জমা হলে আর ফেরত দেওয়া হয় না । জিজ্ঞেস করলাম আপনি বলেছিলেন পরে ফেরত দিবেন । তাহলে ,কেন জমা নিয়েছিলেন ? উনি নীরব ছিলেন । েএইতো আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ।
হয়তো সকল মুক্তিযোদ্ধাদের কোটা দরকার নেই কিন্তু এমন কিছু পরিবার আছে যারা কোটা সুবিধা পেলে অনেক উপকার হবে । তাই আমার চাওয়া কোটা বাতিল নয় সংস্কার হওয়া প্রয়োজন ।

12/06/2024

ফ্রেন্ড লিস্টের কেউ কি ফরিদপুর টিটিসির কেউ আছেন ।

Address

Village: Dashnagor, Post Office: Dashnagor, Patnitola, Naogaon
Nazipur
5640

Alerts

Be the first to know and let us send you an email when Duronto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duronto:

Share

Category